অ্যান্ড্রয়েড অ্যাপ এ পারমিশন দেয়ায় সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে নিচের পোষ্ট টি দেখে আসতে পারেন-

একটা অ্যাপ দিয়েই হ্যাক হয়ে যেতে পারে আপনার ফেসবুক,গোগোল সহ যাবতীয় সবকিছুর পাসোয়ার্ড, সতর্ক হোন

এখন চলুন শুরু করা যাক অ্যান্ড্রয়েড অ্যাপ কে যেসব পারমিশন দেয়ার আগে সতর্ক থাকা উচিত সেটা দেখে নেই-

১।  Storage read permission(android.permission.READ_EXTERNAL_STORAGE/android.permission.READ_INTERNAL_STORAGE):

এই পারমিশন টা দিলে আপনার ফোনের মেমরীতে থাকা ছবি/ভিডিও খুব সহজেই চুরি করা যাবে।

২।Camera (Manifest.permission.CAMERA):

অনেক সময় দেখবেন ক্যালকুলেটর অ্যাপ ক্যামেরার পারমিশন চাচ্ছে? অদ্ভুত না ব্যাপারটা? হতে পারে আপনার অজান্তেই আপনাকে ভিডিও করা হচ্ছে কোন অ্যাপ দিয়ে… এই পারমিশন দিতেও সতর্কতা অবলম্বন করুন

৩।CONTACTS(android.permission.READ_CONTACTS):

অ্যাপ এর কাজ হলো আপনার বয়স ক্যালকুলেশন করে বের করে দিবে কিন্তু পারমিশন চাচ্ছে contact লিষ্ট এর, অ্যাপ এর উদ্দেশ্য আপনার তথ্য চুরি ছাড়া অন্য কিছু না।

৪। MICROPHONE(android.permission.RECORD_AUDIO)  :

ইন্টারনেট এর স্পীড পরিমাপ করার অ্যাপ মাইক্রোফোন এর পারমিশন চাচ্ছে কেন? আপনার কথা রেকর্ড করে আপনার উপর নজরদারী করাটা উদ্দেশ্য নয়তো?

৫। SMS(android.permission.READ_SMS):

রাইড শেয়ারিং এর অ্যাপ আপনার ব্যাক্তিগত এস এম পড়ার পারমিশন চাচ্ছে কারন সে আপনার ফোন নম্বর ভেরিফাই করবে এস এম এস থেকে অটো কোড নিয়ে, আপনি একবার পারমিশন দেয়ার পর কি কখনো সড়িয়েছেন?

রাইড শেয়ারিং অ্যাপ পারমিশন না সড়ানোর সুযোগ নিয়ে আপনার ব্যাক্তিগত এস এম এস দিয়ে নিজের ডাটাব্যাস ভারি করছে কিনা সে খবর রেখেছেন কি?

৬। Call Log:

কোন অ্যাপ কে কল লগ এর পারমিশন দেয়ার আগেও ভেবে নিন অ্যাপ টা সে পারমিশন টা দিয়ে কি করবে। ইউজার হিসেবে আপনার সে সম্পর্কে জানার অধিকার আছে।

আর সর্বোপরি কোন অ্যাপ কে নির্দিষ্ট সময়ের জন্য পারমিশন দিলে সে পারমিশন কাজ শেষ হলে বন্ধ করে দিন, উদাহরন হিসেবে কোন অ্যাপ আপনার এস এম এস পারমিশন চাচ্ছে অ্যাপ ভেরিফিকেশন এর জন্য, ভেরিফিকেশন সম্পূর্ন হলে সে পারমিশন টা বন্ধ করে দিন।

যেভাবে পারমিশন বন্ধ করবেনঃ

১।আপনার ফোনের সেটিংস থাকে অ্যাপস লিষ্ট এ প্রবেশ করুন

২।যে অ্যাপ থেকে পারমিশন সড়াতে চান সে অ্যাপ টি সিলেক্ট করুন

৩।App permissions থেকে আপনি কি কি পারমিশন অ্যাপ কি দিয়েছেন এবং কি কি পারমিশন অ্যাপ নিতে পারবে তার একটি লিষ্ট দেখতে পাবেন। সেখান থেকে আপনি যেকোন পারমিশন সড়িয়ে নিতে পারবেন।

আজ এই পর্যন্তই, পোষ্ট টি প্রিয়জন দের সাথে শেয়ার করে সতর্ক করতে ভুলবেন না।

নিজে সতর্ক থাকুন, সতর্ক রাখুন কাছের মানুষদের।

17 thoughts on "অ্যান্ড্রয়েড অ্যাপ এ যেসব পারমিশন দেয়ার আগে সতর্ক থাকা উচিত।"

  1. Md Liton Shakh Author says:
    Gd Post Bro.. Tnx For Advice. ?
  2. JOYGID ROY Contributor says:
    আমি চারটা পোষ্ট করলাম।
    কিন্তু এখন পর্যন্ত কোনো
    পোস্টই পাবলিক করা হলো না।
    পোষ্ট গুলো চারটাই অনেক Important ছিলো।
    সবার জানা দরকারি পোষ্ট।
  3. Rakibul Islam Shakib Author says:
    Thanks for shareing bro.?
  4. Sahariaj Author says:
    জানানোর জন্য ধন্যবাদ
  5. Ajidur Rahman Subscriber says:
    nice post,tnx for share??
  6. Monir Sarkar Pro Author says:
    রানা ভাইয়া ?? দয়াকরে আমার পোস্টগুলো রিভিউ করুন ?? দয়াকরে
  7. Monir Sarkar Pro Author says:
    ভাইয়া ?আজ ৯দিন হলো আপনাদের মেইল ও করেছি বাট আপনারা রেসপন্স করছেন না ???
  8. Tanvir Ahmed Author says:
    ভাইয়া আমার পোস্ট ৩টি রিভিউ করে অথর বানান।
  9. JOYGID ROY Contributor says:
    রানা ভাই,,,
    আমি
    অনেক
    আসা নিয়ে
    ট্রিকবিডিতে
    এসেছিলাম
    মানষকে
    কিছু শেখাতে।
    কিন্তু
    কষ্টের
    কথা
    কিভাবে
    আপনাকে
    বলবো
    আমি,,,,।
    এতো

    গুলো

    পোস্ট

    করলাম

    কিন্তু

    একটাও

    পাবলিস

    করা হলো

    না।

    আমি

    এর জন্য

    অনেক কষ্টো

    পাইলাম।

    ভাবছি আর পোস্ট

    করবো

    না।

  10. JOYGID ROY Contributor says:
    ভাই,,,
    কি করেন করেন ভাই,,,
    সুধু আমার পোস্ট রিলিস চাই।
  11. JOYGID ROY Contributor says:
    রানা ভাই,আমার পোস্ট কি পাবলিস হবে না???
    রিপ্লে দেন।
  12. Md. Sujon Mia Contributor says:
    Vi amader jonno kono podokkhep nen, trainer request koresi 4 month age. ,mail koresi 3 mas age. kono respos nai. 5 tar beshi post kora ace. aouthor na hote pari, post review er jonno waite korte korte buro hoiya gelam.

Leave a Reply