স্মার্টফোনের যুগে ফোনও স্মার্ট হচ্ছে,
সঙ্গে প্রযুক্তিও। নিত্য নতুন হ্যান্ডসেট
বাজারে আসছে আর ঝটপট দাম কমছে
আগের
মডেলের। ফলে ফোন কেনার প্রবণতাও
বেড়েছে অনেকাংশে। বিশেষত স্মার্টফোন
ব্যবহারকারীরা এক হ্যান্ডসেট বিক্রি
করে অন্য মোবাইল কিনছেন অহরহ।
অনেকেই বিক্রির আগে ফ্যাক্টরি রিসেট
করে ফোনের সমস্ত ডেটা মুছে ফেলে
বিক্রি করেন। অভ্যাসটা খুবই ভালো।
তবে সত্যিই কি ফ্যাক্টরি রিসেট করলে
সমস্ত ডেটা মুছে যায়? উত্তর, না। ফলে
আপনার সকল ব্যক্তিগত তথ্য অন্য
ব্যবহারকারীর কাছে পৌঁছে যায়

অনায়াসে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের
একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
বিভিন্ন সংস্থার ২১টি মোবাইলে ২.৩
থেকে
৪.৩ পর্যন্ত সমস্ত অ্যান্ড্রয়েড
অপারেটিং
সিস্টেম নিয়ে এই সমীক্ষায় দেখা গিয়েছে,
এই সমস্ত ফোনে ফ্যাক্টরি রিসেট করার
পরেও বহু তথ্য থেকে যায়। যেমন-
এসএমএস, ই-মেল, ছবি, ভিডিয়ো এবং
কনট্যাক্ট লিস্টেরও নানা তথ্য ফোনে
থেকে যাচ্ছে। তার সঙ্গে থার্ড পার্টি
অ্যাপ যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ,
ট্যুইটারে ব্যবহৃত নানা তথ্য এবং ছবিও
থেকে যাচ্ছে ফোনে।
আরও ভয়ের কারণ রয়েছে। ফুল ডিস্ক
এনক্রিপশন করার পরেও হার্ড ডিস্কে সেই
সব তথ্য থেকে যাচ্ছে। বেশিরভাগ
ফোনের মাস্টার টোকেন পর্যন্ত অ্যাক্সেস
করা গিয়েছে। যার ফলে আপনার গুগল
ডেটাও অ্যাক্সেস করা যাচ্ছে। সমীক্ষার
ফল প্রকাশ্যে আসার পর এটা পরিষ্কার
হয়ে
গিয়েছে যে, বিশ্বে ৫০ কোটি অ্যান্ড্রয়েড
ব্যবহারকারীর তথ্য যে কোনও সময়
প্রকাশ্যে আসতে পারে।

Leave a Reply