TrickBD তে এটি আমার ১ম পোস্ট, কোন ভুল হলে দয়াকরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । তো সবাই কেমন আছেন , আশা করি সবাই অনেক বেশি ভাল আছেন । 

তো আর কথা না বাড়িয়ে কাজের কথাই আসি, আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা খুব সহযেই এনিমেশন কার্টুন বানাতে পারেন । এর জন্য আপনার দরকার একটি উইন্ডোজ পিসি ।

তো প্রথম এ এই সাইট থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন (লিঙ্ক) https://plotagon.com/studiotrial/  Mirror link https://plotagon.en.softonic.com/download

 

এবার নিচের স্ক্রীনসট এর মত ইন্সটল করুন ।

ইন্সটল শেষ হলে সফটওয়্যার টি ওপেন করুন,

এবার আপনি নিচের মত একটা পেজ দেখতে পাবেন, এখন আপনি “Create your fast plot”  এ ক্লিক দিন ।

এবার নিচের মত আর একটা উইন্ডো ওপেন হবে । এখানে আপনি “create new plot” এ ক্লিক করুন ।

এবার নিচের মতো একটা পেজ আসবে । এখানে আপনি অনেক গুলা অপশন পাবেন , আপনি এখন “Scene” ক্লিক করেন ।

 

এবার এইরকম একটা পেজ ওপেন হবে, এখানে আপনাকে কাজ করতে হবে ।

প্রথম এ “Locatation” এ ক্লিক দেন

এবার এখান থেকে যে কোন একটা “Scense” এ ডাবল ক্লিক দেন ।

এবার নিচের মত একটা পেজ আসবে,

এখন আপনাকে “character” অ্যাড করতে হবে, তাহলে “character” এ ক্লিক দেন

এবার স্ক্রীনসট এর মতো একটা “character” সিলেক্ট করুন ।

 

এখন আপনি এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন সাউন্ড , ডায়লগ, অ্যাকশান , মিউজিক ইত্যাদি ।

তো আমরা একটা ডায়লগ অ্যাড করি , প্রথম এ ডায়লগ এ ক্লিক দেই এবার আপনার ইচ্ছা মতো যা খুশি লিখি । স্ক্রীনসট দেখুন…।।

তো আমি আর কিছু লিখলাম  , মনে করেন আমার এনিমেশন এই টুকু ই ।

এবার আমরা ভিডিও টা সেভ করবো , তো প্রথম এ “Render” বাটন  ক্লিক দেন

এবার “Save Video File” এ ক্লিক দেন

এখানে আপনি চাইলে সাব-টাইটেল যোগ করে দিতে পারেন , আপনার ইচ্ছা মতো আপনি দিয়া সেভ করে দেন ।

 

ব্যাস তৈরি হয়ে গেল এনিমেশন ।

 

এটি অনেক ভাল সফটওয়্যার , আপনি চাইলে এখান থেকে নিজের ইচ্ছা মতো “character” বানাতে পারবেন, অনেক প্লেস ডাউনলোড দিতে পারবেন, স্টোরে অনেক কিছু পাবেন , অনেক কিছু করতে পারবেন , আপনি সফটওয়্যার টা ডাউনলোড দিয়ে ইন্সটল করলেই বুজতে পারবেন, এটি খুব সহজ ।

তো বন্দুরা আজ আর নই, বিদায় নিচ্ছি , পোস্টটি কামন লাগলো জানতে ভুলবেন না । কোন সমস্যা হলে  আমি  নক করবেন ।

আমার ফেসবুক আইডি  Link

 

13 thoughts on "খুব সহজ এ তৈরি করুন এনিমেশন কার্টুন । (PC Trick)"

  1. HABIB99 Contributor says:
    banan tik koro
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      Vai avro diya lekha to, vul hoye jai…
  2. HABIB99 Contributor says:
    বানান শুদ্ধ কর
  3. HABIB99 Contributor says:
    বানান শুদ্ধ কর
  4. IMDAD SHUVRO Author says:
    Online Naki Offline??
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      Online offline 2tai, online theke onek valo valo kisu add kora jai r ki, tobe sob kag offline o hobe.
  5. Shabbir Rahman Contributor says:
    nice post.vi apner Windows ar bar upore nilen kamon kore
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      Taskbar setting a ai optation paben, oi khan theke “top” kore den, hoye jabe.
  6. IMDAD SHUVRO Author says:
    Download kora vejal..
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      আজব!!! ডাইরেক্ট ওদের অফিশিয়াল সাইটের লিঙ্ক দিলাম তাও ডাউনলোড হচ্ছে না ?
  7. S M Hasib Hasnain Contributor says:
    [b]অসাধারণ লাগল! আপনার সব কম্পিউটার সম্পর্কিত টপিকগুলো পড়লাম! জোস লাগল![/b]
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      Tnq for nice comment

Leave a Reply