আজকে আমি ছোট একটা বিষয় শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব সহজ এ আপনার পিসি তে android অ্যাপ – গেমস চালাতে পারবেন ।

আমি এখানে ৩ তা সফটওয়্যার শেয়ার করছি , ২ টা উইন্ডোজ এর আর একটা লিনাক্স এর ।
তো আমারা উইন্ডোজ দিয়ে স্টার্ট করবো , আপনার উইন্ডোজ পিসি তে android সফটওয়্যার রান করাতে হলে , আপনার একটা android অ্যাপ প্লেয়ার লাগবে , আপনার পিসি যদি আক্তু ভাল মানের হয় , তাহলে নিচের লিঙ্ক থেকে bluestacks সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
https://www.bluestacks.com/ ।
আর ইন্সটল করে ধুমছে চালাইতে থাকুন android অ্যাপ ।

bluestacks অনেক ভারি একটা সফটওয়্যার , যাদের এটা হ্যাং করে তারা “NOX Player” Download করেন , লিঙ্ক https://www.bignox.com/ , এটা অনেক ভালো অ্যান্ড অনেক পাতলা , আপনি এই প্লেয়ার android এর সকল কিছু করতে পারবেন ।

আপনার লিনাক্স এ android সফটওয়্যার রুন করাতে হলে লাগবে “Anbox” প্লেয়ার ।

তো প্রথমে আপনি আপনার টারমিনাল ওপেন করেন আর নিচের গুলা রান করান ।

$ sudo add-apt-repository ppa:morphis/anbox-support
$ sudo apt update
$ sudo apt install anbox-modules-dkms

হয়ে গেল “anbox” ইন্সটল , এবার ধুমছে চালান

আজকে এ পর্যন্তই , দেখা হবে এবার অন্য কোন টিউটেরিয়ালে ।

21 thoughts on "আপনার ডেক্সটপ পিসি তে চালান android সফটওয়্যার (উইন্ডোজ + লিনাক্স)"

  1. FAIHAD Contributor says:
    Nice post???
    But cholche je tar prof koy???
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      vai softwer er o proof dite hobe, okey apni use kore dekhen , na hole boilen.
    2. FAIHAD Contributor says:
      Ok post ta bhalo
  2. IMDAD SHUVRO Author says:
    কিছুদিন আগেই এইটা নিয়ে পোস্ট করা হইছে…
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      Link plz
  3. SmNishan Contributor says:
    nice post, but arektu bistarito bola lagto,, jemon koto gb ram thakte hobe? & koto bit hote hobe
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      আপনার মতামতের জন্য ধন্যবাদ, ব্যাপারটা মাথায় রাখলাম ।
  4. Nox player ta use kori.Ar pubg khelar jonno tencent gaming buddy.kintu pubg update ashar por theke update dite parsina.unistal kore instal korsi.kintu ekhon ar cholseina.any solution?
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      না ভাই এই ব্যাপারে ধারনা নাই, ইউটিউবে সার্চ করে দেখেন ।
  5. Abu Jafor Contributor says:
    ভাই , appy bulder, thunkabe, এগুলো সাইটে এপ বানানোর সময় লাইভ টেষ্ট করা যাবে কি ?
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      try kore dekhen, android a jodi hoi thale ai ta te hobe.
  6. srshoruv7 Author says:
    ভাই আমি bluestacks ব্যবহার করি কিন্তু ঐটা অনেক ভারি। তো NOX player টা কিভাবে চালাবো একটু ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাবে?
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      আপনি শুধু NOX Download করেন আর install করেন ,তাইলেই হবে ।
  7. srshoruv7 Author says:
    ভাই আমি bluestacks ব্যবহার করি কিন্তু ঐটা অনেক ভারি। তো NOX player টা কিভাবে চালাবো একটু ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাবে?
  8. Ahad Abdul Contributor says:
    vai ami 3 year holo use kori
  9. sifatboy Author says:
    wowbox keno chalaite parina ? mygp o chalaite parchina, help pls, install hoy but log in hoyna
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      এই গুলা চলবে না । এটার জন্য সরাসরি ডাটা কানেক্ট এর প্রয়োজন হয় , কিন্তু দেখবেন Nox এ wifi a connect থাকে । ওরা একটা এস.এম.এস সেন্ড করে সেটা আটো ডিটেক করে এই অ্যাপ এ লগিন হয় , কিনে nox তো আর এস.এম.এস আসে না । তাই লগিন ও হয়না ।
  10. sifatboy Author says:
    ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া…
  11. fahad23 Contributor says:
    Assa bro ami ubutu install dia josi emulator ta namai tahole ami ki okane game kalte parbo
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      hmm vai… wait koren ami linux er a 2 z post korbo asha kora jai

Leave a Reply