ট্রিকবিডি,যেখানে প্রতিনিয়তই পাবলিশ হচ্ছে অসংখ্য পোস্ট।

বাংলা ভাষাতে হাতে গোনা কিছু টেক বিষয়ক ব্লগ এর মধ্যে এটা অন্যতম। অনেকে এখানকার আছেন যারা ট্রিবিডিতে সেই প্রথম থেকেই আছেন।

তাদের উদ্দ্যেশ্যেই বলছি হয়ত ট্রিকবিডিতে আপনারা একটু না বেশ খানিকটাই বিরক্ত সাম্প্রতিক সময়ের পোস্ট গুলো নিয়ে।

আমি হালকা কিছু পরামর্শ দিতে চাই যেগুলো আমাদের আপ টু ডেট রাখার পাশাপাশি বেশ কিছু শেখাবে, একান্ত নিজস্ব মতামত। তাই খুব খারাপ লাগলে কমেন্টে বলুন ডিলিট করে দেব পোস্ট।



এপ রিভিউঃ-


ট্রিকবিডিতে হয়ত এখন সবথেকে বেশি যে বিষয় নিয়ে পোস্ট হয় তা হচ্ছে এপ রিভিউ।
এই পোস্ট গুলোতে আমার ঘোর বিরোধিতা আছে। এখানে আপনারা কোন একটা এপ পেলেই সে বিষয়ে পোস্ট করে দেন।

কিছু মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে একটা প্রশ্ন আমাদের ফোকাস টা কোথায় থাকা উচিৎ ওই এপ টার উপরে নাকি এপ টা আমাদের কি কাজে লাগছে সেটার উপরে।

যদি, ফোকাস হয় প্রথমটা তাহলে বলব আপনি ব্যক্তিগত স্বার্থে এপ রিভিউ করছেন।

আর যদি হয় দ্বিতীয় টা তাহলে ধন্যবাদ। আর সেটাই যদি হয় তাহলে শুধু একটা এপ এর বিষয়ে কেন বলেন??

আপনার উচিৎ হবে আমাদের যে কাজে লাগছে ওই এপ। ঠিক আরও অন্য কিছু এপ নিয়ে রিভিউ দেন। মানে, তুলনামুলক পোস্ট। মনে করুন, আপনি একটা পোস্ট দিবেন এই শিরোনামের ” মোবাইলে প্রোগ্রামিং এর জন্য বেস্ট হবে কোন এপ ?? ”

অথবা ” আসুন মোবাইলে প্রোগ্রামিং নিয়ে বেশ কিছু এপ দেখি ” । এবং এই বিষয়ে যথাসাধ্য গবেষণা করে কমপক্ষে ৩ টা এপ নিয়ে একটা তুলনা মুলক পোস্ট দিবেন।

মানে, এই এপের এই সুবিধা আর এই অসুবিধা। শেষে বলে দিবেন আপনার কোনটা পছন্দ।

যদিও সেটা একান্ত আপনার নিজের মতামত হবে। আর SEO অনুযায়ী পোস্ট কমপক্ষে ৩০০ শব্দের হতে হয়।

কিন্তু, অনেকে ২০০ শব্দও লিখেন না। আর বানান ভুল টা তো বললামই না। বাংলা ভাষার একটা আঘাত বলা যেতে পারে এই বানান ভুল।

অনেকে কিন্তু, এরকম অনেক সুন্দর পোস্ট করে থাকেন। তাদের থেকে একটু শিখে নিলে তো ক্ষতি নেই। জ্ঞান অর্জনে লজ্জা কিসের?? . . . .



আর্নিং এপঃ-


এবারে বলি যারা এরকম পোস্ট দিয়ে থাকেন ( যদিও এর সংখ্যা কমে আসছে ) ” শুধু কয়েকটা ক্লিক করার মাধ্যমেই আয় করুন ৫০০-১০০০ টাকা।

আপনি হয়ত বলবেন আমি পেয়েছি। হ্যা, সেটা পেতেই পারেন, তবে আপনার অলক্ষ্যেই আপনার হয়ত খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে।

হয়ত বলবেন, প্লে-স্টোরে আছে এপটা। তাই, বলে কি চোখ বুঝে বিশ্বাস করবেন।

প্লে-স্টোরে প্রতিদিনই অনেক এপ সরিয়ে নেয়া হচ্ছে । যেমনঃ- কিছুদিন আগেও বেশ কিছু ভিপিএন স্প্যাম বলে ডিটেক্ট হয়েছে। যদিও তার মধ্যে কিছু এখনো সরিয়ে নেয়া হয় নি। নিউজ সোর্সঃ- প্রথম আলো।

একবার ভেবে দেখুন এই ভিপিএন বা আর্নিং এপ কতটা ক্ষতি করতে পারে আপনার। তাই, টাকা আয় করবেন ভালো কথা।

তবে, এভাবে সময় নষ্ট করে এড দেখে বা লিংক এ ক্লিক করে কেন?

আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন সেটা ফ্রন্টেড বা ব্যাকেন্ড যেকোন হতে পারে।

আপনার নিশ্চয় কোন না কোন শখ আছে সেটাকেই প্রফেশন করুন। দেখবেন অনেক টাকা আয় করতে পারবেন তার থেকেও বড় কথা মানসিক প্রশান্তি পাবেন। . . . .



এপ মোডঃ-


যারা এপ মোড করে পোস্ট দেন তাদের কিছু বলতে চাই। অনেকে অনেক সুন্দর করে এপ মোড করে পোস্ট করেন। সত্যি, ভাই আপনাদের স্যালুট।

অনেক কিছু এডভান্সড ব্যবহার করা যায় সেগুলো থেকে। আবার কেউ কেউ আছেন, কোন এপ মোড করে তার কালার চেঞ্জ করবে তারপর ভেতরে নিজের ক্রেডিট দিয়ে পোস্ট করবে।

ভাই, কমেন্টে তো এগুলা নিয়ে আচ্ছা রকম ঝাড় খান। তারপরও এরকম পোস্ট করেন। এপ মোড করেন ভালো কথা।

তাতে, কিছু আলাদা ফিচার যোগ করে পোস্ট দেন। সবার কাজে লাগবে। আর তা না পারলে একটা কাজ করেন, যারা সুন্দর করে এপ মোড করার পোস্ট দিয়ে থাকেন তাদের থেকে শিখুন। . . . .



কোডিং ছাড়াই এপ বানানঃ-


একটা পার্সোনাল কথা আমার সবথেকে মেজাজ খারাপ হয়ে এই ধরনের পোস্ট দেখে ” কোন রকম কোডিং ছাড়াই তৈরি করুন এন্ড্রুয়েড এপ আর আয় করুন লক্ষ লক্ষ টাকা।

ভাই আপনাদের কিছুই বলতে চাই না। মানে, কি আজব প্রাণী আপনারা আমার ভাবতেই অবাক লাগে।

সবাইকে তো এটাই শেখাই ফেলেন কিভাবে কোডিং ছাড়া এড্রুয়েড এপ বানাইতে হয় কিন্তু, যেই এপ দিয়ে বানান সেই এপ টা যে বানাইছে তার মত হতে শেখান না।

একটা বাস্তব কথা বলি,

রুপক (ছদ্মনাম) ২ বছর ধরে প্রোগ্রামিং শিখছে। এবং বেশ এডভান্সড পর্যায়ে এখন।

তার বন্ধু নাঈম (ছদ্মনাম) সে কোথা থেকে App Builder নামক এন্ড্রয়েড এপ দিয়ে এপ বানানো শিখছে।

তিনটা বানাইছেও, ” হাত দেখে বলে দিন ভবিষ্যৎ “, ” ঘরে বসে হয়ে যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার”, ” সিম কার্ড হ্যাক করার উপায়”।

রুপক তো প্রায় কেঁদে ফেলার অবস্থা সে দুই বছর ধরে কন্সোল ছাড়া কোন কিছুই করতে পারলো না।

আর তার বন্ধু ভ্যারিয়েবল না চিনেই এত্ত ভালো এপ বানায়ে ফেল্লো???????? কি বলি বলেন তো এ সময়ে ।

এরকম পোস্ট প্লিজ দিবেন না। পারলে ভালো কিছু দেখান। . . . . .



পোস্ট সিরিজঃ-

এবার বলি কিছু অন্য কথা। প্রায় এখানকার সবাই ই টেকটিউন্স এর নাম শুনেছেন।

ওখানকার পোস্ট এর বিশেষত্ব বলি একটা সাধারণত আপনি ওখান থেকে এমন কিছু বিষয় শিখতে পারবেন যা বাংলাতে আর নেই বললেই চলে।

কিন্তু, ট্রিকবিডিতে ওরকম পোস্ট নেই বললেই চলে। আমি এটা বিশ্বাস করি, বেশিরভাগ Author অনেক কিছুই জানেন। কিন্তু, কেন জানিনা সেগুলো কে ঠিক ভাবে উপস্থাপন করতে পারেন না।

ধরুন আপনি পোস্ট করবেন ” কালি লিনাক্স দিয়ে হ্যাকিং A-Y ” এই শিরোনামের। এখানে পর্ব পর্ব করে একটা সিরিজ পোস্ট করলে কতটা উপকার হয় বলুন।

যে বিষয়ে আপনি এক্সপার্ট সে বিষয়ে একটা সিরিজ পোস্ট করুন। কমপক্ষে ১০ টা পোস্ট দিয়ে একটা সিরিজ করলেই কত্ত ভালো একটা কাজ হয় একবার ভাবুন।

আমার দেখা সবথেকে বড় সিরিজ হলো টেকটিউন্স এর ” গেম ওয়ালা ” ভাইয়ের ।

প্রায় ৩০০+ পোস্ট আছে। তাও আমি অনেক আগেই দেখেছি এটা। এখন কত ভাবুন!!

উনি শুধু গেম এর রিভিউ দিতেন। পিসি গেম এর অন্যন্য জগতের সন্ধান। যে গেমগুলো কম গ্রাফিক্সে খেলা যেত না সেগুলোকে মোড করে দিতেন।

সব গেম কে ফুল ভার্সন করে দিতেন। এখনো হয়ত পোস্ট করেন।

আমি মোটেই বলছি না ট্রিকবিডিতে এমন পোস্ট হয় না। নিয়নবাতি তার মোক্ষম উদাহরণ। যদিও উনার পোস্ট হয়ত আর পাবো না। . . . .

পোস্ট ক্রিয়েটিভিটিঃ-

এবার বলি ক্রিয়েটিভিটি নিয়ে। অনেকে অনেক পোস্ট দেন। কিন্তু, ট্রিকবিডিতে C:/ ভাইয়ের একেকটা পোস্ট জাস্ট মাইন্ড ব্লোয়িং।

বিজয় আল্টিমেট ক্র্যাক, মাইক্রোসফট এর অফিশিয়াল ওয়েব থেকে জেনুইন Windows ডাউনলোড এর মত পোস্ট হয়ত গোটা ট্রিকবিডিতে নেই।

উনার, একটা পোস্ট এই আমি ফিদা হয়ে গেছি জেনুইন Windows ডাউনলোড এর ঐটা।

উনার মত ক্রিয়েটিভ কিছু করে দেখান। সেটা হতে পারে যেকোন কিছু। টেকনোলোজি কিন্তু সাইন্স। হয়ত আমরা সেটা ভুলেই গেছি।

তাই আজও এত্ত বড় সাইটে কোন সাইন্স বিষয়ক পোস্ট নেই। কিছুদিন আগে লাইফ স্টাইল বিভাগ কে কিছুটা পুর্ণ করতে ৩/৪ টা পোস্ট করেছিলেন।

উনার ওই পোস্ট গুলো দেখেন পোস্ট কিভাবে লেখে। . . . .



আর কিছু বলব না। হয়ত অনেক কিছু বলে ফেলেছি। আরেকদিন হয়ত এরকম কিছু কথা বলব অন্য পোস্টে, যদি না কমেন্টে আমার গুষ্টি উদ্ধার হয়। ট্রিকবিডিকে এগিয়ে নিতে কোয়ালিটি সম্পন্ন পোস্ট এখন এন্টিবায়োটিকের মত প্রয়োজনীয়।


এখন প্রশ্ন হবে আমি এত্ত কিছু বললাম আমি কি পোস্ট করেছি। তার উত্তর পেতে কয়েক মাস অপেক্ষা করুন দয়া করে। হয়ত অনেক ভালো কিছু পোস্ট পেলেও পেতে পারেন… ধন্যবাদ। কেউ মনে কষ্ট পেলে ক্ষমা করবেন। আর যদি সবার কাছে খারাপ লাগে তাহলে পোস্ট ডিলিট করে দিব শুধু কমেন্টে জানাবেন।।




সফলতা চাইলে নামাজ পড়ুন। কারণ, নামাজই দিনে ৫ বার আপনাকে সফলতার দিকে ডাক দেই . . . .। ফেসবুকে আমি শাহরিয়ার আহমেদ শোভন

আরো ভালো আর্টিকেল পেতে চলে যান এই লিংক এ www.thebanglatech.xyz

74 thoughts on "[ ১১১১ শব্দের মেগা পোস্ট ] ট্রিকবিডিতে পোস্ট নিয়ে একান্ত নিজস্ব মতামত।।"

  1. Sajeeb Ahmed Author says:
    অসাধারন ভালো লাগলো।
  2. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
    ধন্যবাদ!
  3. FAIHAD Contributor says:
    Hmm সব গুলো কথাতে যুক্তি আছে।আপনার কথা অনুযায়ী পোস্ট করলে মনে হয়না কোন বিজিটর পোস্টে report করবে বা খারাপ কমেন্ট করবে।
    ধন্যবাদ
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  4. Masum Ahmad Kafil Contributor says:
    অসাধারণ লিখনি। ধন্যবাদ।
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  5. mdriaz.rs Contributor says:
    Valo chilo…
  6. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
    অনেক অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভাবি নাই কেউ পাশে থাকবে। ভাবছিলাম রিপোর্ট খাবো!!??
  7. MD Kholil Subscriber says:
    প্রানী→প্রাণী

    ??

  8. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
    জ্বি প্রাণী হবে। ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ!! আমি ঠিক করছি!!
  9. Sahariaj Author says:
    অসাধারণ ভাই মনের কথা বলেছেন ।কিন্তু দুঃখের বিষয় আপনার পোস্টে উদাহরণ দেওয়া দুজন বড় অথর হয়ত আর ট্রিকবিডিতে পাবনা । আর আপনার পোস্টের জন্য অপেক্ষাই থাকলাম
  10. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
    ধন্যবাদ!! সত্যি উনারা ছিলেন ট্রিকবিডির নক্ষত্র!!
    আমি আপাতত পাইথন প্রোগ্রামিং এ ব্যাসিক থেকে এডভান্সড শেখানোর জন্য পোস্ট লিখবো। এখন অবধি 6 টি পর্ব লিখেছি। সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ!!??
  11. Arafat Shahriar Contributor says:
    Just mind blowing bro! Really, kicudin dhore baapook annoying post publish hocche Trickbd te! Ai problem er mukkhom antibiotic…
  12. MD Shakib Hasan Contributor says:
    Good ভালো লিখেছেন
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  13. ইমরুজ Legend Author says:
    Yes.
    I appreciate…. .
    1. Mojahid Author says:
      আপনি কই ভাইয়া! আপনাকে দেখিনা কেন??
    2. ইমরুজ Legend Author says:
      আছি,ভাইয়া।
      কমেন্ট পেন্ডিং প্রবলেম ছিলো।
      এখন ফিক্স হয়েছে।
    3. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      আপনি আর পোস্ট করেন না কেন ভাই??
  14. noname Subscriber says:
    প্রিয় পাঠক আপনি কী লেখতে ভালোবাসেন ? তাহলে আপনাকেই বলছি, http://soponbd.ga ভিজিট করে দেখুন একবার ৷ বাংলাদেশের একমাত্র ভ্যারাটিস ওয়েবসাইট ৷ এখানেই সব পাবেন ৷
  15. King Sam Contributor says:
    Vai Ami Appnar Passe Asi….

    Abol tabol Kessu Na Sekhar ceya,
    valo Kisur Suru Thake Ses porjonto Shekha valo

    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  16. rex boy Contributor says:
    oshadharon kotha bro?sob author der dekha uchit ai post. bisesh kore…new author. baje post a vorao dicche?
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  17. sharna Subscriber says:
    ঠিক বলেছেনন। কিছু কিছু পোস্ট তো আসলে পোস্ট না আসলে সেগুলা বল্টুর জোকস। টাইটেল টাও খুব হাস্যকর সেগুলার
  18. sharna Subscriber says:
    ঠিক বলেছেনন। কিছু কিছু পোস্ট তো আসলে পোস্ট না আসলে সেগুলা বল্টুর জোকস। টাইটেল টাও খুব হাস্যকর সেগুলার
  19. sharna Subscriber says:
    ঠিক বলেছেনন। কিছু কিছু পোস্ট তো আসলে পোস্ট না আসলে সেগুলা বল্টুর জোকস। টাইটেল টাও খুব হাস্যকর সেগুলার
  20. sharna Subscriber says:
    ঠিক বলেছেনন। কিছু কিছু পোস্ট তো আসলে পোস্ট না আসলে সেগুলা বল্টুর জোকস। টাইটেল টাও খুব হাস্যকর সেগুলার
  21. sharna Subscriber says:
    ঠিক বলেছেনন। কিছু কিছু পোস্ট তো আসলে পোস্ট না আসলে সেগুলা বল্টুর জোকস। টাইটেল টাও খুব হাস্যকর সেগুলার
  22. sharna Subscriber says:
    ঠিক বলেছেনন। কিছু কিছু পোস্ট তো আসলে পোস্ট না আসলে সেগুলা বল্টুর জোকস। টাইটেল টাও খুব হাস্যকর সেগুলার
    1. Lipon Islam Author says:
      এই যে @Sharna ভাই আপনি পাগল ছাগলের মতো ৬ টা কমেন্ট করছেন কেন ? ট্রিকবিডির ভিজিটররা কি অন্ধ নাকি যে তাদের চোখে আপনার ১ টা কমেন্ট পরবে না ?
    2. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Yes bro, you’re right..
  23. NS Sabur Legend Author says:
    অ্যাপস মোড শিকতে চাই হেল্প করুন।
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      ??
  24. Monir Sarkar Pro Author says:
    আমি এখানে আপনার সাথে একমত ।একটা জিনিস লক্ষ্য করেছিল কি? C ভাইয়ের পোস্ট ভিউ আর ফ্রি নেট এর পোস্ট ভিউ ? মানুষ এখন ভালো চায়না চায় ফ্রি । যেমন উদাহরণ স্বরুপ নিয়ন ভাই এর সব পোস্ট ।তিনি যেসব পোস্ট করেছেন ১০০০০+ ভিউ হওআর কথা । কিন্তু উল্টো ৩০০০+ হতেই কষ্ট হয় ।আবার এই সময় যদি ফ্রি এম্বি এ্য একটা পোস্ট দেওয়া যায় ৩০০০০+ ভিউ ।একজন অথরের তবেই ভালো পোস্ট লিখতে মন চাপে ,সেখানে চতুর্দিকে থেকে সাপোর্ট পাওয়া যাবে ???️
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      মনের কথা ভাই
    2. Monir Sarkar Pro Author says:
      এতো দিন পর??♥️
    3. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      এতদিন পরে আজ কমেন্ট গুলো দেখলাম!! ভেবেছিলাম নেগেটিভ রেসপন্স পাবো তাই দেখি নি। এখন দেখে রিপ্লে দিচ্ছি?
    4. Monir Sarkar Pro Author says:
      ওহ?দিয়ে যান
  25. Maxtan Contributor says:
    Thik
    Bhai bolechen
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      ??
  26. Shakil khan Author says:
    accha vai ami 3 ta post korsi amar post review kore nai keno
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Now, you are author..
  27. Android Brother BD Contributor says:
    ফাটিয়ে দিয়েছো ভাই, স্যালুট তোমাকে।
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks a lot
  28. sojib671 Author says:
    ভাই যা দিয়েছেন না। খুব ভাল লাগ্লো
  29. sojib671 Author says:
    ভাই যা দিয়েছেন না। খুব ভাল লাগ্লো
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  30. Al-Amin989 Contributor says:
    Carry on bRo…
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  31. Mojahid Author says:
    ট্রিকবিডির কী হলো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগেও দেখতাম দৈনিক বেশ কয়েকটা পোস্টে মিনিমাম 2000/2500 ভিউ হতো। কিন্তু এখন 100/150 ভিউই হতে অনেক জোর বাধে। ট্রিকবিডির স্বর্ণালী দিনগুলো হয়তো শেষ হয়ে গেছে। আগে তো মডারেটরদের কিছুটা পদচারনা দেখতে পেতাম। এখন তো তাও নেই। আর ভাল কন্টেন্ট ক্রিয়েটররা তো এক এক করে ট্রিকবিডি থেকে বিদায়ই নিচ্ছেন। রানা ভাই, স্বাধীন ভাই, রিয়াদরক্স ভাই, ইমরুজ ভাই, এরর ফরমেট ভাই কেউই এখন আর পোস্ট করেন না। ট্রিকবিডিতে আসতে মন চায়না। ফাকা ফাকা লাগে।
  32. Mojahid Author says:
    ট্রিকবিডির কী হলো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগেও দেখতাম দৈনিক বেশ কয়েকটা পোস্টে মিনিমাম 2000/2500 ভিউ হতো। কিন্তু এখন 100/150 ভিউই হতে অনেক জোর বাধে।
  33. Mojahid Author says:
    ট্রিকবিডির স্বর্ণালী দিনগুলো হয়তো শেষ হয়ে গেছে। আগে তো মডারেটরদের কিছুটা পদচারনা দেখতে পেতাম। এখন তো তাও নেই। আর ভাল কন্টেন্ট ক্রিয়েটররা তো এক এক করে ট্রিকবিডি থেকে বিদায়ই নিচ্ছেন।
    1. Lipon Islam Author says:
      আরে ভাই বেকুবের মতো ২ টা কমেন্ট করছেন কেন ?
    2. Mojahid Author says:
      আমি না হয় বেকুবের মত করেই ফেলেছি..?
      আপনি বেকুবের মত কমেন্ট না পড়ে রিপ্লাই দিলেস কেন??
    3. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Right bro
  34. Mojahid Author says:
    রানা ভাই, স্বাধীন ভাই, রিয়াদরক্স ভাই, ইমরুজ ভাই, এরর ফরমেট ভাই কেউই এখন আর পোস্ট করেন না। ট্রিকবিডিতে আসতে মন চায়না। ফাকা ফাকা লাগে।
  35. Rasel Tips Contributor says:
    :/c ভাই আসলেই জিনিয়াস
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Right
  36. Lipon Islam Author says:
    একেবারে ঠিক বলেছেন । ট্রিকবিডিতে এখন এসব পোষ্ট এবং পোষ্টে একটা কমেন্ট ২, ৩ বার করে এসব বেকুবদের জন্য ঢুকতেই মন চায় না ।
    ট্রিকবিডি টিম যে করে এটাই বুঝে পাই না ।
    1. ইমরুজ Legend Author says:
      এটা এপ ইউজ করলে হয়।
      উনাদের কোনো দোষ নেই।
      ট্রিকবিডির অফিসিয়াল এপটাতে বাগ আছে।
      ফিক্স করতে হবে।
    2. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Hmm
  37. MDOMOR Contributor says:
    সত্যি কথা বলেছেন আর এটা মেগা পোষ্ট না আলট্রা সুপার ডাইনামিক মেগা পোষ্ট
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  38. Anudip Bhoumik Contributor says:
    Thank you for your valuablde advices. We want such posts from you that you mentioned in this post.
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Inshallah, I will do it .
  39. ইমরুজ Legend Author says:
    একটু ব্যস্ত আছি।
    তাই।
    ঈদের আগে/পরে করবো।
  40. Rasel Tips Contributor says:
    আমাকে অথর করো ইমরুজ এডমিন কে বলে

Leave a Reply