হে বন্ধুরা আমরা অনেকেই হয়তো Greenify অ্যাপের সাথে পরিচিত আবার হয়তো নাহ।
Greenify এর আপডেট অ্যাপে রয়েছে আরো বেশি ধারণ ক্ষমতা যা আপনার মোবাইলের চার্জকে অন্তত ৮৫% রক্ষা করবে তো চলুন দেখে নেই নতুন আপডেট অ্যাপটি ।
প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাওনলোড করতে হবে ডাওনলোড করতে এখানে ক্লিক করে ডাওনলোড করুন
ডাওনলোড করে আমার স্কিনশট ফলো করুনঃঃ
অ্যাপটি ওপেন করেই ↓ নিচের স্কিনশট দেখুন।
আমার স্কিনশট লক্ষ করুন নেক্সট এ ক্লিক করুন।
↑ উপরের স্কিনশট হয়তো লক্ষ করেছেন আপনার মোবাইল যদি রুট হয় তাহলে ভালো কাজ করবে আর নান রুট হলে কম করবে কিছুটা, আমার টা যেহেতু নান রুট সেহেতু আমি প্রথমটা সিলেক্ট করবো তারপর নেক্সট ক্লিক করবো।
এরপর GRANT PERMISSION চাইবে সেখানে ক্লিক করে দিন।
এরপর ↓নিচের স্কিনশট এর মতো Allow করে দিন ।
ফলো মাই স্মিনশট …
এরপর ফিনিশ করে দিন ।
ফিনিশ হয়ে গেলে আপনি + আইকোনে ক্লিক করে কিছু অ্যাপ বন্ধ করে দিন যেগুলো তে আপনি চান না আপনার ডাটা ব্যাকগ্রাউন্ড নিবে । অ্যাপ গুলো বন্ধু করে দিলে আপনার ডাটা ও ব্যাটারির চার্জ ২ টাই সেভ হবে ।
ফলো মাই স্কিনশট..
এখান থেকে আপনি যেকোন টা সিলেক্ট করে নিতে পারবেন আমি PicsArt সিলেক্ট করবো দেখে নিন
দেখুন PicsArt আমার ২ মেগাবাইট জায়গা নিয়েছে
আমি PicsArt টা ইগ্নোর করবো।
এরপর ৩ ডট মেনু তে ক্লিক করে আপডেট অফশন কে ওকে করে দিবো।
এরপর ↑উপরের অফশন চালু করে দিবো তারপর সেইম ভাবে নিচের টাও ওকে করে দিবো ।
ওকে হয়ে গেলে আপনার কাজ শেষ বাকি কাজ অ্যাপ এই করবে তো এভাবে সেটিং করলে আমি আশা করি আপনার ফোনের চার্জ আগের থেকে অনেক ভালো চলবে আমি নিজে অ্যাপটি ব্যাবহার করি।
তো আজ এখানেই শেষ দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্ত থাকুন এই কামনায় আজকের জন্য বিদায়।
4 thoughts on "Greenify এর নতুন আপডেট অ্যাপ দিয়ে আপনার মোবাইলের চার্জ কে অন্তত ৮৫% রক্ষা করুন"