পাসওয়ার্ড মুখস্থ রাখার ঝামেলা থেকে মুক্ত হন পাসওয়ার্ড ম্যানেজার দিয়ে।

বিসমিল্লাহ্ হির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম।আশা করি আল্লাহ সুবহানুওয়া তায়ালার অশেষ রহমতে সকলেই ভাল আছেন।Password জিনিসটা কিন্তু খুবি উপকারি।facebook থেকে শুরু করে google account পর্যন্ত সব যায়গায় Password is a must.পাসওয়ার্ড একটা তালার মত কাজ করে।কিন্তু ভেবে দেখুন তো,সেই তালায় যদি ঠিক না থাকে তবে চোর তো ঘরে ঠুকবেই।আমাদের দৈনন্দিন কাজে অনেক ওয়েবসাইট এ একাউন্ট করতে হয়।কিন্তু একটি জরিপ বলছে,বেশিরভাগ মানুষ সকল একাউন্টের জন্যে একি পাসওয়ার্ড ব্যবহার করে।এটি খুবই খারাপ একটি অভ্যাস। এর প্রধান কারণ হচ্ছে ঝামেলা মনে করা।সেই জন্যে আপনাকে ঝামেলা মুক্ত করতে আজকের এই পোষ্ট।

বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ম্যানেজার আছে যেগুলো আপনার বিভিন্ন একাউন্ট এর পাসওয়ার্ড সেইভ করে রাখতে সাহায্য করে।এগুলো সম্পুর্ণ নিরাপদ। তাছাড়া আপনাকে পাসওয়ার্ড ফিল করে দিবে এই ম্যানেজার গুলোই।আপনাকে কিছু করতে হবে না।Lastpass,Keypass এর মত এই পাসওয়ার্ড ম্যানেজার গুলো আপনি App,software কিংবা website এ ব্যবহার করতে পারবেন।
১.প্রথমে এখানে ক্লিক করে lastpass.com এ প্রবেশ করুন।

২.Get LastPass Free তে ক্লিক করুন।


৩.Email,Master Password আর পাসওয়ার্ড মনে রাখার জন্যে কিছু তথ্য দিয়ে একাউন্ট খুলে ফেলুন।কিন্তু master password দেওয়ার সময় নিম্নক্ত কতগুলো বিষয় মনে রাখতে হয় যাতে করে পাসওয়ার্ডটা জটিল হয়।যেমনঃকমপক্ষে ১২ টা শব্দ,১ টি সংখ্যা,১টি বড়হাতের অক্ষর,১টি ছোটহাতের অক্ষর আর যাতে আপনার ইমেইল না হয়।(For example: ABcdEFgh1234)

৪.সবকিছু দিয়ে Sine up- It’s Free তে চাপুন।


৫.এখন আপনার একাউন্ট হয়ে গেল। কম্পিউটারের ক্ষেত্রে Install LastPass এ ক্লিক করে আপনার ব্রাউজারে LastPass এর Extension যুক্ত করে নিন।


৬.Add to Chrome এ ক্লিক করুন।


৭.একটু পরে চলে আসবে Extension।Extension টিতে ক্লিক করে ইমেইল পাসওয়ার্ড দিয়ে log in করে নিন।এটা আপনাকে বিভিন্ন সাইট এর পাসওয়ার্ড অটোমেটিক fill up করে দিবে।

৮.এখন আপনাকে পাসওয়ার্ড যুক্ত করতে হবে।সেজন্য এখানে ক্লিক করে লগিন করে নিন।
৯.এইরকম দেখতে পাবেন।পাসওয়ার্ড যুক্ত করতে (+) চিহ্নে ক্লিক করুন।তারপর Password সিলেক্ট করুন।


১০.এখানেই পাসওয়ার্ড সংরক্ষণ করা হয়।URL এর যায়গায় যে সাইট এর পাসওয়ার্ড সেইভ করবেন তার Address দিবেন।Name এ একাউন্ট এর নাম,Folder এ কোন ফল্ডারে রাখবেন তার নাম দিবেন।Username,Password দিবেন আর কিছু নোট দিতে চাইলে তা দিয়ে save এ ক্লিক করুন।


১১.সংরক্ষন হয়ে গেল আপনার পাসওয়ার্ডটি।পাসওয়ার্ড ছাড়াও অনেক কিছু সেইভ করে রাখতে পারবেন।
১২.এখন দেখেন এইটা কিভাবে কাজ করে।যে সাইট এ লগিন করবেন তাতে প্রবেশ করুন।দেখুন ইউজারনেম আর পাসওয়ার্ড এর ডান পার্শে একটা চিহ্ন এসে গেছে।ওইটাতে ক্লিক করে নির্দিষ্ট ইউজারনেম আর পাসওয়ার্ড দ্বারা ফাঁকা ঘর fill up করতে পারবেন।

মোবাইল ব্যবহারকারীও একই নিয়মে কাজ করতে পারেন।সবই প্রায় একই।তবে ভাল হয় যদি LastPass app টা ব্যবহার করেন।সবকিছুই একদম simple.আশা করি সবাই পারবেন।অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নিন।

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ। আবার কোনো একটি পোষ্ট নিয়ে হাজির হব।ততদিন সুস্থ থাকুন,সুন্দর থাকুন।আপনার সুন্দর মন্তব্য কামনা করছি।আসসালামু আলাইকুম।

12 thoughts on "আপনার সকল Password সেইভ করে রাখুন সুন্দর একটি Password Manager দিয়ে।আর নয় পাসওয়ার্ড মুখস্থ রাখার ঝামেলা।"

  1. zX Author says:
    পোস্ট আছে এটা নিয়ে
    1. Eshtiak Ahmad Badhon Author Post Creator says:
      Thakte pare……ami to dekhinai vai
    1. Eshtiak Ahmad Badhon Author Post Creator says:
      Thank u………
  2. sonnasi Subscriber says:
    lol. chaile note pade a likhei save rakha jay. ei sob app diye j pass hack hobe na tar kno grnty nai
  3. sonnasi Subscriber says:
    lol. chaile note pade a likhei save rakha jay. ei sob app diye j pass hack hobe na tar kno grnty nai
    1. Eshtiak Ahmad Badhon Author Post Creator says:
      Na vai……apnar dharona vul.Apnar notepad sobai dekhe nite pare………
      Kintu eita most secure website.Professional Ra eisob pass manager use kore.
  4. Mahafuj Alam Contributor says:
    Vi google ei to sob password save hoe thake
    1. Eshtiak Ahmad Badhon Author Post Creator says:
      But save kore rakhle to sobai use korte parbe sudhumatro apnar phone pailei.taile password er mane ki?
  5. MD_Tuofiq Contributor says:
    পাসওয়ার্ড গুলো যখন অন্যের হাতে যাবে তখন মজা হবে
    1. Eshtiak Ahmad Badhon Author Post Creator says:
      Onner hate keno jabe?
      Ei site ta most secure site vai.apni chaile khoj nia dekhte paren.boro boro IT expert ra eirokom manager use kore.

Leave a Reply