প্রথমেই একটা কথা বলতে চাই, আমি কোন সিনেমা প্রেমী না, আমি সিনেমা খুব কম দেখি। দেখিনা বললেই চলে সারাক্ষণ ইন্টারনেট, সাইন্স ফিকশন বই, গেমস, ব্লগ এগুলা নিয়েই পরে থাকি। তাই সিনেমা রিভিউ কিভাবে লিখতে হয় তা আমি জানি না। তবুও একটু চেষ্টা করলাম। ভুল হলে দুঃখিত।
আমি সিনেমা খুব একটা দেখিনা এটা আগেই বলেছি, ঐদিন এমনি ফেসবুক নিউজ ফিড দেখছিলাম হঠাৎ করে একটা ছবি সামনে এলো। যে ছবিটা আমি উপরে দিয়েছি, ছবিটা দেখেই কেমন একটা ভালো লেগে গেলো। চিন্তার জগতে চলে গেলাম। ক্যাপশন ছিলো Watching Little Manhattan.
তো ছবিটা ভালো লাগায় এটা নিয়ে সার্চ করে মুভিটা পেয়ে গেলাম আর ডাউনলোড করে দেখেও ফেললাম, এককথায় অসাধারণ।
আমি বাজি ধরে বলতে পারি আমাদের প্রত্যেকের জীবনে একটা ভালো লাগার মানুষ থাকে সেটা অনেকের ছোট কাল থেকে অনেকেই বা একটু বড় হবার পর। তেমন আমারও একজন ভালো লাগার মানুষ আছে, তাকে আমি প্রথম দেখেছিলাম আমি যখন ক্লাস ৪ এ পড়ি। সে তখন ক্লাস ৩ তে। তখন ভালোবাসাটা কি তা বুঝতাম না শুধু তাকে দেখলে কেমন জানি একটু ভালো লাগতো। আস্তে আস্তে যখন সব বুঝতে শিখলাম কখন যে এই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো বুঝতে পারি নি।
এই সিনেমার কাহিটা অনেকটা এরকমই। হাসি,খেলা, ঘুরে বেড়ানো এসবের মাঝে কখন একে অপরকে ভালোবেসে ফেলে বুঝতে পারে না।
আমার জীবনে আমি তাকে ছাড়া আর কাউকে কখনো এত ভালোবাসতে পারবো না। ওর নাম হলো “ নিতুল ”..
আমি তাকে কতটা ভালোবাসি তা বলে বা লিখে বুঝানো সম্ভব না, এটা শুধু অনুভব করা যায়। এই মেয়েটাকে আমি নিজের করে কখনই পাবো না আমি সেটা জানি কিন্তু তবুও আমি তাকে ভালোবাসি, সেই আমার জীবনের প্রথম ভালোবাসা। হয়তো তার পরে অন্য কেও আমার জীবনে আসবে কিন্তু তার জন্য আলাদা একটা জায়গা আমার বুকে সবসময় থাকবে। ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন কোন কথা নেই। যাকে ভালোবাসি তাকে হয়তো কখনো পাবো না কিন্তু তাকে নিয়ে যত স্মৃতি, তাকে নিয়ে লেখা ডাইরি, তার সাথে কথা বলার অনুভূতি, তার জন্য অপেক্ষা সব কিছু আমার হয়ে থাকবে। এগুলো শুধুই আমার আর কারো না।
যাদের জীবনে আমার মত কেও আছে সে হয়তো আমার অনুভূতি টা বুঝতে পারবে। আসলে এখন ভালোবাসটা আর সবার মাঝে নেই। এখকার ডিজিটাল ছেলে-মেয়েরা ভালোবাসা কি সেটা বুঝে না তারা যেটা করে সেটা হলো প্রেম একে ভালোবাসা বলা যায় না।
আমার মতে ভালোবাসা হলোঃ
• কষ্ট করে হলেও একটু বেশি দৌড়ানো
• তাকে একবার দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা
• তাকে দেখলে বুকের মধ্যে হৃদপিন্ডটা লাফিয়ে ওঠা
• তার জন্য বছরের পর বছর অপেক্ষা করা
• নিজের ভেতর অজানা এক সাহস খুঁজে পাওয়া
যাক সেসব কথা আমার লেখাটা মনে হয় মুভি রিভিও এর চেয়ে ভালোবাসার গল্প বেশি হয়ে গলো। আমি দুঃখিত কারন আমি মুভি রিভিও কিভাবে লিখতে হয় তা জানি না এটা আগেই বলেছি।
মুভিটা দেখে আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মুভিটা দেখলে নিশ্চিত চিন্তায় মগ্ন হয়ে যাবেন প্রিয় মানুষটিকে নিয়ে।
Screenshots:
নিচের লিংক থেকে মুভিটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করার জন্য Opera Mini ব্যবহার করবেন।
Movie: Little Manhattan
Imdb: 7.6
Quality: 720p
Size: 730 MB
Click Here To Download Movie
আজকের মত এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন।
Click Here
4 thoughts on "Little Manhattan অসাধারণ একটা ভালোবাসার কাহিনী মুভি ডাউনলোড করে নিন, সাথে থাকছে বাংলা সাবটাটেল"