Avengers: Endgame – হিরসদের অধঃপতন।
অনেক আশা নিয়ে যারা দেখতে বসবেন তারা একটুও হতাশ হবেন না। দীর্ঘ তিন ঘন্টা কিভাবে উড়ে যাবে টের পাবার আগেই কিছুটা মন খারাপ আর কিছুটা হতাশা নিয়ে স্ক্রিন থেকে চোখ সরাবেন।
মার্ভেল ইউনিভার্সের সব হিরোকেই মোটামুটি দেখতে পাবেন আর গল্পের শেষটা মধুর হতে গিয়েও হলো না এই রকম একটা অনুভুতি হবে আপনার। টাইম ট্রাভেল, কোয়ান্টাম ফিজিক্স, টেকনোলজিকাল ফাইট, স্পেস ফ্লাইট এবং অসাধারন মিউজিক এর মিশেলে এ বছরের সেরা সাই-ফাই একশন মুভি Avengers: Endgame।
Avengers: Endgame
ডিরেক্টর: Anthony Russo, Joe Russo
সময়ঃ ৩ ঘন্টা ১ মিনিট
অভিনয়েঃ Robert Downey Jr., Chris Evans, Mark Ruffalo, Chris Hemsworth, Scarlett Johansson , Jeremy Renner এবং বাকি মার্ভেল ইউনিভার্স
IMDB RATING:8.7
মার্ভেল ইউনিভার্সের আগের ২১ টা মুভির লম্বা সিরিয়ালে যা যা দেখানো হয়েছে তার সব কিছু এসে শেষ হল Avengers: Endgame এই মুভিতে।
শুধু আমেরিকাতেই নয়, সারা বিশ্বের কমিক্স আর মার্ভেল মুভি ভক্তদের কাছে এই মুভিটি ছিল চরম আরাধ্য একটি বিষয়। কিভাবে কি হয়, থ্যানস এর সাথে কিভাবে লড়াই করে ফিরিয়ে আনা হবে ধুলোয় মিশে যাওয়া মহাবিশ্বের অর্ধেক প্রান?
টনি স্টার্ক – মানে আমদের প্রিয় আয়রন ম্যান স্পেসে ভাসছে। খাবার শেষ, অক্সিজেন ও শেষের পথে। বাঁচার সকল আশা প্রায় শেষ, প্রিয়তমার জন্য সে শেষ মেসেজ রেকর্ড করছে। ট্রেইলারে আমরা এরকম দেখতে পাই। কিন্তু কিভাবে উদ্ধার হবে তা নিয়ে ব্যপক জল্পনা-কল্পনা ছিল মুভি ভক্তদের মাঝে।
black wido ফিরে আসবে।but ironman na
আসার সূত্র থাকবে Black Widow মুভিতে