আমরা যারা Android মোবাইল ব্যবহার করি তাদের মধ্যে প্রায় সবাই এক মোবাইল থেকে অন্য মোবাইলে কোনকিছু ট্রান্সফার করার জন্য Shareit ব্যবহার করে থাকি। তাই এই সফ্টওয়্যার টা আমাদের মোবাইলের একটা পার্মানেন্ট সফ্টওয়্যার হয়ে গিয়েছে। ইদানীং Shareit এর নতুন আপডেট এর পর থেকে প্রচুর এডস আসার কারনে অনেকে Shareit ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, তাদের মধ্যে আমিও একজন ?। তাছাড়া আপডেট এর পর থেকে Shareit এর সাইজও বেড়ে গিয়েছে অনেক যা Low Ram ও Low Internal Memory মোবাইল ইউজার দের জন্য খুব সমস্যার একটা ব্যাপার। নতুন Shareit এর মেইন সমস্যা টা হলো এডস। অ্যাপে ঢুকার সাথে সাথে প্রচুর এডস আসা শুরু করে যা খুবই বিরক্তিকর। তাছাড়া মোবাইল এর ডাটা চালু থাকলে এটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও ডাউনলোড করে রাখে যা মোবাইল এর ডাটা খরচ হয় এবং মোবাইল এর স্টোরেজও ফুল হয়ে যায়। অনেক সময় দেখা যায় Shareit একাই মোবাইলের 1-2GB স্টোরেজ দখল করে রেখেছে।

এখন কথা বলি Shareit Lite ভার্শন নিয়ে।
১. লাইট ভার্সনে কোন এডস নেই
২. ট্রান্সফার স্পিডও ভালো 4-7Mbps
৩. এত রয়েছে Face To Face Transfer সুবিধা

Face To Face Transfer :

এই সিস্টেমটা Shareit Lite এ এড করা হয়েছে। এই সিস্টেমে ফাইল শেয়ার করার আগেই দুই মোবাইল কানেক্ট করে নেয়া হয়। কানেক্ট করার পর দুই মোবাইল একে অপর থেকে ফাইল নিতে ও পাঠাতে পারে।

Screenshoots:

তাহলে আর দেরি না করে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। আপনি ইচ্ছা করলে Play Store থেকেও ডাউনলোড করতে পারেন।

আজকের মত এখানেই শেষ করছি। পোস্ট টি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করবেন।

ভালো লাগলে আমার সাইট থেকে ঘুরে আসবেন।
Click Here

16 thoughts on "এসে গেলো Shareit Lite ভার্শন আর নয় Ads এর জ্বালাতন"

  1. Himaloy Himu Contributor says:
    সত্যি বলতে কি,,, আমি গত ৩/৪ মাস থেকে বিরক্ত হয়ে shareit এর বদলে ব্লুটুথ ব্যাবহার শুরু করেছি
    1. Sayfullah Contributor says:
      Shareit er 3.5.48_ww version ta use kore dekhen.
    2. Bear Grylls Author Post Creator says:
      ওহ। Shareme ব্যবহার করে দেখতে পারেন
    3. Sharif Muktagasa Contributor says:
      ShareMe Use korte paren. amr best suggest
    1. Bear Grylls Author Post Creator says:
      হুম
  2. TusHar Author says:
    ShareIT lite to ShareIT transfer/receive kora jabe??
    1. Bear Grylls Author Post Creator says:
      না, লাইট টু লাইট
  3. Al Mamun Islam Rasel Author says:
    Ata ki shareit er official app
    1. Bear Grylls Author Post Creator says:
      হুম ভাই অফিসিয়াল
  4. Md Al-Amin Contributor says:
    প্রথমবার দেখলাম ভালই ট্রান্সফার হইছে, এখন কিছু পাঠাইলে ফেইল্ড উঠে,,,যায়না নতুন এপ্স বাগ গত কিছু সমস্যা আছে মেবি।
    1. Bear Grylls Author Post Creator says:
      হুম বাগ আছে, নেক্সট আপডেটে ঠিক হবে আশা করি
    1. Bear Grylls Author Post Creator says:
      thank you
  5. Md Sajib (Hridoy) Contributor says:
    Nice post.. But amr mone hoy Google Ar File go sobr use kora dorkar.
    1. Bear Grylls Author Post Creator says:
      হুম ওটাও ভালো তবে কানেক্ট হতে সময় বেশি লাগে

Leave a Reply