আসসালামুয়ালাইকুম
মহান আল্লাহ্ তায়া লার নামে শুরু করছি _
[ আমার পুর্বের ডিফেন্স সম্পর্কে পোষ্ট করার পর অনেকে কমেন্ট করে প্রতিনিয়ত পোষ্ট করার জন্য সময়ের অভাবে প্রতিনিয়ত না পারায় আমি চেষ্টা করবো পোষ্ট করার ]
পুলিশ :
- ১ পুলিশ আইন শৃঙখলা রক্ষা ও সমাজে অপরাধ দমনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখে ।
- ( যেমন ঃ অপরাধ জনিত কাওকে গ্রেফতার করা )
- ২ পুলিশ বিচারকার্য পরিচালনা করতে পারে না।
- ( পুলিশ কাওকে শাস্তি দিতে পারে না যেমনঃ একজন আসামি কে ১ বছর এর কারাদণ্ড ইত্যাদি )
- ৩ পুলিশ ম্যাজিস্ট্রেটকে কোন প্রকার নির্দেশ প্রদান করতে পারে না । তবে ম্যাজিস্ট্রেটের সাথে প্রয়োজনে সহযোগিতামূলক কাজে অংশ নিতে পারে।
- (পুলিশ ম্যাজিস্ট্রেটকে কে নির্দেশ দিতে পারবে না যেমনঃ একজন আসামি কে ১ বছর এর কারাদণ্ড দিন ইত্যাদি )
- ৪ পুলিশ এ যোগদান করার জন্য সাধারণত এস এস সি পাশ করার পর থেকে আবেদন করা যায় ।
- (যেমন ঃ কনস্টেবল = পুলিশ )
- ৫ ম্যাজিস্ট্রেট এর থেকে তুলনা মূলক ক্ষমতা কম হয়ে থাকে ।
- (সব ক্ষেত্রে নয় বিশেষ কিছু ক্ষেত্রে )
ম্যাজিস্ট্রেট ঃ
- ১ ম্যাজিস্ট্রেট বিচার ও প্রশাসন সংক্রান্ত কাজ করে থাকে ।
- (যেমন ঃ পুলিশ যাদের গ্রেফতার করে তাদের অপরাধ এর উপর নির্ভর করে শাস্তি প্রদান করা )
- ২ ম্যাজিস্ট্রেট বিচারকার্য পরিচালনা করে থাকে ।
- (ম্যাজিস্ট্রেট আসামি কে শাস্তি দিয়ে থাকে যেমন ঃ আসামি কে ১ বছর এর কারাদণ্ড ইত্যাদি )
- ৩ ম্যাজিস্ট্রেট পুলিশ কে নির্দেশ প্রদান করতে পারে । ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে পুলিশ আইন শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।
- (ম্যাজিস্ট্রেট এর চোখে কোন অপারাধ জনিত কাজ ধরা পরলে পুলিশ কে নির্দেশ দিতে পারবে গ্রেফ্রতার করার জন্য )
- ৪ ম্যাজিস্ট্রেট সাধারণত বি সি এস ক্যাডার গন রাই হয়ে থাকে ।
- ৫ সাধারণ পুলিশ এর থেকে তুলনা মুলক ক্ষমতা বেশি হয়ে থাকে ।
- (সব ক্ষেত্রে নয় বিশেষ কিছু ক্ষেত্রে )
(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)
বিদ্রঃ
ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির বিভিন্ন তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন।
( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )
আমাদের চ্যানেল – Career Messages
যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো।
আল্লাহ্ হাফেজ
2 thoughts on "পুলিশ ও ম্যাজিস্ট্রেট এর মধ্যে ৫ টি গুরুত্বপূর্ণ পার্থক্য । কার ক্ষমতা বেশি ?"