আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?হ্যাঁ,আমি ভালো আছি।আশা করছি আপনারাও ভালো আছেন।

টপিক বিষয়ক কিছু কথা

আমি জানি আপনারা অনেক ভদ্র ও অনেক জ্ঞানী মানুষ। মানুষ বলতেই ভুল হয়।তাই আমার পোস্টে কোথাও কোনো ভুল দেখলে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন।আমি সংশোধিত হব ইনশাহআল্লাহ।আর মনে রাখবেন ব্যবহারই কিন্তু বংশের পরিচয়।
চলুন এখন আমরা কাজে চলে
যাই,
যেসকল কাজ করলে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হতে পারে,তা নিচে দেখুন….

★একাউন্ট ফিশিং

এই প্রক্রিয়ায় হ্যাকার আপনাকে বিভিন্নভাবে লিংক পাঠাবে।হতে
পারে ফেসবুক ম্যাসেজে কিংবা আপনার ইমেইলে।অবিকল ফেসবুক থেকে আসা নোটিফিকেশনের মতই লিংক আসে।ব্যবহারকারীরা বুঝতেই
পারেন না আসলে এসব
ফেসবুকের না।একে বলা হয়
ফিশার ওয়েব।অবিকল দেখতে একটি ওয়েবসাইটের মতো হলেও আসলে তা নয়।ফলে যদি ফেসবুক ভেবে লগ ইন করেন তাহলেই আইডি খোয়া যাবে আপনার।

★ওয়েবসাইটের শেয়ার

বাটন

কিছু ব্যক্তিগত ওয়েবসাইট রয়েছে যেখানে শেয়ার বাটন ক্লিক করা ঝুঁকিপূর্ণ।কারণ থার্ড পার্টি
ওয়েবসাইটে ছবি শেয়ার করতে সেখানে যে অপশন থাকে সেখানে ক্লিক করলেও অনেক সময় আপনার একাউন্ট ও পাসওয়ার্ড হ্যাক হতে পারে।

★কিছু ব্যক্তিগত ওয়েবসাইট রয়েছে যেখানে
সাইবার ক্যাফেতে লগ ইন।

অনেকে শুধু মোবাইলেই ফেসবুক চালাতে অভ্যস্ত।মাঝে মধ্যে কম্পিউটারে বসেন কেবল বিভিন্ন
সমস্যার সমাধান করতে।এসব
ক্ষেত্রে যারা পাবলিক কম্পিউটার যেমন- সাইবার ক্যাফেতে যান, অনেক সময় তারা একাউন্ট লগ আউট করতে ভুলে যান।অথবা অনেকেই লগ ইন করার সময়ে খেয়াল করেন না রিমেম্বার
পাসওয়ার্ড দেয়া রয়েছে।এভাবে আপনার অজান্তে অন্য কেউ আপনার একাউন্ট এ প্রবেশ করে হ্যাক করে নিতে পারে।

★ফেসবুক অ্যাপ

ফেসবুকে নানা অ্যাপ রয়েছে।এগুলো ব্যবহারের ক্ষেত্রে সব সময় সাবধান থাকা উচিত।অনেকেই এসব অ্যাপকে নিজের ইমেল
একাউন্ট পাসওয়ার্ডসহ নানান তথ্য দিয়ে দেন।যা অনেক ক্ষেত্রেই এরা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার কাছে বিক্রি করে।এভাবে ফেসবুক অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজের একাউন্ট হারাতে পারেন।

সময় স্বল্পতায় বেশি লিখতে পারলাম না, আশাকরি এগুলো থেকে আপনারা সতর্ক হবেন।

আবারো নতুন নিয়মে Viber app থেকে যেকোনো সিমে ৪০০ মিনিট সম্পূর্ণ ফ্রিতে নিন দেখুন ভিডিওটি

আমার আগের পোষ্ট লিংকঃএকাউন্ট করলেই পাবেন ২০ টাকা, প্রতি রেফারে ১০ টাকা, সাথে রয়েছে রেফার হ্যাক টিপস এবং পেমেন্ট প্রুফ

“আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।

আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন।মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,”

★★★ফ্রিকল ও ফ্রিনেট টিপস প্রতিনিয়ত পেতে ভিজিট করুন আমার ব্লগ সাইট
Www.bdtricksh.ga

আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমিMdshakilhasan

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজকের মতো বিদায় নিচ্ছি{{খোদাহাফেজ}}

4 thoughts on "যে সব কারণে আপনার স্বাদের ফেসবুক আইডিটি খেয়ে ফেলতে পারে হ্যাকাররা,সকল ফেসবুক ইউজাররা দেখুন।"

  1. Monjiul Ahsan Contributor says:
    vai 400 min free pacci na, jodi akta account kore diten to upokar hoto
  2. Mdshakilhasan Author Post Creator says:
    aktu busy aci exam hoccena bro
  3. Mdshakilhasan Author Post Creator says:
    aktu busy aci exam hoccena bro
  4. Alif Author says:
    somoy solpota tahole etotuku post keno korlen??? jkhn puropuri smy thakbe tkhn post koiren next time theke

Leave a Reply