উইন্ডোজ GOD MODE এর সম্পর্কে অনেকেই হয়ত জেনে থাকবেন । GOD MODE হচ্ছে এমন একটি ফোল্ডার বা টুলস যেখানে একটি উইন্ডোতে আপনি উইন্ডোজের administrative tools, backup and restore options, important management settings ছাড়াও ২১০ টির মতো টুলস একসাথে অ্যাক্সেস করার সুযোগ পাবেন ।

GOD MODE এ কোন আনলকড করা এক্সট্রা ফিচার পাবেন না । এটা সিমপ্লি একটা ফোল্ডার যা একসাথে উইন্ডোজের সকল দরকারি সেটিংস অ্যাক্সেস করার ক্ষমতা দেয় ।

GOD MODE নামটি বিভিন্ন গিকদের দ্বারা নামকরণ করা হয়েছে, কিন্তু আপনি চাইলে এতার যেকোন নাম দিতে পারেন । যেমনঃ- Trickbd Mode.

GOD MODE এ যেসব টুলসগুলো পাবেন তার একটি শর্টলিস্ট দেখুন…

  • Administrative Tools
  • AutoPlay
  • Backup and Restore
  • Color Management
  • Credential Manager
  • Date and Time
  • Devices and Printers
  • Ease of Access Center
  • File Explorer Options
  • File History
  • Fonts
  • Indexing Options
  • Infrared
  • Internet Options
  • Keyboard
  • Mouse
  • Network and Sharing Center
  • Pen and Touch
  • Phone and Modem
  • Power Options
  • Programs and Features
  • Region
  • RemoteApp and Desktop Connections
  • Security and Maintenance
  • Sound
  • Speech Recognition
  • Storage Spaces
  • Sync Center
  • System
  • Tablet PC Settings
  • Taskbar and Navigation
  • Troubleshooting
  • User Accounts
  • Windows Defender Firewall
  • Windows Mobility Center
  • Work Folders

এসব ক্যাটাগরির আন্ডারে আরও অনেক সাবক্যাটাগরি এবং টুলস পেয়ে যাবেন ।

চলুন দেখি কিভাবে এই GOD MODE আপনার কম্পিউটারে এনাবল করবেন ।

এটা করার জন্য আপনাকে অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে কম্পিউটারে লগিন করতে হবে । ওকে, ডেস্কটপে রাইট ক্লিক করে New>Folder এ ক্লিক করুন ।

নতুন একটি ফোল্ডার তৈরি হবে । ফোল্ডারটির নাম দিন এটা ঃ- ” GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} ”

দেখবেন কন্ট্রোল প্যানেল আইকনের মতো একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে । এটাই GOD MODE ফোল্ডার ।

 

ধন্যবাদ ।

2 thoughts on "উইন্ডোজ GOD MODE কি ? কিভাবে এনাবল করবেন ?"

  1. DM Sayed Contributor says:
    osthir ekta jinish share korlen vai
  2. Abdus Sobhan Author says:
    Code ta akhane likhun…

Leave a Reply