আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আর একটি দুর্দান্ত ফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি দেশের পাবলিক এর কাছে কোনটি গরিবের আইফোন বলে প্রচলিত! ইয়ার্কি করছিলাম আরকি! ফোনটির নাম হচ্ছে Umidigi A3. ফোনটির ড্যাশিং আউট লুক সেটা পুরোপুরি আইফোনের মতো। এমনকি কোন মানুষ যদি কাছ থেকেও ১৫-২০ সেকেন্ডের জন্য মোবাইলটা দেখে তাহলে সে তার অজান্তেই মনে করবে এটি একটি আইফোন। (যদি সে লোগোর দিকে খেয়াল না করে)!!!
ফোনটি দেখতে অনেকটা আইফোন এক্স এর মত অনেকটা বললে ভুল হবে পুরোটাই আইফোন এক্স এর মত দেখতে ফোনটিকে হাতে নিলেই আপনি সর্বপ্রথম যেটা ফিল করবেন সেটা হচ্ছে ফোনটির ওয়েট। যারা ভারী ফোন একটু অপছন্দ করেন তাদের জন্য এই বিষয়টি একটু খারাপ লাগবে। যদিও খুব বেশি যে ভারি তা নয় সাধারণ এন্ড্রয়েড ফোন যে রকম থাকে তার থেকে কয়েক গ্রাম বেশি হবে।
তাছাড়া ফোনটিতে মেটাল ফ্রেম গ্লাস দেওয়া হয়েছে। অবাক করা বিষয় তাই না!!! এত কম দামি বাজেটের মোবাইলে এটা দেয়া থাকবে সত্যি বলতে এটা আমি কল্পনাও করতে পারিনি।
ফোনটিতে রয়েছে ৫.৫ আই পি ডিসপ্লে। যার রেজুলেশন দেয়া হয়েছে ১৪৪০ x ৭২০ pixels।
ফোনটি সর্বপ্রথম ২০১৮ সালের নভেম্বরে রিলিজ দেওয়া হয় এবং গ্রে এবং গোল্ড কালারে মোবাইলটি অ্যাভেলেবল।
তাছাড়া ব্যাটারির দিক বিবেচনা করলে মোবাইলে লিথিয়াম আয়ন ৩৩০০ non-removable ব্যাটারি দেওয়া হয়েছে। বাজেট অনুযায়ী বেটারি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এবং এটার ব্যাকআপও অসাধারণ।
ফোনটির বডি নিয়ে কথা বললে এটি দেখতে অনেকটা স্লিম এবং স্মার্ট তাছাড়া ফোনের গ্লাস অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম দ্বারা করা হয়েছে যা উপরে বলা হয়েছে।
তাছাড়া ফোনটিতে 2g 3g এবং 4g সাপোর্টেড।
ক্যামেরার কথা বললে এত কম বাজেটের ভিতরে মোবাইলের ক্যামেরা আমাকে সত্যিই অবাক করে দিয়েছে। এই বাজেটে এত ভালো ক্যামেরা পাওয়া সত্যিই দুষ্কর। ব্যাক ক্যামেরায় আপনি পাবেন ১৭ মেগাপিক্সেলের সাথে অটোফোকাস, ডুয়েল এলইডি ফ্লাশ, প্যানোরামা, ফেস ডিটেকশন সহ আরো নানারকম আকর্ষণীয় ফিচারস।
ফ্রন্ট ক্যামেরা পাবেন ৮ মেগাপিক্সেল তার সাথে চিপসেট মিডিয়াটেক উপস্থিত।
অনেক কথাই বলা হলো এখন চলুন ফোনটির ফুল স্পিসিফিকেশন বা ডিটেলস দেখে আসা যাক:
First Release: November 2018
Colors Space Gray, Gold
Network 2G, 3G, 4G (LTE)
Battery Lithium-ion 3300 mAh (non-removable)
Body 147.2 x 70.2 x 8.5 millimeter, 186 grams – Glass back & aluminum metal frame
Camera (Back) Dual 12+5 Megapixel – Autofocus, dual-LED flash, f/2.0, 1.25μm, 1/2.8” panorama, face detection – Full HD (1080p) video rec. with EIS
Camera (Front) 8 Megapixel – F/2.0 aperture, face detection
Chipset MediaTek MTK6739
Colors Space Gray, Gold
Display 5.5 inches, HD+ 1440 x 720 pixels (295 ppi) – Full-View Incell IPS Touchscreen, 2.5D curved glass
GPU IMG PowerVR 8XE
Memory Card MicroSD, up to 256 GB (dedicated slot)
Operating System Android Oreo v8.1 (Stock Android)
Processor Quad-core, 1.5 GHz
RAM 2 GB
ROM 16 GB
Release Date November 2018
Sensors Fingerprint, Ambient Light, Proximity, Gyroscope, Geomagnetic Sensor
SIM Card Dual SIM (Nano-SIM, dual standby, 4G support in both slots)
USB MicroUSB v2.0
Wireless LAN Yes, dual-band, Wi-Fi Direct, hotspot
Other Features – Face Unlock, Bluetooth, GPS, A-GPS, FM Radio, Loudspeaker, Multitouch
আশা করছি আমার এই রিভিউটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। কারন আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে আমার পরবর্তী পোস্টের জন্য।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার রিভিউটি দেখার জন্য।
4 thoughts on "Umidigi A3 রিভিউ ? – ৭৯৯৯ টাকায় গরিবের আইফোন! দূর থেকে দেখে বোঝার উপায় নাই এটা আইফোন নয়!"