হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। কাজের কথা বলার আগে কিছু কথা যেনে নিন। নয়তো বলবেন VPN কি..? কেনো ব্যবহার করবো..?? ব্যবহার করলে কোন ক্ষতি হবে কিনা ইত্যাদি ইত্যাদি।

VPN কি..??

VPN শব্দটার সাথে আমরা সবাই কম-বেশি পরিচিত। তবে শুধু নামের সাথেই পরিচিত, কিন্তু ইহা যে কি জিনিস তা অধিকাংশ মানুষই জানে না। আজকে আমরা VPN কি, এর কাজ কি- এসমস্ত বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবো।

VPN এর পূর্ণ রূপ হল- Virtual Private
Network.
 সোজা বাংলায় এর সংজ্ঞা দাড়ায়, VPN হল একটা কাল্পনিক ‘Tunnel’ যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। এই ‘Tunnel’ বা সুড়ঙ্গের বাস্তবে কোন অস্তিত্ব নেই, এটি দিয়ে মূলত কাল্পনিক একটা প্রাইভেট
নেটওয়ার্ক বোঝানো হচ্ছে যেটি দিয়ে
ইন্টারনেটে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। আমরা এখন ‘নিরাপদ’ keyword টির উপর ফোকাস করবো। ইন্টারনেট মূলত উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা। যেহেতু এটি পাবলিক নেটওয়ার্ক অর্থাৎ, পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে সরাসরি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি আছে। এই ঝুঁকি এড়ানোর জন্য ইন্টারনেট ব্যবহার করে নিজের ব্যক্তিগত বা প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতিই হল VPN। এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরী হয়।

VPN-এর সুবিধাগুলো কি কি?

১। VPN ব্যবহার করার অর্থ হল আপনি ডাটা নিরাপদে আদান প্রদান করতে পারছেন।

২। VPN ব্যবহার করলে আপনার অবস্থান কেউ ট্র্যাক করতে পারবে না।

৩। IP address (Internet Protocol address) হাইড করে রাখে। অর্থাৎ, হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নাই।

৪। আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন।

৫। VPN দিয়ে আপনি আইএসপি তে ব্লক করা সাইট ভিজিট করতে পারবেন। যেমন ধরেন, যদি ইউটিউব আমাদের দেশে বন্ধ করে দেয়া হয়, তাহলেও আপনি VPN ব্যবহার করে ইউটিউবে ঢুকতে পারবেন।

৬। এটি নিরাপদ যোগাযোগ এবং ডাটা encrypt করার একটি পদ্ধতি হিসেবে কাজে লাগে। মানে VPN আপনার মেশিনকে একটি ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে পারে এবং আপনার পাঠানো সব data দ্রুততার সঙ্গে encrypt করে ফেলে অর্থাৎ public domain থেকে লুকিয়ে রাখে এবং এটা আপনার browsing history-র কোনো ট্র্যাক রাখে না। কাজেই আপনি অনলাইনে পুরোপুরি নিরাপদ।

সরি উপরক্ত কথা গুলো টেকটিউনস থেকে নেয়া। কারন VPN সম্পর্কে প্রাই সকলেই জানে। যারা জানে না শুধু  তাদের জন্যই  নেওয়া হয়েছে

এর প্রধান অসুবিধা হচ্ছে এটি আপনাকে টরেন্ট ফাইল ডাউনলোডের সুবিধা দেবে না এবং এটি সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর। VPN সার্ভিস ফ্রি কিংবা প্রিমিয়াম হতে পারে। যদিও
অধিকাংশ VPN সার্ভিসের ক্ষেত্রেই টাকা গুণতে হয়

তো এবার চলে এলো মেইন টপিক। আজ সেটাই দেখাবো কিভাবে ফ্রি VPN এ প্রিমিয়াম সার্ভিস গুলো উপভোগ করতে পারবেন এবং কোন টাকা ছাড়াই এটা ১০০% সত্য এবং কাজের তো চলেন শুরু করি

VPN টি সরাসরি প্লেস্টুর থেকে ডাউনলোড করতে সার্চ বক্সে লিখেন

VPN Proxy Master

অথবা পোষ্ট এর শেষে লিং থেকে ডাউনলোড করে নিবেন।

ডাউনলোড বা ইন্সটল  করা হয়ে গেলে VPN টি অপেন করেন এবং নিচের স্টেপ ফলো করেন

স্কিনসট এ দেখানো আইকন এ ক্লিক করেন।

START NOW এ ক্লিক করেন

১৫ সেকেন্ড এর মতো এ্যডটি দেখতে হবে তারপর  × চিহ্ন তে  ক্লিক করেন।

এখন আপনি ৩০ মিনিটের জন্য VIP সার্ভার গুলো ফ্রিতেই পেয়ে গেলেন। মন খারাপ করার কোন দরকার নাই ৩০ মিনিট পর আবার একি ভাবে একটি করে এ্যড দেখে আবার ইউজ করতে পারবেন। 

এখন Enjoy Vip Now এ ক্লিক করেন 

এখন GO তে ক্লিক করেও প্রিমিয়াম সার্ভার গুলো ইউজ করতে পারবেন অথবা.

স্কিনসট এ দেখানো আইকনে ক্লিক করে প্রিমিয়াম সার্ভার গুলো কানেক্ট করতে পারবেন।

আশাকরি সকলেই বোঝতে পারছেন।তারপরেও যদি কারো কোন সমস্যা হয় কমেন্ট এ বলেন।

অথবা ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন

Mehedi Hasan

সয়ম পেলে আমার সাইটটা গুরে আসতে পারেন।

TechNoor.xyz

ভিপিএন ডাউনলোড লিংক..⬇ 

DOWNLOAD VPN

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।

আসসালামু আলাইকুম  

13 thoughts on "এখন ফ্রিতেই VPN এর প্রিমিয়াম সার্ভার গুলো বা VIP সার্ভার গুলো দিয়ে নেট চালান ১০০% গেরান্টি"

  1. Mehedi Hasan Author Post Creator says:
    tnx.bro
  2. Sadrul hasan Contributor says:
    ভাইয়া খুব সুন্দর পোষ্ট করেছেন…???
    1. Mehedi Hasan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই…
      সত্যি এরকম কমেন্ট পেলে পোষ্ট করার ইচ্ছাটা ১০ গুন বেরে যায় ??
  3. root:// Contributor says:
    এসব কমা ভিপিএন ব্যাবহারে ভিপিএন কোম্পানিরাই ইউজারের ডেটা চুরি করে। আর এসব ভিপিএন ভালো কাজেরও না।

    প্লেস্টোর কিছু ভিপিএন আছে যেগুলো ১০০মিলয়ন+ ডাউনলোড,আবার ভি আই পি করতে ১২-১৫ডলার নেয়,এই গুলাই আসল।

    এসব লো রেটেড ভিপিএন ব্যবহার না করাই ভালো

    1. Mehedi Hasan Author Post Creator says:
      ৫০ মিলিয়ন ডাউনলোড হওয়া ভিপিএন যদি ভালো কাজের না হয় তাহলে কোনটা কাজের..?
      আর ডাটা চুরির কথা বলতেছেন.. ডাটা চুরি তো ফেসবুকও করেছে অনেক রেকর্ড আছে তাই বলেকি আপনি বা আমরা ফেসবুক চালানো অফ করে দিছি..??
  4. Labib Author says:
    Piad Servers are most secured and fast!
    But not all VPNs are trusted…
    1. Mehedi Hasan Author Post Creator says:
      এটাও একটি পেইড ভিপিএন আপনি নিচের লিংক থেকে প্লেস্টোরে গিয়ে দেখতে পারেন এ্যপটির রেটিং কত ৫০ মিলিয়ন লোক এ্যপটি ব্যবহার করে। আপনার বিশ্বাস যোগ্য না হলে আপনি টাকা দিয়েই ইউজ করেন সমস্যা নাই..
      কমেন্ট করার জন্য ধন্যবাদ
  5. MD Kaiom Subscriber says:
    Vai vpn charao to net chalano jai,kinto vpn bebohar korle ki hoi pliz amake vojiye bolon
    1. Mehedi Hasan Author Post Creator says:
      ভাই ভিপিএন সম্পর্কে সব কিছু উপরে দেওয়া আছে কেনো মানুষ কেনো ভিপিএন ব্যবহার করে।তারপরেও সহজ ভাষায় বলেদেই।ধনের কাল থেকে বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দিলো তো সে ক্ষেত্রে আপনি বাংলাদেশে বসে ফেসবুক ব্যবহার করতে চাইলে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। মানে আপনি বাংলাদেশ থেকে নেট চালাবেন কিন্ত আপনার আইপি লোকেশন দেখাবে অন্য দেশে। অর্থাৎ ভিপিএন ব্যবহার করলে আপনাকে ট্রেক করা প্রায়ই অসম্ভব
  6. Md Saiful Feni Contributor says:
    ভাই বাংলাদেশে কি ভাবে ইন্টারনেট একদম ফ্রি চালানো যাবে ওই রুকুম ১টা পোস্ট দেন
    1. Mehedi Hasan Author Post Creator says:
      ভাই এখন যোগের সাথে সব কিছু আভডেট হচ্ছে। আগে সিম অপারেটর দের সিকোরেটি ছিলো কিছুটা দূর্বল তখন ফ্রি নেটের Poxy সার্ভার গুলো খুজে পাওয়া যেতো। বাট এখন আভডেট হওয়ার কারনে সেই ফাক গুলো আর বের করা সম্ভব হচ্ছে না। যদি কখনো হয় তবে ট্রিকবিড়িতে অবস্যই পেয়ে যাবেন।
      কমেন্ট করার জন্য ধন্যবাদ
  7. Raselpuja Contributor says:
    YouTube theke download Hobe?????

Leave a Reply