আসসালামু আলাইকুম ভিউয়ার্স

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর নাম অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরো একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি আপনার ব্যস্ততার সময় যদি কেউ ম্যাসেজ দেয় তাহলে সেই ম্যাসেজে অটো রিপ্লাই হয়ে যাবে যে আপনি ব্যস্ত আছেন।তাও আবার মাত্র একটা অ্যাপের মাধ্যমে এই ট্রিকসটি করতে পারবেন। 



তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

অনেক সময় দেখা যায় আমরা অফিসে থাকলে বা ঘুমিয়ে থাকলে বা অন্য যেকোনো ব্যস্ততার মধ্যে থাকলে যদি কেউ ফোন দেয় বা মেসেজ দেয় তাহলে বিরক্তিকর একটা মুহূর্তের সৃষ্টি হয়। তো যারা চান না আপনার ব্যস্ততার সময় অন্য কেউ মেসেজ দিয়ে বা কল দিয়ে ডিস্টার্ব করুক তাদের জন্যে আজকে আমার এই টিউটোরিয়ালটি।

কি কি সুবিধা পাবেন এই অ্যাপসটির ব্যবহারের মাধ্যমে:

১। যে কেউ মেসেজ দিলে বা কল দিলে সাথে সাথে অটো রিপ্লাই চলে যাবে যে আপনি ব্যস্ত আছেন,
২। আপনি কি করছেন বা কিসের জন্য ব্যস্ত তা অটো রিপ্লাই লিখে দিতে পারবেন,
৩। অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি এবং ইউজার ফ্রেন্ডলি তাই হ্যাং হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট,
৪। এমবি সাইজ তুলনামূলক কম এবং প্রাইভেসি চুরির ভয় নেই,

৫। সময় সেট করে দেওয়ার অপশন রয়েছে মানে আপনি যে সময় থেকে যে সময় পর্যন্ত ব্যস্ত থাকবেন সেই সময় সিলেক্ট করে দিলে ওই সময়ের ভিতর যদি কেউ আপনাকে কল বা মেসেজ দেয় তাহলে অটো রিপ্লাই চলে যাবে তাদের কাছে।

তো এটা তো দেখলেন অ্যাপসটির মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন এবং কি কি সুবিধা পাবেন। এখন চলুন দেখে নেই কিভাবে অ্যাপস টি আপনাদের মোবাইলে ইন্সটল করবেন এবং কিভাবে এই সুবিধাগুলো পাওয়ার জন্য অপশন সিলেক্ট করবেন।

অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যেতে হবে।

যাবার পরে নিচের স্ক্রীনশটএর যে লেখাটির রয়েছে সেই লেখাটির গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করতে হবে।

এরপর দেখতে পাবেন গুগল প্লে স্টোরে সার্চ করার পরে সবার উপরে যে অ্যাপটির দেখাচ্ছে সেই অ্যাপটি আপনাদের কাঙ্খিত অ্যাপস এবং এটা আপনাদের ফোনে ইন্সটল করতে হবে

এখন গুগল প্লে স্টোর থেকে কিভাবে ইন্সটল করতে হয় সেটা তো সবারই জানা। আশা করছি সেটা আর বলার দরকার নেই তারপরও নিচের স্ক্রীনশট দেখিয়ে দিলাম সেই অনুযায়ী ফলো করুন।

(অ্যাপসটি ইন্সটল করার পর বাকি কাজগুলো নিচের স্ক্রীনশটএর সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে দেওয়া হয়েছে সাথে লাল টিক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করতে পারেন আমি সমাধান দিয়ে দেবো)














আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে । যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং এটা হতে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই পোস্টে একটা লাইক এবং কমেন্ট করবেন । কারন আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে আমার পরবর্তী পোস্টের জন্য।

ধন্যবাদ আপনার মূল্যবান সময় অপচয় করে পোস্টটি পড়ার জন্য।

15 thoughts on "আপনার ব্যস্ততার সময় যদি কেউ ম্যাসেজ দেয় তাহলে সেই ম্যাসেজের অটো রিপ্লাই হয়ে যাবে যে আপনি ব্যস্ত আছেন!"

  1. JM Sujon Contributor says:
    Apps ti run korte ki net on kore rakhte hobe?
  2. mehedi81402 Author Post Creator says:
    net lagbe na
  3. mehedi81402 Author Post Creator says:
    thanks
  4. S M Amir Hamja Contributor says:
    এর জন্য আমাকে কোন চার্জ দিতে হবে?? যেমন এসএমএস বা এমবি প্যাক কিনে রাখতে হবে??
    1. Mehedi Hasan Shobuz Contributor says:
      Hmm bro. Phn Sms pack thaka lagbe…
    2. Esrafil Islam Emon Contributor says:
      je sim a set korben sei sim a sms thakte hobe
  5. Tanzirul Turzo Contributor says:
    গুড পোস্ট
  6. Fnc+Faruk Contributor says:
    দক্ষ ওয়েব সাইট ডেবলাপ ভাইদের দৃষ্টি আকর্শন করে বলতাছি।
    আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইমু
    ০১৬৪১৫৬৮৭০৭
    please
  7. MMRFanz Contributor says:
    shesher ekta picture dile aro valo hoto?

Leave a Reply