আসসালামু আলাইকুম ভিউয়ার্স
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক
অনেক সময় দেখা যায় আমরা অফিসে থাকলে বা ঘুমিয়ে থাকলে বা অন্য যেকোনো ব্যস্ততার মধ্যে থাকলে যদি কেউ ফোন দেয় বা মেসেজ দেয় তাহলে বিরক্তিকর একটা মুহূর্তের সৃষ্টি হয়। তো যারা চান না আপনার ব্যস্ততার সময় অন্য কেউ মেসেজ দিয়ে বা কল দিয়ে ডিস্টার্ব করুক তাদের জন্যে আজকে আমার এই টিউটোরিয়ালটি।
কি কি সুবিধা পাবেন এই অ্যাপসটির ব্যবহারের মাধ্যমে:
১। যে কেউ মেসেজ দিলে বা কল দিলে সাথে সাথে অটো রিপ্লাই চলে যাবে যে আপনি ব্যস্ত আছেন,
২। আপনি কি করছেন বা কিসের জন্য ব্যস্ত তা অটো রিপ্লাই লিখে দিতে পারবেন,
৩। অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি এবং ইউজার ফ্রেন্ডলি তাই হ্যাং হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট,
৪। এমবি সাইজ তুলনামূলক কম এবং প্রাইভেসি চুরির ভয় নেই,
তো এটা তো দেখলেন অ্যাপসটির মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন এবং কি কি সুবিধা পাবেন। এখন চলুন দেখে নেই কিভাবে অ্যাপস টি আপনাদের মোবাইলে ইন্সটল করবেন এবং কিভাবে এই সুবিধাগুলো পাওয়ার জন্য অপশন সিলেক্ট করবেন।
অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যেতে হবে।
যাবার পরে নিচের স্ক্রীনশটএর যে লেখাটির রয়েছে সেই লেখাটির গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করতে হবে।
এরপর দেখতে পাবেন গুগল প্লে স্টোরে সার্চ করার পরে সবার উপরে যে অ্যাপটির দেখাচ্ছে সেই অ্যাপটি আপনাদের কাঙ্খিত অ্যাপস এবং এটা আপনাদের ফোনে ইন্সটল করতে হবে
এখন গুগল প্লে স্টোর থেকে কিভাবে ইন্সটল করতে হয় সেটা তো সবারই জানা। আশা করছি সেটা আর বলার দরকার নেই তারপরও নিচের স্ক্রীনশট দেখিয়ে দিলাম সেই অনুযায়ী ফলো করুন।
(অ্যাপসটি ইন্সটল করার পর বাকি কাজগুলো নিচের স্ক্রীনশটএর সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে দেওয়া হয়েছে সাথে লাল টিক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করতে পারেন আমি সমাধান দিয়ে দেবো)
আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে । যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং এটা হতে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই পোস্টে একটা লাইক এবং কমেন্ট করবেন । কারন আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে আমার পরবর্তী পোস্টের জন্য।
আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইমু
০১৬৪১৫৬৮৭০৭
please