Backlinks যে কোন ওয়েব সাইটের জন্য খুবি গুরুত্বপূর্ণ  অর্থাৎ আপনি যদি সঠিক ভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি গুগলে র‌্যাংকিং করাতে পারবেন । তো আজকে, যে Backlinks চেকার গুলোর সাথে পরিচিতি করাবো সেই ব্যাকলিংক চেকার গুলোর মাধ্যমে আপনারা আপনাদের কম্পেটিটরদের ব্যাকলিং সম্পর্কে জানতে পারবেন।

ব্যাকলিংক সম্পর্কে যদি কারো কোন ধারনা না থাকে তাহলে এই পোষ্টটি পড়ে আসেন

Backlinks কি..?
 ব্যাকলিং কিভাবে কাজ করে..?
 গুগল র‌্যাংকিং এরক্ষেত্রে ব্যাকলিংক এর ভুমিকা কতটুকু

তো Backlinks সম্পর্কে ইনডিটেল জানার আগে আপনাকে বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে।  কারন আপনি যখন এই টুল গুলো ব্যবহার করবেন ব্যাকলিং এনালাইসিস করবেন তখন আপনার সামনে বেশ কিছু জিনিস চলে আসবে যে গুলো সম্পর্কে আপনার এটলিষ্ট ব্যসিক ধারনা থাকা দরকার এর মধ্যে রয়েছে।

Dommain Authority (DA)

ডোমেইন অথরেটি হচ্ছে ঐ ডোমেইনটা কতটুকু পাওয়ারফুল। আর এই ডোমেইন অথরেটি ফেক্টরটা ডেভেলপার করেছে মজ আর এই ডোমেইন অথরেটির রেঞ্জ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত।
1 হচ্ছে ডোমেইন অথরেটি Low  আর 100 হচ্ছে ডোমেইন অথরেটি High
যেমন ফেসবুক এর ডোমেইন অথরেটি 100 (High) এবং ইউটিউবেরও ডোমেইন অথরেটি 100 (High)
সেইম একি ভাবে আর একটি জিনিস রয়েছে সেটি হচ্ছে।

Page Authority:

পেইজ আথরেটি ও হচ্ছে ডেভেলপার বাই মজ এবং এটারও রেঞ্জ হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে। যেটা 1 হচ্ছে কম আর 100 হচ্ছে বেশি। অর্থাৎ আপনি যখন Backlinks  ক্রিয়েট করবেন তখন যদি আপনি হ্যাই ডোমেইন অথরেটি থেকে পান অর্থাৎ 40/50/60 এই ধরনের ডোমেইন অথরেটি থেকে Backlinks ক্রিয়েট করলে আপনার সাইটটি অতি দ্রুত গুগলে র‌্যাংক করাতে পারবেন।

Page Rank:

নর্মালি গুগল পেইজ  র‌্যাংক ডিফাইন্ড করে থাকে।পেইজ র‌্যাংক ডিফাইন করা হয় এক থেকে দশ পর্যন্ত যে সকল ওয়েবসাইটের পেইজ র‌্যাংক 10 সে গুলো খুব হাই পাওয়াফুল। আর আপনি যদি সেগুলো থেকে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি আপনার সাইট র‌্যাংক করাতে পারবেন ।

Anchor Text:

Anchor Text হচ্ছে মুলত আপনি কোন টেক্স থেকে ব্যাকলিংক পেয়েছেন আপনার ওয়েবসাইটে সে জিনিসটা ।আর এটি যদি আপনার ব্রেন্ডেড কিওয়ার্ড হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়।

Referring Domain:

রেফারিং ডোমেইন বলতে কত গুলো ডোমেইন থেকে আপনার ওয়েব সাইটের Backlinks  রয়েছে সেই জিনিসটা।

এরপর যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে।

Number of Backlinks:

অর্থাৎ কত গুলো ব্যাকলিংক রয়েছে আপনার কম্পেটিটরের অথবা আপনি যে জিনিসটা চেক করতে চাচ্ছেন সে জিনিসটা বা সে ওয়েবসাইটে কত গুলো ব্যাকলিংক রয়েছে । Number of Backlinks এর মাধ্যমে সেটা জানতে পারবেন।
ব্যাকলিংক এর ক্ষেত্রে আরো দুটি জিনিস রয়েছে একটি হলো Dofollow ব্যাকলিং আর একটি হলো Nofollow ব্যাকলিংক

Dofollow Backlinks :

 Dofollow ব্যাকলিংক যদি আমরা ক্রিয়েট করতে পারি সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারন এটা এসইও ভালো, সবচেয়ে বেশি হ্যাই ।নর্মালি আমরা যে ব্যাকলিংক গুলো করি বা লিংক বিল্ডিং যে কেম্পেইন গুলো আমরা করে থাকি তা চেষ্টা করা হয় সব গুলো লিংক যেনো Dofollow হয়। Dofollow ব্যাকলিং সার্চইঞ্জিন কে সিগনাল প্রভাইট করে।

Nofollow Backlinks :

Nofollow Backlinks এ এসিইও ভ্যালু খুবি কম ডিরেক্লি কোন ভেলু নেই। তবে ইনডিরেক্লি এসিইও ভেলু আছে যেমন Nofollow Backlinks আমরা জেনারেট করি ট্রাফিক জেনারেশন এর জন্য। বেশির ভাগ ব্লক থেকে আমরা যখন কমেন্ট করি তাহলে আমরা Nofollow Backlinks পাই বা ব্লক কমেন্ট এর মাধ্যমে ট্রাফিক জেনারেট করতে পারি। সরাসরি যদিও এসিইও ভেলু না থাকে আল্টিমেটলি নুফোলো ব্যাকলিংককেও এসিইও ভেলু রয়েছে কিন্ত সেটা ইনডিরেক্লি।

তো চলেন আমরা আবার ফিরে আসি আমাদের মেইন টপিক এ

আপনাদের কাছে এবার বেশ কিছু Backlinks চেকার টুল নিয়ে আজ হাজির হয়েছি তো আমরা সে সকল ব্যকলিংক চেকার টুল গুলো দেখবো তার আগে আর একটি কথা বলে নেই।

আপনারা যখন ব্যাকলিংক এনালাইসিস  করবেন তখন  বড় ধরনের সাইট এর ব্যাকলিংক চেক করবেন।এবং আপনার সাইট রিলেটেড যে পপুলার সাইট রয়েছে সেই সাইট গুলো চেক করবেন। যেমন ধরুন আপনার সাইটি যদি ই-কমার্সের সাইট হয় তাহলে Amazon   aliexpress  অর্থাৎ আপনার সাইট কেটাগরী রিলেটেড যে কোন সাইট।

তো আপনাদেরকে প্রথমে যে ব্যাকলিংক চেকার টুলটার সাথে পরিচিতি করাবো সেটা আমার কাছে বেষ্ট। আমি এটা সবচেয়ে বেশি ইউজ করি

  Neilpatel.com


প্রথমে এই সাইটে যাওয়ার পর আপনাদের সামনে হোমপেইজটা এরকম দেখাবে

Backlinks

তো এখানে আসার পর সার্চ বক্স এ আপনার কম্পেটিটর এর সাইট লিংক লিখবেন।যেমন আমার সাইট টি টেকনোলজি  বিষয় সাইট। সে ক্ষেত্রে আমি ট্রিকবিডির সাইট লিংকটা দিয়ে চেক করিয়ে দেখিয়ে দিবো।

Backlinks

সার্চ বক্সে লিংকটি লিখে SEARCH  অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর ক্যাপ্চা আসতে পারে ক্যাপ্চাটা পুরন করে নিবেন ।

Backlinks

এখন দেখেন ডোমাইন স্কোর ১০০ মধ্যে ২২

এই সাইটের টোটাল ব্যাকলিংক রয়েছে ৩০,০৯৯ টি ।আর এ সকল ব্যাকলিংক ক্রিয়েট করা হয়েছে ৩১২ টি ডোমেইন থেকে। নিচের দিকে স্কোলডাউন করলে আরো কিছু বিষয় দেখতে পারবেন যেমন কত গুলো নোফলো ব্যাকলিংক রয়েছে এবং কত গুলো ডোফলো ব্যাকলিংক রয়েছে ।

এই পিকটা একটু খেয়াল করে দেখেন ট্রিকবিডি কোন কোন সাইট থেকে ব্যাকলিংক পেয়েছে এবং যে সাইট থেকে পেয়েছে সে সাইটের ডোমেইন স্কোর কত হ্যাই। (আপনি যদি এরকম হ্যাই স্কুর ডোমেইন থেকে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন ।তাহলে আপনার সাইটটি অতি দ্রুত র‌্যাংক করাতে পারবেন)

এবং লিংককে গিয়ে দেখে আসতে পারবেন কোথায় ব্যাকলিংকটি রেখেছে ।সেটা দেখার জন্য অথর টেক্সট ফলো করেন ব্যাকলিংক পেয়ে যাবেন।  আপনি একটু এনালাইসিস করে দেখেন।

ডিটেল এ বলতে গেলে পোষ্টটা আরো বড় হয়ে যাবে ।

আরো বাকি ব্যাকলিংক চেকার টুল গুলোর লিংক নিচে দেওয়া হলো। প্রয় একি নিয়মে চেক করে দেখে আসবেন ।

linkminer.com

Monitorbacklinks.com

Ahrefs.com/backlink-checker

শেষে একটা কথাই বলি আপনি আপনার সাইটটি দ্রুত গুগল প্রথম পেজে র‌্যাংকিং করানোর জন্য অবস্যই আপনাকে ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে ।

আশা করি সবাই বোঝতে পারছেন ।তারপরেও আপনাদের কোন জাগায় বোঝতে সমস্যা হয় কমেন্ট করেন। অথবা ফেসবুক এ মেসেজ করতে পারেন

Mehedi Hasan

আমার সাইটটিতে কিছু অথর লাগবে।পোষ্টএর মান অনুযায়ী টাকা দেওয়া হবে এবং ফ্রিতেই  SEO কোর্স শিখিয়ে দেওয়া হবে

TechNoor.xyz

16 thoughts on "backlinks চেকার টুল কিভাবে কম্পেটিটরদের ব্যাকলিংক খুজে পাবেন"

    1. Mehedi Hasan Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া??
  1. PARBES AHMED Contributor says:
    কয়েক মাস যাবৎ টুলসটির এক্সেস নিতে পারতেছি নাহ:)
    1. Mehedi Hasan Author Post Creator says:
      মোবাইল হলে Puffin ব্রাউজার আর কম্পিউটার হলে মজিলা,ক্রোম। আর সাইটটিতে রেজিষ্ট্রেশন করে নিবেন ইনশাআল্লাহ কাজ করবে।
    1. Mehedi Hasan Author Post Creator says:
      tnx.bro
  2. blackhat Contributor says:
    খুব উপকারী পোষ্ট ধন্যবাদ
    1. Mehedi Hasan Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া??
  3. Mehedi Contributor says:
    আমিতো বাংলালিঙ্ক সিম মনে করে পোষ্টের মধ্যে ঢুকে পড়ছি???
    1. Mehedi Hasan Author Post Creator says:
      যাক একটু মজা না হলো কি চলে…???
      কি কন মামুরা
    1. Mehedi Hasan Author Post Creator says:
      ধন্যবাদ..??
  4. Sadrul hasan Contributor says:
    ধন্যবাদ প্রিয় ভাই আমার।
    1. Mehedi Hasan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।??
  5. Abir Mahmud Contributor says:
    Vai apnr site er theme ta ki dawya jabe??
  6. Sizan Contributor says:
    খুবই সুন্দর একটা পোস্ট!

    দেখতে পারেন: ব্যাকলিংক কি? কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন?

    ব্যাকলিঙ্ক চেকার টুলস!

Leave a Reply