আসসালামু আলাইকুম।

আশাকরি আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন।

আজকে একটি এন্ড্রোয়েড ফোনের রিভিউ লিখতে বসেছি ভাবছি ফোনটির রিভিউ ইউটিউব চ্যানেলেও দিবো।

তবে প্রথমেই বলে নেই ফোনটি সবার জন্য নয়।

itel A 16 এই ফোনটি আমি প্রায় সপ্তাহ খানেক ব্যবহার করেছিলাম, বেশ ভালো লাগলো যে মাত্র ৪০০০ টাকার ফোনে এতো ভালো কাজ করা যায়, আমি যে কাজগুলি করেছি আইটেল এ ষোলো দিয়েঃ

(১)ব্লগিং

(২) ইউটিউবিং

(৩)ভিডিও তৈরী করা

(৪) নেট ব্রাউজিং করা

(৫) ফেসবুকিং

এই কাজগুলো করাছি, তবে একটি বারের জন্যও ৭দিনের মধ্য কোনো হ্যাং করে নি, বা স্লো কাজ করে নি।

ফোনটিতে সারাদিন ঘড়ি ধরা নেট চালানো যায় ৬-৭ ঘন্টা একটানা।

আমি ৭ঘন্টা প্রযন্ত চালিয়েছিলাম।

আর গান শুনলে তো মনে হয় ১দিন চলবে।

আমার গান শোনার সময় হয়নি তাই এটি নির্দিষ্ট করে বলতে পারিনা।

যাদের বাজেট অল্প টাকার মধ্য ফোন কেনার তারা এই ফোনটি কিনতে পারেন, বেশ ভালো একটি ফোন এটির বাজারে দাম ৪০০০ টাকা তবে অনলাইনে ৪৪৯০ টাকা দেওয়া।

ফোনটির ব্যাটারি 2000 mah

ফোনটির র্যাম ৫১২

ইন্টারনাল মেমোরি ৮ জিবি

ব্যাক ক্যামেরা ৫ মেগাপিক্সেল

ফন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল

মোবাইলটির স্কিন সাইজ ৫ইন্চি

এন্ড্রোয়েড ভার্সন ৮.১

আরো বিস্তারিত দেখুন অনলাইন মোবাইল দোকানে

নিচে লিন্ক যুক্ত করে দিলাম।

mobile dokan

যাদের বাজেট সীমিত তাদের উদ্দেশ্যে এই লেখাটি লেখা আর যাদের ভালো ফোন কেনার সমার্থ আছে তারা ২জিবি র্যামের মধ্য ফোন কিনবেন, আর নুন্যতম ৩০০০ এমপিয়ার ব্যাটারি দেখে।

ভালো থাকুন, ধন্যবাদ।


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

8 thoughts on "মাত্র ৪০০০ টাকায় চমৎকার একটি স্মাট ফোন (itel A 16)"

  1. Md Hamim Contributor says:
    Ajkal 512 mb ram ka kena
    1. স্বপ্ন Author Post Creator says:
      পোস্টিটি সবার জন্য না যাদের বাজেট সিমীত তারাই কিনে।
  2. shamim jamaddar Contributor says:
    maximus d1 best kom dam ar vitor…3800 tk price1 gb ram16 gb rom4G 4GAndroid version 8.1Ami ata deyea Free Fire game play Kori
    1. স্বপ্ন Author Post Creator says:
      ওহ্ খুব ভালো
  3. SR Shoruv Author says:
    ৪০০০ এমএএইচ এর ব্যাটারি ওয়ালা মোবাইল ব্যবহার করি। এখন ২০০০ এমএএইচ কি চলে?
  4. স্বপ্ন Author Post Creator says:
    ভাই যার যার ফোন ব্যবহার করার ভিত্তিতেই ব্যাটারি দেখে কিনে।
    আর রিভিউ টা সবার জন্য ন, যাদের অল্প বাজেট তাদের জন্য।
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই

Leave a Reply