করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার কিছু উপায়।
নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণ বাট অবশ্যই বেশি তাড়াহুড়ো করবেন না হাত ধোয়ার সময়, কিছুটা সময় নিয়ে আপনার হাতের তালু হাতের পিছনের অংশ আঙুলের ভাজে নখে এবং কব্জিতে ভালো মতো পরিষ্কার করতে হবে।
করনো ভাইরাসের প্রাদুরর্ভাব চলাকালীন, যেকোনো ধরনের মিটিং উৎসব সব কনসাট বা যেকোনো ধরনের জনসমাগম থেকে এড়িয়ে চলুন ইনফ্যাক্ট এই সময়ে এ ধরনের জনসমাগম আয়োজন থেকেও বিরত থাকার চেষ্টা করুন সেটাই আপনার জন্য বেটার হবে।
মনে রাখবেন আপনার সচেতনতাই শুধুমাত্র আপনাকে না আপনার কাছের মানুষ কেউ করোনা সংক্রমণ থেকে নিরাপদ রাখবে,
আপনার সচেতনতাই বাড়বে সুরক্ষা।
2 thoughts on "কভিড-১৯ প্রতিরোধে যা করা উচিৎ, আর যেটা একদম করা উচিৎ নয়!!"