আসসালামু আলাইকুম গাইজ।

আশা করছি সকলেই ভাল আছেন এবং সুস্থ আছেন।

আমরা এন্ড্রয়েড ইউজাররা প্রায়ই যে ঝামেলাটির সম্মুখীন হই তা হচ্ছে বিভিন্ন App এ বিরক্তিকর বিজ্ঞাপন দেখা। উদাহরণ হিসেবে নিচের স্ক্রিনশটটি দেখুন।

 

তো আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক শেখাব যেটার মাধ্যমে সহজেই আপনারা আপনাদের পছন্দের  App থেকে বিজ্ঞাপন রিমুভ করতে পারবেন। এর জন্য আপনার ফোন রুটেড হওয়ার কোনো প্রয়োজন নেই,কোনো এড ব্লোকারও লাগবেনা এর জন্য।

চলুন শুরু করা যাক।☺

এই কাজটি করতে আপনাদেরকে একটি App ডাউনলোড করতে হবে।App টির নাম হচ্ছে ” Apk Editor pro ”

নিচে গুগল ড্রাইভ লিংক দিয়ে দিলাম এখান থেকে ডাউনলোড করে নিন।

Google Drive Link

এপটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে ওপেন করুন। ওপেন করলে নিচের মতো ইন্টারফেস আসলে আপনারা Select Apk from App এখানে ক্লিক করুন।

এবারা এখানে আপনার ফোনে ইনস্টল থাকা App গুলো দেখতে পাবেন। যে App টি থেকে বিজ্ঞাপন রিমুভ করতে চান সেই App টি সিলেক্ট করুন। আমি উদাহরণ হিসেবে    “হিমু সমগ্র ” App টি সিলেক্ট করছি।

কাঙ্ক্ষিত app সিলেক্ট করলে এবার নিচের স্ক্রিনশটটির মতো দেখতে পাবেন। এখানে আপনারা উপরের অপশনটি অর্থাৎ     “Full Edit” এ ক্লিক করবেন।

Full Edit এ ক্লিক করলে নিচের মতো ইন্টারফেস আসবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে উপরে ডান কর্ণারে “Build”  অপশন আসবে।

এবার “BuilD” এ ক্লিক করুন।

Build এ ক্লিক করলে এখানে একটু লোডিং নিয়ে আপনার কাঙ্ক্ষিত App টির একটি মোডেড  app ক্রিয়েট হবে।

কিছুক্ষণ অপেক্ষার পর নিচের মতো আসবে।এখানে আপনাদেরকে প্রথমত পূর্বে ইনস্টল থাকা App টি আনইন্সটল করতে হবে। তাই এক্ষেত্রে “Remove ” এ ক্লিক করবেন।

নিচের মতো আনইন্সটল এর জন্য কোনো কনফার্মেশন পপ আপ আসলে “Ok” তে ক্লিক করে আনইন্সটল করে নেবেন।

এপটি আনইন্সটল হয়ে গেলে এবার নতুন মোডেড app টি ইন্সটল করার জন্য “Install” এ ক্লিক করুন।

>

App টি ইন্সটল হয়ে গেলে পূর্বের মতোই ওপেন করুন আর দেখুন চমক!

দেখবেন এবার আর কোনো বিজ্ঞাপন দেখাচ্ছেনা।

আশা করছি ট্রিক টি আপনাদের ভাল লেগেছে। *কোনো সমস্যা ফেস করলে কমেন্ট এ জানান অবশ্যই রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করব।

*বি.দ্র: এই ট্রিকটি সব  App এর ক্ষেত্রে কাজ নাও করতে পারে।তবে  প্রায় ৮০% app এ কাজ করবে বলে আশা করছি। 

#সকলের সুস্থতা কামনায় এখানেই শেষ করছি।

#Stay Home

#Stay Safe.  

20 thoughts on "পছন্দের App থেকে বিরক্তিকর বিজ্ঞাপন রিমুভ করুন! একদম সিম্পল![Root not required, No Ad Blocker ]"

  1. Ripon Mia Contributor says:
    mx player এ কাজ করে কী.?
    1. sakhawat063 Author Post Creator says:
      জ্বাই ভাই।চেক করে দেখলাম।কাজ করে।
    2. sakhawat063 Author Post Creator says:
      *জ্বী
    1. sakhawat063 Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  2. Hossain Ahmed Numan Author says:
    এই পোস্টে কার্যকারী কিন্তু অনেক আগেই নিয়ে আমি একটি পোস্ট করেছিলাম
    1. sakhawat063 Author Post Creator says:
      লিংকটা দিবেন ভাই প্লিজ? এরকম হয়ে থাকলে আমি অত্যন্ত দুঃখিত ভাই।
    2. sakhawat063 Author Post Creator says:
      আপনার পোস্ট টা দেখলাম ভাই।পোস্ট দুইটা খুবই কাছাকাছি মানের।তবে একটু পার্থক্য আছে।আমি আবারও দুঃখ প্রকাশ করছি ভাই।আশা করছি ভবিষ্যতে এরকম ভুল আর হবেনা।আপনাকে ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। ?
  3. Md Liton Shakh Author says:
    Old trick.. and 1 yr agge ata niye post kora hoyesilo..

    link
    https://trickbd.com/online-earning/569775

    1. sakhawat063 Author Post Creator says:
      প্রথমত আমি অত্যন্ত দুঃখিত ভাই।পোস্ট দুইটি খুবই কাছাকাছি মানের।তবে পোস্ট দুইটার মধ্যে একটু পার্থক্য আছে ভাই খেয়াল করলে বুঝতে পারবেন।আমার পোস্ট টায় তেমন কিছুই করার প্রয়োজন নেই।শুধু সিলেক্ট করে বিল্ড এ ক্লিক করলেই এনাফ। আপনাকে ধন্যবাদ ভাই আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য।ভবিষ্যতে এরকম ভুল হবেনা বলে আশা করছি।
  4. NS Sabur Legend Author says:
    ভাই আপনি যে নিয়মে এড রিমুভ করা দেখাইছেন 100 ভাগের মধ্যে 50 ভাগ আপসে এটা কাজ করবে না।

    তবুও কষ্ট করে পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে আরো ভালো পোস্ট করবেন আশা করি।

    1. sakhawat063 Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।এভাবে ভুল ধরিয়ে দিয়ে পাশে থাকবেন দয়া করে।
    2. SabbirTB Author says:
      vai.blog e website connect na korle ki adsense pawa jabe??
  5. Rjmister24 Subscriber says:
    ফ্রী আনলিমিটেড মেসেজ পাঠান কোন প্রকার লগিন, রেজিষ্টার আর পয়েন্ট আর্নিং ছাড়ায় :
    https://bit.ly/2VqclAt
    1. sakhawat063 Author Post Creator says:
      এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন।
  6. Arfat Hossain Contributor says:
    অনেক অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য…
    চালিয়ে যান সাথে আছি।
    1. sakhawat063 Author Post Creator says:
      ধন্যবাদ ভাই ?
  7. GaZiul Contributor says:
    IMO তে কাজ করবে?
    1. rakib4812 Contributor says:
      na
  8. Md salman farcay Contributor says:
    Bro build astece na…ager tai caka sudu fire ki korbo …plz help mi….??

Leave a Reply