??আসসালামু আলাইকুম??

আশা করি সবাই ভালোই আছেন আর TRICKBD এর সাথে থাকলে সবাই ভাল থাকবেন।

তো বন্ধুরা আমরা আজ সেই লাইফ টাইম ফ্রি হোস্টে কিভাবে wordpress ইন্সটল করতে হয় তা শিখব।

লাইফ টাইম ফ্রি হোস্ট বিষয়ে যারা প্রথম পোস্ট টি দেখেন নি তারা আমার প্রোফাইল থেকে দেখে নিবেন।বা এই লিংক থেকে দেখতে পারেন এখানে থেকে।

তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে, একদম সরাসরি টপিক এ চলে যায়,


প্রথমে ফ্রি হোস্টের সি-প্যানেল এ লগিন করে নিই, এখান থেকে Login Now তারপর,

এবার আপনি আপনার ইমেল ও ছি-প্যানেল পাসোয়ার্ড দিয়ে লগিন করুন। লগিন হলে সেখান থেকে অনেক গুলা অপসনের আইকন পাবেন,


সেখান থেকে সিলেক্ট করুন, Zacky app instller,

এবার অনেক গুলা Platform দেখতে পাবেন। এখান থেকে ইচ্ছা মত একটি সিলেক্ট করুন। আমরা যেহেতু WordPress এ বানাব তাই,wordpress সিলেক্ট করব।

তারপর স্ক্রিনশট এর মত Next to processing এ ক্লিক করব।

এবার একটি নতুন পেজ ওপেন হবে। এইখানে টাইটালের জাইগায় সাইটের টাইটেল, এডমিন এর জায়গায় এডমিন এর নাম, আর পাসোয়ার্ড এর জায়গায় এডমিনের পাসোয়ার্ড।

এবার install এ ক্লিক করলে প্রছেস শুরু হবে। ৩-৫ মিনিট অপেক্ষা করুন।


ব্যাস আপনার সাইট রেডি। এখন আপনি তা ইচ্ছা মত ব্যাবহার করতে পারবেন।

পরের পর্বে আমরা ডিজাইন এর কাজ শিখে ইচ্ছা মত ডিজাইন করব।

ব্যাস হয়ে গেলেন আপনি এখন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মালিক।

প্রযুক্তি বিসয়ক টিপস পেতে আমাদের সাইট TechSky এ যাবার আমন্ত্রণ রইলো।

তো বন্ধুরা আমাদের আজকের এই ট্রিক এখান পর্যন্তই পরবর্তীতে দেখাবো কিভাবে WP সাইট ডিজাইন করবেন,

ততক্ষণ সাথেই থাকুন,

ঘরে থাকুন ভালো থাকুন খোদাহাফেজ।

10 thoughts on "খুব সহজে লাইফ টাইম ফ্রি হোস্টে WordPress install করুন এবং ইচ্ছা মত ডিজাইন করুন।?? পর্ব ১"

    1. Tech Sky AJ Author Post Creator says:
      ধন্যাবাদ ভাইয়া
  1. FAIHAD Contributor says:
    Good Post
  2. Shifat Shakhawat Contributor says:
    Good post.Waiting for the next post
    1. AJ sabbir Author Post Creator says:
      Thanks you bro. Stay with us.
  3. Raton Ahmed Contributor says:
    adsence ki ekhane possible bro…
    1. AJ sabbir Author Post Creator says:
      Possible
  4. tahersiddik Contributor says:
    Bhai https://bdtwist.com/s/ ei site niya ekta post den.
    Ei site a apkpure theke copy korey app post korle taka dey.

Leave a Reply