একটি ইউটিউব এর প্রফেশনাল মাপের ভিডিও তৈরি করতে গেলে। একজন কনটেন্ট ক্রিয়েটর এর প্রয়োজন পড়ে অনেক কিছু।
তার ভিতরের অন্যতম বিষয়বস্তু হচ্ছে: স্ক্রিপ্ট।
বলা হয়ে থাকে, যার স্ক্রিপ্ট যত ভালো তার ভিডিওর উপস্থাপনা ততটাই ভালো।
তাই প্রত্যেক ইউটিউবার এটাকে ফলো করে, সামনের দিকে আগানোর চেষ্টা চালায়।
এই স্ক্রিপ্ট ফলো করে যে, শুধুমাত্র ইউটিউবাররা সামনের দিকে আগানোর চেষ্টা চালাচ্ছে, এমনটা একদমই নয়।
শর্ট ফিল্ম থেকে শুরু করে মুভি পর্যন্ত, প্রত্যেক Content Creator ই এটিকে খুব গুরুত্ব সহকারে মূল্যায়ন করে থাকে।
প্রত্যেক Content Creator ভিডিও তৈরি করার পূর্বে, অবশ্যই একটি স্ক্রিপ্ট লিখে থাকে। বিশেষ করে যারা প্রফেশনাল ভাবে কাজ করার চিন্তাভাবনা করে।
আপনি জেনে অবাক হবেন যে, এই স্ক্রিপ্ট দিয়েই আপনি ইনকাম করতে পারেন, বেশ মোটা অংকের টাকা।
আমি বলছি না, আপনি এই স্ক্রিপ্ট মানুষের কাছে বিক্রি করে টাকা ইনকাম করবেন।
তবে হ্যা, আপনি চাইলে স্ক্রিপ্ট লিখে মানুষের মাধ্যমেও বিক্রি করতে পারেন। এটা সম্পূর্ণ অন্য বিষয়।
আজকে আমি যে টিপসটি আপনাদের দিব, এটি যদি আপনারা সঠিকভাবে পালন করেন। তাহলে আশা করা যায়, আপনিও ইউটিউব এর স্ক্রিপ্ট দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
আমরা যারা Content Creator রয়েছি, একটি স্ক্রিপ্ট তৈরি করতে ঠিক কতটা পরিশ্রম হয়, তা হয়তো ইতিমধ্যে আমরা উপলব্ধি করতে পেরেছি।
এই কঠোর পরিশ্রমের স্ক্রিপ্ট ঠিক ততক্ষণ পর্যন্তই থাকে, যতক্ষণ পর্যন্ত না আমাদের ভিডিওটা তৈরি না হচ্ছে।
ভিডিওটি সম্পূর্ণরূপে তৈরি হওয়া মাত্রই, ওই স্ক্রিপ্টের কোন প্রকার মূল্য থাকে না আমাদের কাছে।
এই স্ক্রিপ্ট এর মূল্য ঠিক তখনই থাকবে, যখন আপনি আপনার কাঙ্খিত স্ক্রিপ্ট টি ব্লগ সাইটে পোস্ট করবেন। এবং সেখান থেকে আপনার একটি (মানি জেনারেট) হবে।
আমাদের দেশে প্রচুর পরিমাণে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর থাকলেও, ব্লগার খুঁজে পাওয়াটা একটু দুষ্কর।
কাজেই আজ থেকে আপনার ভিডিওর স্ক্রিপ্ট না ফেলে দিয়ে। একটি ব্লগ সাইট খুলে সেখানে পোস্ট করতে থাকুন।
আশা করা যায়! আপনার এই ফেলে দেওয়া স্ক্রিপ্টই হয়তো, একদিন মোটা অংকের টাকা ইনকাম করতে আপনাকে সাহায্য করবে।
আপনার ভিডিওর স্ক্রিপ্ট সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন?
নিচে কয়েকটি ধাপ তুলে ধরা হলো:
১) প্রথমে আপনার ভিডিওর জন্য নির্দিষ্ট টপিক সিলেক্ট করুন। তবে সব সময় ইউনিক এবং ট্রেনিং টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন।
ইউটিউব ভিডিও এবং ব্লগ সাইট মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য। এই দুইটি পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন।
২) এরপর যাবতীয় তথ্য দিয়ে ভিডিওটিকে তৈরি করুন। ভিডিও তৈরীর সাথে সাথেই ইউটিউবে পাবলিশ করবেন না। পাবলিশ করার পূর্বে আপনার নির্দিষ্ট ভিডিওর স্ক্রিপ্টটি ব্লগ সাইটে পোস্ট করুন।
৩) সফলভাবে ব্লগ সাইটে আপনার স্ক্রিপ্ট পাবলিশ করার পর। এরপরই আপনার নির্দিষ্ট ভিডিও পাবলিশ করুন ইউটিউব এ।
৪) ভুলেও স্ক্রিপ্ট ব্লগ সাইটে পাবলিশ করার পর পরই, ভিডিও আপলোড করবেন না।
কারণ: ধরুন আপনার একটি ফেসবুকে পেজ রয়েছে। যেখানে ফলোয়ার রয়েছে 5,000 হাজার। এখন আপনি যদি ওই পেইজের মাধ্যমে, আপনার কাংখিত ব্লগ সাইটের পোস্ট পাবলিশ করেন। তাহলে হয়তো কিছু ভিজিটর পেয়ে যাবেন।
কিন্তু ব্লগ সাইটে পোস্ট করার ১০ কিংবা ২০ মিনিটের মাঝে, যদি আপনি ভিডিও পাবলিশ করেন (ওই একই পেইজে) তাহলে হয়তো আপনার ব্লগ সাইটের পোস্ট এর থেকে, আপনার ইউটিউব ভিডিওর প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে। যার ফলে আপনি হারাতে পারেন অনেক ভিজিটর।
কারণ: ভাই মানুষ পড়তে নয়, দেখতে ভালোবাসে।
৫) আপনার স্ক্রিপ্ট ব্লগ সাইটে পোস্ট করার, মিনিমাম ৪ থেকে ৬ ঘন্টার ভিতরে ভিডিও পাবলিশ করুন।
কারণ: যদি আপনি ৪ থেকে ৬ ঘন্টার মাঝে, ভিডিও আপলোড না করেন। তাহলে হয়তো, আপনার ব্লগ এর নির্দিষ্ট পোস্ট কে কেন্দ্র করে। যে কোন মানুষ তৈরি করতে পারে ভিডিও। তাহলে হয়তো আপনার সম্পূর্ণ আর্টিকেল টুকু, জলে ডুবে যাবে।
কাজেই এই বিষয়টির উপর একটু ফোকাস করুন।
আপনারা দয়া করে, আমাকে কেউ রিকুয়েস্ট করবেন না, ব্লগের উপর নির্দিষ্ট কোন টিউটোরিয়াল কিংবা আর্টিকেল বানাতে।
তাই আমি চাচ্ছি না, এই ব্লগ সাইট নিয়ে কোনো প্রকার ভিডিও কিংবা আর্টিকেল তৈরি করতে।
ধন্যবাদ সবাইকে।
আর হ্যা চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে। এই আর্টিকেলের উপর খুব তাড়াতাড়ি একটি, ভিডিও আপলোড করা হবে।
চ্যানেলের লিংক: চ্যানেল
এছাড়াও ভিজিট করতে পারেন আমার ব্লগ সাইটে, সেখানে আমি প্রতিনিয়ত আর্টিকেল শেয়ার করি ইউটিউবারদের জন্য।
ব্লগ লিংক: ব্লগ সাইট
3 thoughts on "ইউটিউব এর স্ক্রিপ্ট দিয়ে আয় করুন!"