শুভ সকাল ৷ ট্রিকবিডির পক্ষথেকে সবাইকে শুভেচ্ছা ? কেমন আছেন আপনারা ?৷অবশ্যই ভালো আছেন কেননা ট্রিকবিডি মন ভালো করার সুন্দর ওয়েব সাইট যেখানে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন ৷ 

যাই হোক কথা না বারিয়ে কাজের কথায় আসি ৷

আজকের বিষয়ঃ ?

মুদ্রা ইচ্ছে করলেই একটি দেশ বেশি ছাপাতে পারে না কেন?

ছাপাতে পারবে না কেন? অবশ্যই পারবে। তার আগে চলুন একটা গল্প শুনে নেই। গল্পটি ক্লাস থ্রিতে আমাদের ইংরেজি বইতে ছিল।

একটি গরুকে ঘাস খেতে দেখে ব্যাঙের খুব ইচ্ছা হল ওর মত মোটা হওয়ার। তারপর ধীরে ধীরে নিজের পেট ফুলতে লাগলো। তারপরও যখন ওর মতো মোটা হচ্ছে না, তখন সে আরো দম নিতে লাগল এবং পেট ফুলতে থাকলো।

কিন্তু না! এক সময় ফটাশ! পুরো ব্যাঙ ফেটে গেল।

জিম্বাবুয়ে 100 ট্রিলিয়ন ডলারের নোট ছাপিয়েছিল। বাংলাদেশের সর্বোচ্চ মুদ্রা 1000 টাকার নোটের প্রায় রুমভর্তি বান্ডিল লাগবে (১০০০০০০০০০০০ টি অর্থাৎ ১০০০০০০০০০ টি বান্ডিল) , এই অংক ছূঁতে। আফগানিস্তানে একসময় ট্যাক্সি ভাড়া দিতে হলে বস্তাভর্তি টাকা লাগতো।

সম্প্রতি ভেনেজুয়েলার অবস্থা আরো শোচনীয় অবস্থায় চলে গেছে।

বুঝতেই পারছেন অতিরিক্ত মুদ্রা থাকলে কি অবস্থা হবে। অতিরিক্ত মুদ্রা ছাপালে মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে যাবে যে টয়লেট টিস্যু কিনতে পুরো মাসের বেতন চলে যাবে। তখন ব্যাঙ না ফাটলেও ব্যাংক কিন্তু ঠিকই ফাটবে, আর সঙ্গে অর্থব্যবস্থাপনাও ফাটবে।

তাই রাষ্ট্রকে সবকিছু করতে হয় অনেক ভেবেচিন্তে। ‌‌‌‌‌‌‌‌‌‌

ধন্যবাদ।

সুত্র: বিবিসি বাংলা

যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

পোস্টি ভালো লাগলে গরিবের ইউটিউব এ সাবস্ক্রাইব করুন You tube Link –

Click Here Subscribe

15 thoughts on "আপনি জানেন কি? টাকা ইচ্ছে করলেই একটি দেশ বেশি ছাপাতে পারে না কেন?"

  1. RAFI Contributor says:
    ভেনেজুয়েলা কি আবার ?
    1. sopon Author Post Creator says:
      ভেনেজুয়েলা একটি রাস্ট্র ৷ আর কোন প্রশ্ন আছে?
    1. sopon Author Post Creator says:
      Ok
  2. MD Shakib Hasan Contributor says:
    অসাধারণ
    1. sopon Author Post Creator says:
      আপনার মত অত অসাধারন পোস্ট নয় ৷
    2. MD Shakib Hasan Contributor says:
      পোস্ট করতে এতো কিছু লিখা লাগেনা মেইন টপিক টা থাকলেই হয়। পোস্টটা পড়ে অনেক কিছু জানতে পারছি ধন্যবাদ
  3. TusHar Author says:
    সুন্দর পোস্ট
    তবে আরো বিস্তারিতভাবে তুলে ধরা যেত
    1. sopon Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷
    1. sopon Author Post Creator says:
      Thank you
  4. mrrana2 Contributor says:
    very nice topic
    1. sopon Author Post Creator says:
      Thank you

Leave a Reply