প্রিয় ট্রিকবিডির ব্যবহারকারী এবং ভিজিটর,
আশা করছি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মায়াবী পৃথিবীর অপরূপ সুন্দরতা উপভোগ করছেন।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেই বিষয়টা হলো
“আপনি কিভাবে কালি লিনাক্স এবং টারমাক্স দিয়ে যেকোনো টেক্সটকে ইচ্ছা করলে কোটি বার কীভাবে রিপিট করে ব্যবহার করবেন অথবা অগণিত রিপিট করে কীভাবে ব্যবহার করবেন এই বিষয় আজকের টিউটোরিয়াল আমার। ”
বর্তমান সময়ে আমরা সকলেই স্মার্টফোন, ল্যাপটপ অথবা ডেক্সটপ ব্যবহার করেই থাকী; হতে পারে লেখাপড়ার কারণে ব্যবহার করি অথবা চাকরীর উদ্দেশ্যে আর নয়তো শখের কারণে সে যায় হোক আমরা ব্যবহার তো করি।
আমাদের প্রতিদিনের কাজের ভেতর বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় প্রয়োজন পড়ে একই টেক্সট কয়েকশত বার লেখা, একজন মানুষের দ্বারা পাঁচশত অথবা এক হাজার একই টেক্সট লেখা খুবই কষ্টকর একটা বিষয়। এই সমস্যা থেকে এড়িয়ে চলতে বা সমাধান হিসাবে আমরা বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার করে থাকি।
তবে দুঃখের বিষয়টা হলো ওই সকল অ্যাপ দ্বারা হয়তো টেক্সট রিপিট হয় কিন্তু নিজের চাহিদা অনুযায়ী আমরা টেক্সটকে রিপিট করে ব্যবহার করতে পারী না, আবার এমনও হয় যে কিছু অ্যাপ আছে যেগুলো আনলিমিটেড রিপিট সুবিধা দিলেও ডিভাইস প্রচুর পরিমাণ হ্যাং হয়ে যায় এতে করে সুবিধার চেয়ে অসুবিধায় বেশী দেখা যায়।
আমি এই সমস্যার কথা বিবেচনা করে আপনাদের জন্য একটা টুল তৈরি করেছি তার নাম হচ্ছে TXTTASK এটা দ্বারা হাজার হাজার এবং কোটি কোটি বার টেক্সট রিপিট করা যাবে কোনো লিমিটের ঝামেলা তো নাই সেই সাথে আপনার ডিভাইস হ্যাং ও করবে না রিপিট যতোই বেশী হোক না কেনো।
তো এই টুলটি ব্যবহার করতে টার্মিনাল ওপেন করে নিন। আমি ব্রাউজার ওপেন করে টুলটির ক্লোন লিংক কপি করে নিচ্ছি।
এখন নিচের স্ক্রিনশট দেখুন, এইখানে বিস্তারিত বলা আছে যে আপনি ঠিক কীভাবে কালি লিনাক্সে এবং টারমাক্সে এই টুলটি ইন্সটল করবেন।
আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আমি এইখানেও উল্লেখিত করছি যে কীভাবে কালি লিনাক্সে এবং টারমাক্সে এই টুলটি ইন্সটল করবেন।
Install process of Kali Linux
-
apt-get install python
-
apt-get install git
-
git clone https://github.com/r1d3x0r/TXTTASK.git
-
cd TXTTASK
-
python3 txttask.py
Install process of Termux
-
pkg install python
-
pkg install git
-
git clone https://github.com/r1d3x0r/TXTTASK.git
-
cd TXTTASK
-
python3 txttask.py
এখন আমি আমার কালি লিনাক্সের টার্মিনালটি ওপেন করে নিচ্ছি এবং আমি যেহেতু ডেক্সটপে ক্লোন করবো সেহেতু আমি
কমান্ড দিয়ে ইন্টার বাটনে চাপ দিচ্ছি।
এখন আমি টুলটি ক্লোন করবো তাই কমান্ড দিচ্ছি
এখন আমার টুলটি ক্লোন হয়ে গেছে স্ক্রিনশট দেখুন।
ঠিক আছে এখন আমি
কমান্ড দিচ্ছি।
এখন আমি কমান্ড দিবো
নিচের স্ক্রিনশট দেখুন টুলটি চালু হয়ে গিয়েছে, Number Of Texts এইখানে আপনাকে বলতে হবে যে আপনি ঠিক কতো গুলো টেক্সটকে রিপিট করতে চান অবশ্যই এইখানে আপনি কোটি লিখলেও রিপিট হবে ঠিক কোটি টেক্সট; আমি টিউটোরিয়ালের উদ্দেশ্যে পাঁচশত রিপিট করছি।
এখন Enter Your Text এইখানে আপনাকে ওই টেক্সট দিতে হবে যেটাকে আপনি রিপিট করতে চাচ্ছেন, আমি টিউটোরিয়ালের উদ্দেশ্যে Iam r1d3x0r লিখে ইন্টার বাটনে চাপ দিচ্ছি।
এখন রেজাল্ট দেখুন, পাঁচশত বার টেক্সট রিপিট হয়ে গিয়েছে।
আশা করি আমি আপনাদের সুন্দর এবং সহজ ভাবে বুঝাতে সক্ষম হয়েছি।
ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন সবসময় পজিটিভ থাকুন সকল সময় মোটিভেট থাকুন; ধন্যবাদ।
আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য। টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে
r1d3x0r তে নক করতে পারেন।
ar korbo na
আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানানোর জন্য।
আপনাকে অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ পোস্টের জন্য।
আপনার যথেষ্ট মূল্যবান সাপোর্টের জন্য আমি আপনাকে অগণিত ভালোবাসা প্রেরণ করছি। আর আপনার মন্তব্য দেখে মনে হচ্ছে হয়তো আপনার উপকার হয়েছে আমার টিউটোরিয়ালটি; আপনার উপকার হয়েছে বুঝে আমি নিজেকে ধন্য মনে করছি।
আবারও আপনাকে ধন্যবাদ।