আসসালামু ওয়ালাইকুম আশা করছি ভালো আছেন। পোস্টের টাইটেল দেখে বুঝতে পেরেছে পোস্টটি কী নিয়ে। তাই বাড়তি কোন কথা নয় মূল কাজে আসা যাক। তবে তার আগে আপনি যদি এখনো Blogger Bangladesh গ্রুপে জয়ন না হয়ে থাকে তবে অবশ্যই জয়ন হয়ে নিবেন।
যেভাবে ওয়াপকিজের ফুটার এডস হাইড করবেন
১। প্রথমে আপনি আপনার ওয়াপকিজ সাইটে লগিন করুন। এরপর যে সাইটে ফুটার এডস হাইড করবেন সেই সাইটের Panel Mode এ যান।
৩। এখন ড্রপডাউন মেনু থাকে Html/ Tag Code সিকেক্ট করে Go করুন।
৪। সবশেষে, ডাউনলোড করা কোডটি (ডাউনলোড লিংক নিচে আছে) কপি করে Textbox এ পেস্ট করে দিন এবং Position অবশ্যই সবার শেষেরটা সিকেক্ট করে Save করে দিবেন।
৫। এবার সাইটে ভিজিট করে ম্যাজিক দেখুন। দেখবেন ফুটার এডস উধাও হয়ে গেছে।
কিছু কথা
নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে ডাউনলোড লিংকে গেলে কোডের ফিচার লাইসেন্স ও আরো অনেক কিছু পেয়ে যাবেন। আর ডাউনলোড করতে সমস্যা হলে কী করতে হবে তাও বলা আছে তাই আমার মনে হয় না আপনাদের আর কোন সমস্যা হবে।
আর হ্যা, এটি কিন্তু সম্পূর্ণ ফ্রেস কোড। পিওর Html5 ও Css!! আর কোন পপ-আপ এডস নেই। তাই আরামে ব্যবহার করুন। তাই দেরি না করে এখনি ডাউনলোড করে নিন।
এডস হাইড কোডের লাইভ ডেমোঃ http://techlover.wapkiz.mobi/
একটু কস্ট করে ডাউনলোড করে নিয়েন। এটিকে ডোনেশন মনে করতে পারেন। এই পর্যন্তই!! ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন।
আর হ্যা, এডাসেন্স নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে এই নিয়ে ট্রিকবিডিতে পোস্ট করব তাবে সব পোস্ট ট্রিকবিডিতে করব না। কিছু গুরুত্বপূর্ণ পোস্ট করব শুধু!! কারণ এডসেন্স নিয়ে অনেকে অনেক পোস্ট করেছেন। তবে, আমার লেখা পোস্টগুলো পড়তে আমার ব্লগে আসতে হবে!! এডসেন্স নিয়ে লেখা একটি পোস্ট!! পড়ে নিয়েন – গুগল এডসেন্স (Google Adsense) কি? গুগল এডসেন্স নিয়ে বিস্তারিত জানুন
18 thoughts on "মুছে ফেলুন ওয়াপকিজের ফুটার এডস ২০০% কাজ করবে। v2.0"