আজকে এমন একটি পোস্ট নিয়ে হাজির হয়ছি যেটা আমিও জানতাম না ৷
কিনতু এখন আমি জানি, তবে আপনি জানেন কী? উওরে না বলবেন তো ৷
টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়ে আলোচনা হবে ৷
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন একটি সিলিন্ডারের মেয়াদ থাকে ১০ বছর। সিলিন্ডারের গায়ে খোদাই করে উৎপাদনের তারিখ লেখা থাকে। এরপর ১০ বছর সেটি নিরাপদ। এরপর এসব সিলিন্ডার পরীক্ষা করার নিয়ম। পরীক্ষায় যেসব সিলিন্ডার নিরাপদ বলে গণ্য হয়, সেগুলো আবার ১০ বছরের জন্য বাজারে ছাড়া যায়। ফলে একটি সিলিন্ডারের মেয়াদ আছে কি না, তা দেখা যাবে সিলিন্ডারের গায়েই। রান্নার জন্য ঘরে আনার আগে মেয়াদ দেখে নেওয়া ভালো।
কিভাবে জানা যাবে সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ তারিখ:
ছবিতে মার্ক করা কালো রংগের লেখা দেখা যাচ্ছে। এটাই হল এক্সপায়ারি ডেট বা মেয়াদ উত্তীর্ণ তারিখ। এখানে A,B,C,D সংকেত দিয়ে লেখা থাকে।
A= বছরের প্রথম তিন মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।
B= তার পরের তিন মাস এপ্রিল, মে, জুন।
C= তার পরের তিন মাস জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর।
D= বছরের শেষ তিন মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।
আর সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে, অর্থাৎ C13 (2013 সাল)। যদি D18 থাকে তারমানে হল 2018 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসেই আপনার সিলিন্ডারের মেয়াদ শেষ।
সুত্রঃ সময়টিভি
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
15 thoughts on "কিভাবে জানবেন সিলিন্ডার মেয়াদ আছে কি না ৷ না দেখলে মিস করবেন"