কেমন হয় যদি আপনার নরমাল কীবোর্ডে ৪০০০ টাকার মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড এড করা যায়?
অনেকেই কিন্ত এই জোস সাউন্ডের জন্য ৪০০০ টাকা খরচ করে মেকানিক্যাল কীবোর্ড কিনে থাকেন । আজ আমি এই ফিচারটা একদম ফ্রীতে কিভাবে আপনার
কীবোর্ডে অ্যাড করবেন সেটা দেখাবো ।
তো তার জন্য আমাদের Mechbives সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এবং সামান্য কাজ করে নিতে হবে ।
তো চলুন কাজ শুরু করা যাক… ( আপনাদের সুবিধার্থে নিচে ভিডিও এড করা আছে )
স্টেপ-১ ঃ নিচে থেকে Mechvibes সফটওয়্যারটি ডাউনলোড করুন অথবা এখান থেকেও করতে পারেন ।
Windows, Mac, Linux সব ওএস এর ভার্সন দেওয়া হলো, আপনি 64 bit ইউজার হলে ৬৪ বিট ডাউনলোড করুন, আর ৩২ বিট হলে ৩২ বিট ।
Windows
Windows 7 or later, 64bit version only
Mac
64bit MacOS version only
Linux
স্টেপ-২ঃ ডাউনলোড করার পর নেক্সট নেক্সট করে ইন্সটল করে নেন, এটা আমরা ভালোই পারি ?
স্টেপ-৩ ঃ এখন Set থেকে যেকোনো একটা সাউন্ড সেট করে নিন যেটা আপনার ভালো লাগে এবং Volume ১০০ করে ক্রসে ক্লিক করেন, ব্যাস এবার টাইপ করুন আর এঞ্জয় করুন হাইপ ?
যদি বুঝতে কোনো সমস্যা হয় নিচের ভিডিওটি দেখতে পারেনঃ
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
আপনার সমস্যা স্ক্রিনশটসহ আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন=> https://www.facebook.com/groups/techhelpbangladesh