আসসালামুয়ালাইকুম।
আজকে আমি মুনাজাতের সুন্নাত গুলো ও মুনাজাতের সময় কি ভুল হয় সেগুলো নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ আপনারা পুরো পোস্ট টি পড়বেন।



মুনাজাতের সুন্নাতগুলো কি কি?

  • মুনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবী সা. এর উপর দরুদ পাঠ করা।
  • উভয় হাত সিনা বরাবর উঠানো।
  • হাতের আঙ্গুল সমূহ স্বাভাবিক ফাঁক রাখা।
  • দু হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা
  • মন দিয়ে কাকুতি মিনুতি করে দু’আ করা।
  • আল্লাহর নিকট দু’আর বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বারবার চাওয়া।
  • নিঃশব্দে দু’আ করা মুস্তাহাব। তবে দু’আ সম্মিলিত ভাবে হলে এবং কারো নামাজে বা ইবাদতে বিঘ্ন সৃষ্টির সম্ভাবণা না থাকলে স্বশব্দে দু’আ করা জায়িয আছে।
  • আল্লাহ তায়ালার প্রশংসা যেমনঃ “সুবহানা রব্বিকা ইযযাতি” শেষ পর্যন্ত পড়া। দরুদ ও আমিন বলে দু’আ শেষ করা।
  • মুনাজাতের পর হস্তদয় দ্বারা মুখমন্ডল মুছে নেওয়া।



    মুনাজাতে আমাদের ভুলগুলো কি কি ও তার সমাধান

  • মুনাজাতের সময় অনেকে উভয় হাত কাধ থেকে উপরে উঠিয়ে রাখে। অথচ এসময় উভয় হাত বুক বা কাধ বরাবর রাখাই নিয়ম।
  • মুনাজাতের সময় অনেকে উভয় হাত অনেক বেশি ফাঁকা করে রাখে অথবা একেবারে মিলিয়ে রাখে। আবার কেউ কেউ দড়ি পাকানোর মত করতে থাকে এসবই ভুল। নিয়ম হল উভয় হাতের মাঝখানে ২/১ আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা।
  • অনেকে হাতের তালু চেহারা মুখি করে রাখে। অথচ হাতের তালু আসমানের দিকে করে রাখা উচিত।
  • আল্লাহর হামদ ও রাসুল সা. এর প্রতি দরুদ দ্বারা মুনাজাত আরম্ভ করা এবং হামদ ও দরুদ দ্বারা শেষ করা এবং মুনাজাতের পর আমিন বলা সুন্নাত।
    অথচ এ নিয়ম ব্যাতিরেকেই মুনাজাত শুরু করে এবং “বাহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু” বলে মুনাজাত শেষ করে, এরূপ সব সময় করতে থাকা বিদ’আত
    আমার পোস্টে কোনো প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন


    ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নিবেন।
    আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।

  • 13 thoughts on "মুনাজাতের সুন্নাত ও ভুল সমূহ কি কি?"

    1. Osthir Boy Sabbir Contributor says:
      Nice.Vay Apnar Fb Id Ar Link Dan PLz
    2. MD Shakib Hasan Contributor says:
      অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ
      1. Muhammad Rahad✅ Author Post Creator says:
        ধন্যবাদ বড় ভাই
      1. Muhammad Rahad✅ Author Post Creator says:
        ধন্যবাদ
    3. RAFI Contributor says:
      সুন্দর পোষ্ট
      1. Muhammad Rahad✅ Author Post Creator says:
        ধন্যবাদ
      1. Muhammad Rahad✅ Author Post Creator says:
        Subhan Allah
    4. YASIR-YCS Author says:
      Eisob koi paisen vai. Ekta hadis er reference o dilen na. Eigula sahih na jaal kemne bujbo??
      1. Muhammad Rahad✅ Author Post Creator says:
        Accha Refarence Dibo Er Porer Post Gulate
      2. YASIR-YCS Author says:
        Age eita thik koren

    Leave a Reply