আসসালামু আলাইকুম সবাই
কেমন আছেন…..? আশা করি
সবাই ভালো আছেন । আমি
আল্লাহর রহমতে ভালোই
আছি ।আসলে কেউ ভালো
না থাকলে TrickBD তে
ভিজিট করেনা ।তাই
আপনাকে TrickBD তে আসার
জন্য ধন্যবাদ ।ভালো কিছু
জানতে সবাই TrickBD এর
সাথেই থাকুন ।

আখেরাতের প্রস্তুতি নিয়ে



আমাদের চিন্তা ও আমাদের করণীয় কি?

  • কালেমা শাহাদাত, সুরা ফাতিহা, তাশাহহুদ (আত্তাহিয়্যাতু, দরুদ), নিজের সলাতে দৈনন্দিন কমনভাবে বারবার পঠিত সুরা /আয়াতগুলোর অর্থ জেনে জীবনের শেষ নামাজ মনে করে আদায় করতে হবে।
  • আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার হকের পরই বান্দাহর হক, তাই কারো হক নষ্ট হয়ে থাকলে কালবিলম্ব না করে পরিশোধ করতে হবে ও মাফ চেয়ে নিতে হবে।
  • মাতাপিতার ঋণ ও অসিয়ত আদায় করতে হবে। যেহেতু আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভরশীল তাই যে কোন মূল্যে মাতাপিতার সন্তুষ্টি অর্জন করতে হবে। যদি মাতাপিতা বেঁচে না থাকেন তাহলে খালাকে ও চাচাকে, তাও না থাকলে তাদের বন্ধু/বান্ধবীদের সন্তুষ্টি রাখার চেষ্টা করতে হবে।
  • আমাদেরকে সমাজকর্মী হবার জন্য ইয়াতীম/মিসকীন/বিধবা অথবা একজন বিপন্ন অসহায় প্রতিবেশী রুগীর সহযোগীতা করতে হবে যাতে জান্নাতে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এর সাথী হবার সৌভাগ্য অর্জন করা যায়।
  • জনকল্যাণমূলক কাজসহ সকল কাজ সংশ্লিষ্ট ব্যাক্তির প্রতিদানের আশায় অথবা ভোটের নিয়তে করা যাবে না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন করতে হবে।
  • কখনো বলা যাবে না যে আল্লাহ জানে আর সে জানে’। আল্লাহ, মুহাম্মাদ শব্দ দু’টি কে একই সম্মান মর্যাদা দিলে শিরক হয়ে যায়, যে কোনো হক্কানী পীর বা যে কোনো মানুষকে সমান মর্যাদা দিলেও শিরক হয়ে যাবে।
  • লোক দেখানো কাজ করলে তা শিরক হয়ে যাবে। হাদিসে এসেছে লোক দেখানো নামাজ পড়লে শিরক করা হয়, লোক দেখানো রোজা করলে শিরক করা হয়, লোক দেখানো দান করলে শিরক করা হয়।

    প্রিয় ভাই ও বোনেরা
    লাইক কমেন্ট শেয়ার করে
    ইসলামি দাওয়াতে আপনিও
    অংশগ্রহণ করুন।প্রিয় বন্ধুরা
    জানার স্বার্থে দাওয়াতি
    কাজের স্বার্থে

    আর্টিকেলটি অবশ্যই
    শেয়ার করে ছড়িয়ে দিন।
    হতে পারে আপনার একটি
    শেয়ার বহু মানুষ উপকৃত হবে
    ইনশাআল্লাহ।

  • 2 thoughts on "আখেরাতের প্রস্তুতি নিয়ে (আমাদের চিন্তা ও আমাদের করণীয়) সবাই জেনে নিন।"

    Leave a Reply