একবার হযরত ওমর ফারুক (রা:) মদীনার কোন এক গলিপথ দিয়ে হেঁটে চলছিলেন । হঠাৎ একটি যুবকের প্রতি তাঁর দৃষ্টি পড়ে গেল । সে তার পরিহিত বস্ত্রের নীচে একটি বোতল লুকিয়ে রেখেছিল ।
বোতলটি মদ ভর্তি ছিল । সুতরাং যুবকটি জবাব দিতে ইতস্তত করছিল; কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয়-ভীতিতে বিহবল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করলঃ
” হে মাবুদ ! আমাকে তুমি খলিফা ওমর (রা:) এর সামনে লজ্জিত করো না।তাঁর কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো । আমি তোমার নিকট খাঁটি তওবাহ করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, জীবনে আর কোনো দিনই আমি মদ স্পর্শ করবো না ।
এরুপ তওবাহ করার পরক্ষণেই যুবক হযরত ওমর (রা:) এর প্রশ্নের জবাব দিল যে, ” হে খলিফা ! আমার কাছে এটি একটি সিরকার বোতল ।
কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন । তাঁর ইচ্ছানুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হল। দেখা গেল যে, বোতলটি মধ্যে সত্যিই সিরকা ভর্তি রয়েছে !!!
সুবহানাল্লাহ !!!
আমরাও কোনো ভুল ক্রুটি কিংবা পাপ করে ফেললে মন থেকে তাওবা করবো । তবে এমন কোনো পাপ করবো না যা তাওবা কিংবা ক্ষমা যোগ্য নয় । আল্লাহ আমাদের সেসব পাপ থেকে হেফাজত করুক ।
আমিন ।
apni jodi ai ghotonatike arekti bakkha korten tahole post ti arektu susojjito dekhato