আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।আজকের পোস্টে আমি আপনাদের chrome bookmarks কিভাবে পুরনো জিমেল থেকে নতুন জিমেলে আনবেন সেই মাধ্যমটি দেখাবো
আমরা আমাদের পিসির chrome browser দিয়ে বেশি ভাগ মানুষই ব্রাউজিং করি এবং আমাদের প্রয়োজনীয় লিংক (url) গুলো বুকমার্কে হিসেবে সেভ করে রাখি যা আমাদের জিমেল একাউন্টের মধ্যে সেভ হয়ে থাকে। তো আমাদের অনেক সময় পুরনো সেই জিমেলে সেভ থাকা বুকমার্ক গুলো নতুন জিমেলে আনার প্রয়োজন পরে। আবার chrome browser এর জিমেল পরিবর্তন করলে বা সাইন আউট করলে সেই জিমেলে থাকা বুকমার্ক গুলাও চলে যায়। কিভাবে আপনি একটি জিমেল একাউন্টের বুকমার্ক গুলা অন্য একটি জিমেলে ট্রান্সফার করে রাখবেন সেই বিষয়টি আমাদের সকলের যেনে রাখা প্রয়োজন
তো সর্বপ্রথম আপনার pc এর chrome ব্রাউজার ওপেন করুন। তারপর পিকে দেখানো নির্দেশনা অনুযায়ী এগিয়ে যান।
এখন পালা আপনার এই বুকমার্ক গুলো আপনার নতুন জিমেলে ট্রান্সফার করার
তো এর আগে আপনে আপনার পিসির chrome browser টিকে রিসেট করে নিন এতে আপনার পুরনো জিমেলটি সহ chrome browser এর সকল সেভ থাকা বুকমার্ক গুলো কেটে যাবে এবং chrome browser রিসেট হয়ে যাবে।
কিভাবে chrome browser টি রিসেট করবেন সেটাও দেখিয়ে দিছি স্কিনসট পিকের দেখানো নিদের্শনা অনুযায়ী কাজ করুন
7 thoughts on "chrome ব্রাউকের সকল সেভ bookmarks কিভাবে পুরনো জিমেল থেকে নতুন একটি জিমেলে আনবেন"