কেমন আসেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন।

আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব।

আজকে আপনাদের মাঝে শেয়ার করবো, ল্যাপটপ এর ব্যাটারি ভাল ব্যাকআপ পাওয়ার কৌশল ও ল্যাপটপ এর ব্যাটারি ভাল রাখার উপায়।

আমরা যারা ল্যাপটপ ব্যাবহার করি,অনেকে চার্যে লাগিয়ে ব্যাবহার করি এবং আমাদের ব্যাটারি ভাল রাখার কোনো কথা মনে ই পড়ে না।
ভাবুন যদি টানা ১২ ঘন্টা বিদ্যুৎ না থাকে, কেমন হবে।
জরুরি কোন কারনে তো এমন হতে ই পারে।
এজন্য দরকার ল্যাপটপ এর ব্যাটারি ব্যাকআপ টা ঠিক রাখা।
যাতে আপনি বিদ্যুৎ ছাড়াই দীর্ঘক্ষন ব্যাবহার করতে পারেন।

কিছু দিকে লক্ষন রেখে ল্যাপটপ ব্যাবহার করলে আপনি ভাল ব্যাকআপ পাবেন ল্যাপটপ এর ব্যাটারির।

কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক।

ল্যাপটপ এর ব্যাটারি ভাল ব্যাকআপ এর জন্য যে বিষয় টা গুরুত্বপূর্ণ সেটা হলো
ল্যাপটপ এর ব্রাইটনেস কম রাখুন।

ব্রাইটনেস অনেক বেশি চার্য টেনে নেয়, এজন্য আপনি যখন বিদ্যুৎ ছাড়া ব্যাটারির মাধ্যমে ল্যাপটপ ব্যাবহার করবেন।
তখন যতটা পারেন ল্যাপটপ এর ব্রাইটনেস কমে ব্যাবহার করুন।এতে ল্যাপটপ এর চার্য অনেক বেশি থাকবে ও ভাল ব্যাকআপ পাবেন ল্যাপটপ এর ব্যাটারির।

অব্যাহিত ফিউচার বন্ধ রাখার চেস্টা করুন।
ল্যাপটপ এ আমরা অনেক ফিউচার অন রাখি
যেমনঃ ওয়াইফাই,ব্লুটুথ, গ্রাফিক্স কার্ড ইত্যাদি।
এসব অনেক বেশি চার্য টেনে নেয়।
এজন্য আপনার যেটা দরকার সেটা অন রেখে আর সব ফিউচার বন্ধু রাখুন।
দেখুন অনেক ভাল ব্যাকআপ পাবেন।

আরেকটি বিষয় হলো ল্যাপটপ এর অপ্রয়োজনীয় এপ্স বন্ধ রাখুন।
আগের ল্যাপটপ এ অনেক কম র‍্যাম হওয়ার বেশি এপ ব্যাবহার করা যেত না।
কিন্তু এখন ল্যাপটপ এ বেশি র‍্যাম হওয়ায় অনেক এপ্স ব্যাবহার করা যায়।
যার জন্য অপ্রয়োজনীয় এপ্স র‍্যাম দখল করে নেয়। এবং ব্যাটারি এর কার্যক্ষমতা নস্ট করে দেয়।
তাই যে এপ্স দরকার নাই সেই সমস্ত এপ্স আনইন্সটল করে দিন বা বন্ধ রাখুন ভাল ব্যাকআপ পাবেন।

এস এস ডি স্টোরেজ ব্যাবহার করুন।
বর্তমান ল্যাপটপ এ এস এস ডি লাগালে অনেক ফাস্ট কাজ করে ও চার্য এর ব্যাকআপ ও ভাল পাওয়া যায়।
হাডর্ডিক্স অনেক বেশি চার্য টেনে নেয়।
তাই আপনি এস এস ডি লাগালে ল্যাপটপ ও ভাল থাকে ও ফাস্ট থাকে এবং চার্য এর ব্যাকআপ ও ভাল পাওয়া যায়।

তারপর আপনি বাজেট বাড়িয়ে যে সব ল্যাপটপ বেশি ব্যাকআপ দেয় সেই সব ল্যাপটপ কিনুন।

তাহলে আপনি ভাল ব্যাকআপ পাবেন।
এবং বিদ্যুৎ ছাড়াই দীর্ঘক্ষন ব্যাবহার করতে পারবেন।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

6 thoughts on "ল্যাপটপ এর ব্যাটারি বেশি ব্যাকআপ পাওয়ার কৌশল ও ব্যটারি ভাল রাখার উপায়।"

  1. STI Lover Author says:
    Akta laptop review likhle valo hoto.
    Coding related kaj korar jonne.
    1. Sk Shipon Author Post Creator says:
      tnx bro… ?? inshallah casta krbo
  2. Md Zakir Hossen Author says:
    Vai laplop 32 bit k 64 bit kivabe korbo tar ekta post den
    1. Sk Shipon Author Post Creator says:
      ata windows dear smy krta hy bro….
  3. abirh104 Contributor says:
    ল্যাপটপ চার্জে রেখে চালানো ভালো নাকি চার্জে না রেখে চালানো ভালো?

Leave a Reply