করোনার জন্য এক বছর পিছিয়েছে সব ধরনের পরিক্ষা ৷ গত ১৭ জানুয়ারি, ২০২১ তারিখে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে “ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাফ বিজ্ঞপ্তি প্রকাশ করে” ৷
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় অগামী ২৩/০১/২০২১ থেকে শুরু হয়ে ২৩/০২/২০২১ তারিখ পর্যন্ত চলবে ৷
ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/degree-AISS= থেকে পাওয়া যাবে।
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরন নোটিস:
উক্ত আবেদন ফরম পূরণ করে ২৪ ফেব্রুয়ারী ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আবেদন ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী নিচে ছবির সাহায্যে তুলে দেওয়া হলোঃ
যারা ৩য় বর্ষে আছেন তাদের কস্টের অবসান ঘটবে ফরম পুরন করার পর ৷ দীর্ঘ পাঁচটি বছর কলেজে সময় কাটানোর সৃতি রয়েযাবে অন্তরে ৷ যখন বিদায়ি সংবর্ধনা জানাবে তখন কান্না ভেষে আসবে দু নয়নের কোনে ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
অনলাইনেও করতে পারবেন ৷
https://www.topsuggestionbd.com/2021/01/degree-2nd-year-exam-sub-political.html