২০২০-২১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। অংশ নিচ্ছে ২০ টি বিশ্ববিদ্যালয়।
আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
পরীক্ষার তারিখ:এখনো নিশ্চিত করা হয় নি। পরিস্তিতি খারাপ হলে তারিখ পিছাতে পারে।
যোগ্যতা:*২০১৯ কিংবা ২০২০ সালে যেসব শিক্ষার্থী এইচএসসি (HSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
*মানবিক (আর্টস) শাখার শিক্ষার্থীদের এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৬ থাকতে হবে।
*ব্যাবসা (কমার্স) শাখার শিক্ষার্থীদের এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৬.৫ থাকতে হবে।
*বিজ্ঞান (সায়েন্স) শাখার শিক্ষার্থীদের এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৭ থাকতে হবে।
দ্রষ্টব্য:যে কোনও পরীক্ষায় (SSC বা HSC) জিপিএ ৩ এর কম থাকলে তিনি আবেদন করতে পারবেন না।
বাছাই পদ্ধতি:প্রাথমিক যোগ্যতা থাকলেও ভর্তি হতে আগ্রহী বা ইচ্ছুক সব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। তবে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর জন্য আলাদাভাবে কোনো টাকা লাগবে না। তবে শুধুমাত্র আবেদনের পর বাছাই করা প্রার্থীরাই এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আবেদন করা প্রার্থীদের স্ক্রিনিং অর্থাৎ যাচাই বাছাই করে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যেসব শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য হবেন, তাঁদের সেটি জানিয়ে দেওয়া হবে। তারপর যোগ্য প্রার্থীরা ৫০০/- টাকা ফি দিয়ে পুনরায় আবেদন করবেন এবং এসব শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষা দিতে পারবেন।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র থাকবে। মূলত, এসব বিশ্ববিদ্যালয়ে বসার ধারণ ক্ষমতা বা ব্যবস্থা অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা হবে। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা তাঁদের সুবিধামতো কেন্দ্র পছন্দ করতে পারবেন।
তবে এ পরীক্ষায় কেউ পাস বা ফেল করবেন না। সবাই পরীক্ষার ভিত্তিতে একটি স্কোর পাবেন এবং এই স্কোর অনুযায়ী ভর্তি নেওয়া হবে।
মান বন্টন:
বিজ্ঞান:*পদার্থবিজ্ঞান=20
*রসায়ন=20
*বাংলা=10
*ইংরজী=10
*জীববিজ্ঞান-গণিত এবং
আইসিটি * =40
(আইসিটি, গণিত ও জীববিজ্ঞান যেকোন দুটি বিষয় পরীক্ষা হবে।)
*অ্যাকাউন্টিং=২৫
*ম্যানেজমেন্ট=২৫
*বাংলা=১৩
*ইংরেজী=১২
*আইসিটি=২৫
*বাংলা=৪০
*ইংরেজী=২৫
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়
১. ইসলামী বিশ্ববিদ্যালয়
ঠিকানা: কুষ্টিয়া, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.iu.ac.bd
২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঠিকানা: ৩১১৪ বিশ্ববিদ্যালয় এভিনিউ, সিলেট, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.sust.edu
৩. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঠিকানা: দিনাজপুর -৫২০০, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.hstu.ac.bd
৪. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঠিকানা: সন্তোষ, টাঙ্গাইল – ১৯০২, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.mbstu.ac.bd
৫. খুলনা বিশ্ববিদ্যালয়
ঠিকানা: শের-ই-বাংলা রোড, খুলনা ৯২০৮, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.ku.ac.bd
৬. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঠিকানা: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোনাপুর, বিশ্ববিদ্যালয় রোড, নোয়াখালী ৩৮১৪, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.nstu.edu.bd
৭. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ঠিকানা: ৯,১০ চিত্তরঞ্জন এভে, ঢাকা ১১০০, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.jnu.ac.bd
৮. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ঠিকানা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা-৩৫০৬, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.cou.ac.bd
৯. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ঠিকানা: জাতীয় কাবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.jkkniu.edu.bd
১০. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঠিকানা: ১ চুরমোনকাঠি – চৌগাছা রোড, যশোর, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.just.edu.bd
১১. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
ঠিকানা: রংপুর সিটি বাইপাস, রংপুর ৫৪০০, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.brur.ac.bd
১২. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঠিকানা: রাজাপুর, ঢাকা – পাবনা হাইওয়ে, পাবনা ৬৬০০, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.pust.ac.bd
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
ঠিকানা: গোপালগঞ্জ, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.bsmrstu.edu.bd
১৪. বরিশাল বিশ্ববিদ্যালয়
ঠিকানা: কর্নোকাঠি, ঢাকা – পটুয়াখালী হাই ওয়ে, বরিশাল ৮২০০, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.bu.ac.bd
১৫. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঠিকানা: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেদবেদী, রাঙ্গামাটি -৪৫০০, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: rmstu.edu.bd
১৬. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
ঠিকানা: শাহজাদপুর-খুকনি রোড, শাহজাদপুর, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.rub.ac.bd
১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
ঠিকানা: কালিয়াকৈর, গাজীপুর, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.bdu.ac.bd
১৮. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
ঠিকানা: নেত্রকোনা জেলা, ময়মনসিংহ, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.shu.edu.bd
১৯. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঠিকানা: মেলান্দহ উপজেলা, জামালপুর জেলা, বাংলাদেশ
অফিশিয়াল ওয়েবসাইট: www.bsfmstu.ac.bd
২০. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঠিকানা: ঢাকা – পটুয়াখালী হাইওয়ে, ৮৬০২
অফিশিয়াল ওয়েবসাইট: www.pstu.ac.bd
সমাপ্ত।
onnanno versity manbonton niye post korar request roilo.