আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
Poco M2 Pro
মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। বাংলাদেশের বাজারে পোকো এম২ প্রো মডেলের নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ফিচার ও পারফরম্যান্সের সমন্বয় করে এবং কর্মদক্ষতা বাড়াতে ফোনটিতে দেয়া হয়েছে শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। বক্সে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জারসহ আসছে ফোনটি।
ফোনের নামঃ Poco M2 Pro
প্রথম রিলিজঃ জুলাই ১৪ ২০২০
ফোনের কালারঃ নীল, সবুজ, কালো
ডিসপ্লেঃ ডিসপ্লের সাইজ ৬.৬৭ ইঞ্চি। রেজুলেশন রয়েছে Full HD+ 1080 x 2400 pixels (395 ppi) আর IPS LCD Touchscreen রয়েছে এবং Corning Gorilla Glass 5 দেওয়া হয়েছে।
পিছনের ক্যামেরাঃ পিছনের ক্যামেরা রেজুলেশন রয়েছে Quad 48+8+5+2 Megapixel পিছনে ক্যামেরা যে ফিউচার গুলো রয়েছে PDAF, LED flash, ultrawide, macro, depth, HDR & more আর এই ফোনে ভিডিও রেকর্ডিং কোয়ালিটি Ultra HD 4K (2160p), gyro-EIS
সামনের ক্যামেরাঃ সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 16 Megapixel এবং ফিউচার গুলো রয়েছে HDR, f/2.5, 1/3.06″ 1.0µm & more আর ভিডিও রেকর্ডিং Full HD (1080p)
ব্যাটারিঃ Poco M2 Pro এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (Non-removable) এবং 33W Fast Charging
Performance: Poco M2 Pro এর Operating System রয়েছে Android 10 (MIUI 11)। চিপসেট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 জি (8 এনএম)।এই ফোনের RAM রয়েছে 4/6GB। প্রসেসর রয়েছে অক্টা কোর, 2.3 গিগাহার্টজ পর্যন্ত।
স্টোরেজঃ Poco M2 Pro ফোনে ROM রয়েছে 64 / 128 GB (UFS 2.1)
সিকিউরিটিঃ Side-mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর Face unlock রয়েছে।
দামঃ Poco M2 Pro ফোনের দাম ৳ 22,999 Official ✭
Highlight
আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি
charger 33w m2 te r 18W 9 pro te