আমি আমার গ্রামীনফোন সিম দিয়ে দীর্ঘদিন পাবজি খেলি এবং একটা জিনিস খেয়াল করেছি আমি যেসময় LTE চালু করে খেলি অর্থাৎ ৪জি তে তখন আমার পিং ১০০ এর উপরে থাকে। এর কারণ ৪জি চালু হলেও নেটওয়ার্ক যদি দুর্বল হয়ে যায় তবে তা অটোমেটিক তার চেয়ে কম পাওয়ারফুল নেটওয়ার্ক বাছাই করে (৩জি)। ফলে নেটওয়ার্ক স্টেবল থাকে না এবং উঠানামা করে। তাই আমি সেটিং থেকে অনলি ৪জি এই অপশন টি চালু করে দেই এবং খেয়াল করি আমার পিং সবসময় স্ট্যাবল এবং ৮০ এর নিচে রয়েছে। এতে সুবিধা হল আপনি ব্রাউজিং, ডাউনলোডিং, গেইমিং এ পুরোপুরি ৪জি এর মজা পাবেন। অসুবিধা হল যদি আপনার ফোনে ৪জি ভয়েস সাপোর্ট না করে তবে এই অবস্থায় কোন কল আসবে না এবং কোথাও কল যাবে না। আরেকটি অসুবিধা হল এই অবস্থায় যদি আপনি ৪জি কাভারেজ এর বাইরে থাকেন তবে আপনাকে No Network দেখাবে। অর্থাৎ নিজে নিজে ৩জি অথবা ২জি তে নেটওয়ার্ক যাবে না। সোজা বাংলায় চালালে ৪জি নাহয় কিছু না। আজকে Only ৪G কিভাবে চালু করতে হয় দেখাব।
Tested Device
Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes
NON-ROOTED PHONE
প্রথমে ফোনের ডায়ালার এ যান এবং ডায়াল করুন *#*#৪৬৩৬#*#* আপনাকে কিছু করতে হবে না অটোমেটিক একটি পেইজে নিয়ে যাবে।
সেখানে আপনার সিম সিলেক্ট করুন। সিম ১ অথবা ২।
কিছুদূর নিচে গেলেই স্ক্রিনশটের মত দেখতে পাবেন এবং সেখানে অনেকরকম নেটওয়ার্ক সিলেক্ট করার অপশন আছে। আপনি শুধু LTE বাছাই করুন। এর অসুবিধা নিয়ে কি বলেছি তা মাথায় রেখে এটি চালু করবেন।
ROOTED PHONE
এটি শুধুমাত্র MIUi ডিভাইস এ কাজ করবে
প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।
তারপর মেজিস্ক ম্যানেজার গিয়ে Install From Storage এ ক্লিক করেন এবং আপনার ডাউনলোড করা লোকেশন গিয়ে ফাইলটি সিলেক্ট করে দিন। ইনস্টল হয়ে গেলে ফোনটি একবার #reboot দিয়ে দিলেই কাজ শেষ।
### Reboot করা হয়ে গেলে সেটিং এ গিয়ে মোবাইল নেটওয়ার্ক এ যান এবং Preferred Network Type এ গিয়ে দেখুন আপনার কাজ হয়ে গেছে এবং অনেকগুলো অপশন চলে এসেছে সিলেক্ট করার জন্য। অনেক ফোনে Only LTE এই অপশন আগে থেকে থাকে কিন্তু এইটা সিলেক্ট করার পরও যদি ৩জি তে শিফট হয় তবে আপনাকে Non Rooted Method ইউস করার পরামর্শ রইল। এই মডিউল এ নেটওয়ার্ক এর ছোটখাট কিছু ইমপ্রুভমেন্ট হয় শুনেছিলাম কিন্তু কি তা ভুলে গেছি।
https://play.google.com/store/apps/details?id=com.kliksob.forgswitch
age Apni check koren… vlo lagle post e suggest krte paren.. karon dial kora onek jhamela er… apps ta te direct oi page e niye jay