Tokyo Ghoul এনিমে রিভিউ



DETAILS

Name:Tokyo Ghoul
Writer: Sui Ishida
Genre:Action, Drama, Horror, Mystery, Psychological, Supernatural
Episodes:48
Duration:20-24 Minutes
Language: Japanese, English
Original Run: 2017-2019
Rating: 7.8/10



BANGLA REVIEW

SPOILER ALERT

টোকিও রহস্যজনকভাবে একধরনের ভূতের(Ghoul) আক্রমণে ভুগছে যারা মানুষকে গ্রাস করছে। তাদের এই পরিচয় রহস্যের মুখোশযুক্ত, এই ভুতদের ভয় দেখে লোকেরা আঁকড়ে পড়েছে। কানেকি নামে এক সাধারণ কলেজের শিক্ষার্থী এক রাতে এমন এক Ghoul এর মুখোমুখি হয়েছিল। কানেকি বুঝতে পারে না যে তার ভাগ্য রাতারাতি বদলে যাবে।

ছোট এনিমে সিরিজের মধ্যে এটি হল One Of The Best. কাউকে যদি আপনি এনিমে সিরিজ সাজেস্ট করতে বলেন তাহলে লিস্ট এ অবশ্যই এই সিরিজটি পাবেন। খুব অল্প সময় ব্যাবধানে এর সিজন ১ এবং ২ রিলিজ হয় কিন্তু তার অনেক সময় পরে সিজন ৩-৪ রিলিজ হয়।

এই অ্যানিমের ফ্যান অনেক জায়গায় পাবেন। এর কসপ্লে থেকে শুরু করে এর ওপেনিং, এন্ডিং সবগুলোই খুবই পপুলার। সিরিজটি কেমন এক কথায় বলতে গেলে এটি একটি একশন, ইমোশনাল এবং থ্রিলার এনিমে।
এটি নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না তাহলে এটি স্পয়লার হয়ে যাবে, কিন্তু এতটুকু বলতে পারি আমার রিভিউ করা অন্য সিরিজগুলোর মত এটিও একটি এপিসোড যতেষ্ট আপনার সিট আকড়ে ধরতে।

ALERT: SOME 18+ SCENES

2 thoughts on "Tokyo Ghoul এনিমে বাংলা রিভিউ সাথে থাকছে ডাউনলোড লিংক"

  1. Mr_Triple_X Contributor says:
    nice…but onek mb jay

Leave a Reply