আস সালামু আলাইকুম।কেমন আছেন সকলে?আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আমরা বাংলাদেশের মানুষ দু-একজন ছাড়া কেউই বিলাসবহুল জীবনযাপন করতে পারিনা।আমাদের এই রোগ-শোকের দেশে বিলাসবহুল জীবনযাপন করা যে কতটা কষ্টকর তা আমরা বাংলাদেশীরা খুব ভালো করেই জানি।তাই অন্যান্য দেশের মানুষের মতো অতো উন্নত মানের ফোন অর্থাৎ যার ক্যামেরা অত্যাধিক হাই কোয়ালিটি সম্পন্ন,র‍্যাম বেশি এই ধরনের ফোন আমরা ব্যাবহার করতে পারিনা।তো আমাদের মতো মানুষের জন্য ‘Xiaomi’ একটি নতুন ফোন ‘Launch’ করেছে।আমি আপনাদের মাঝে আজকে সেই ফোনের বিষয়ে কথা বলবো।তো চলুন শুরু করা যাক।


এই হলো সেই ফোন যার বিষয়ে আমরা কথা বলবো।আগেই বলে রাখি ফোনটি দেখতে এত সুন্দর যে দেখে মনে হতে পারে ফোনটির দাম অনেক তাই পুরো পোস্ট না পড়েই অনেক জন চলে যাবেন।কিন্তু যারা পুরো পোস্ট পড়বেন না তারা পরে পস্তাবেন।তাই বলি পোস্টটি আগে সম্পূর্ণ পড়ুন।

এই হলো ফোনের পিছনের অংশ।যাতে রয়েছে ‘Quad 48+8+2+2 Megapixel’ এর ক্যামেরা.

এবার আসি ফোনের সামনের অংশ।যার গ্লাস ‘Gorilla Glass 3’ এবং ডিসপ্লে ‘6.53 inches’।

এবারে একে একে ফোন বিষয়ে বিস্তারিত তথ্য দেখা যাক।

First Release:December 22, 2020

Colors:Mighty Black, Fiery Red, Electric Green, Blazing Blue

এবার আসি ফোনের এর দামে যার ‘Official Price’ হলো:

ফোনটির ‘Unofficial ও International’ Price হচ্ছে:

Back Camera:

Front Camera:

Battery:

ABOUT PHONE:

Android Verson:10 (MIUI 12)

Network :2G, 3G, 4G

SIM:Dual Nano SIM

WLAN:dual-band, Wi-Fi direct, Wi-Fi hotspot

Bluetooth:v5.0, A2DP, LE

GPS:A-GPS, GLONASS, BDS

Weight:198 grams

Ram:4/6

Rom:64/128

Processor:Octa core, up to 2.0 GHz

GPU:Adreno 610

Chipset:Qualcomm Snapdragon 662 (11 nm)

Loudspeaker:(stereo speakers), 24-bit/192kHz audio

Sensors:Fingerprint, Accelerometer, Proximity, E-Compass

[বি:দ্র:ফোনটির ‘Fingerprint’ অন্যান্য ‘Xiaomi’ এর মতো পিছনে না ডান পাশে ‘Power Button’ এ দেওয়া।]

উপরে আপনারা ফোনের সকল Details দেখে থাকলে এখন আসি আমার কথাই।এত সুন্দর ফোন তাও আবার ‘Xiaomi’ এর মতো কোম্পানির যার Ram 4 GB,Rom 64 GB,Camera 60 Megapixel,Android verson 10,6000 mAh Battery আর এই ফোনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনের ‘Fast Charging System’ যা ’18W’ এর।’6000 mAh’
Battery হওয়া সত্ত্বেও এত তারাতারি ফোনে চার্জ ওঠে কল্পনার বাইরে।

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।আর এমন পোস্ট ভালো লাগারই কথা।নিয়মিত এমন সুন্দর সুন্দর পোস্ট একমাত্র ট্রিকবিডিতেই পাওয়া সম্ভব।তাই নিত্যনতুন সকল প্রযুক্তি ও অন্যান্য বিষয়ে আপডেট পেতে নিয়মিত ট্রিকবিডিতে ভিজিট করুন।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফেসবুকে আমি:For any problem

16 thoughts on "Xiaomi Redmi 9 Power (কম দামের সেরা Android Phone এখন বাংলাদেশে)"

  1. Power ✔ Author says:
    এর থেকে 9t ভালো
  2. Dark_Superman (Mr. Merciless) Contributor says:
    সাইটে নাকি সাইডে?
    1. Muhammud Author Post Creator says:
      Thank you vaiya.
  3. jahid71 Contributor says:
    18w দিয়ে কতক্ষন লাগে সম্পূর্ণ চার্জ হতে?
    আর ফোনটা সর্বোচ্চ কতো ওয়াট এর ফাস্ট চার্জ নিতে পারে?
    1. SHUHANUR RAHMAN Contributor says:
      minimum 4 hours lagbe
    2. Muhammud Author Post Creator says:
      Highest time:3 hours.
  4. Mamunur Contributor says:
    60 mp camera..pore bujlam 48+8+2+2=60
    1. Muhammud Author Post Creator says:
      হ্যা।
  5. Razu+Ahmed93 Contributor says:
    Apni ki sotti bolchen xiaomi er 4/64 phone,camera 60 mp,battery 6000,sathe abar 18 watt Charger adeo 16000 tk paoya jabe.I am shocked!
    1. Muhammud Author Post Creator says:
      একদম সত্যি।
  6. Darkweb Contributor says:
    আনঅফিশিয়াল কি এখনো পাওয়া যায় কোথায়
    1. Muhammud Author Post Creator says:
      হ্যাঁ ভাইয়া।আনঅফিশিয়াল এখনো পাওয়া যায়।আপনার জেলার মার্কেটে খোঁজ করুন।যেখানে অফিশিয়াল ফোন পাওয়া যায় সেই দোকানে আনঅফিশিয়ালও পাওয়া যায়।
  7. NKwap Author says:
    Vaire Apnara Je Ki Khali Website Theke Ss Niye Post Koren Kono Bistarita Alochona Nei Vaire Sobay Agla Site Daily Visit Kore
    1. Muhammud Author Post Creator says:
      Accha vai er por theke sokol post a bistarito alocona korbo inshallah…..
    2. NABiD BHAi Author says:
      G Bhai Apner Game Review Gula Valoi Lage Bt Agula Biroktikor Aro Kichu Author Jara Ai Kam Kre

Leave a Reply