ডিজিটাল মার্কেটিং কি ? ( সাথে নিয়ে  নিন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স)


ডিজিটাল মার্কেটিং বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা পেশা গুলোর মধ্যে অন্যতম। বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অনেক বেশি এবং দিন দিন এটির চাহিদা বেড়েই চলেছে।

কারণ বর্তমান যুগই কিন্ত ডিজিটাল বা আধুনিক যুগ, প্রায় সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, ডিজিটাল পদ্ধতিতেই এখন অনেক কাজ সম্পূর্ণ হচ্ছে। তাই মার্কেটিং অংশটাও এখন ডিজিটাল আকারে চলে আসছে। আপনি এখন বিশ্বের সব জায়গায় ট্র্যাডিশনাল মার্কেটিং এর বিপরিতে শুধু ডিজিটাল মার্কেটিং দেখতে পাবেন।

ডিজিটাল মার্কেটিং কি ?

ডিজিটাল মার্কেটিং হলো আপনার কোনো ব্যবসাকে অনলাইন প্লাটফর্ম এ সকলের সামনে পরিচিত করানোর জন্য যেই মার্কেটিং করা হয় তাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়।


অর্থাৎ, ডিজিটাল মার্কেটিং এর ধাপ যেমনঃ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও), সার্চ ইঞ্জিন মার্কেটিং (এসইএম), সোশ্যাল মিডিয়া মার্কেটিং (এসএমএম), সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশান, ই-মেইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, ডিসপ্লে এ্যাডভারটাইজিং, টিভি এ্যাডভারটিজিং, মোবাইল এসএমএস এবং এমএমএস, কলব্যাক, এবং ইলেক্ট্রনিক্স বিলবোর্ডসহ আরও প্রযুক্তির মাধ্যমে সঠিক এবং নিখুঁত ভাবে যেকোনো পণ্য বা সেবা নির্দিষ্ট কোনো ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানোকেই ডিজিটাল মার্কেটিং বলে।

তাহলে এখন বুঝতেই পারছেন, ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা ডিপার্টমেন্ট, এটি হতে পারেন অনলাইনে অথবা অফলাইনে, তবে ডিজিটাল এবং ইলেকট্রনি মিডিয়ার মাধ্যমে হবে এবং বেশির ভাগ কাজ হবে ইন্টারনেটের মাধ্যমে।

 ডিজিটাল মার্কেটিং এর ভিতরে প্রায় অনেকগুলো ধাপ রয়েছে।


ডিজিটাল মার্কেটিং এর উপায় বা ধাপ গুলো হচ্ছেঃ

Lern Carding -ক্রেডিট কার্ড হ্যাকিং বা ফ্রী শপিং Course.

০১। এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন

০২। এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং

০৩। এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং

০৪। ইমেল মার্কেটিং

০৫। কনটেন্ট মার্কেটিং

০৬। এফিলিয়েট মার্কেটিং

০৭। ই-কমার্স মার্কেটিং

০৮। ইনভাউন্ড মার্কেটিং

০৯। ডিসপ্লে এডভারটাইজিং

১০। সি পি এ মার্কেটিং




ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কি কি কাজ করতে পারবেন?

প্রথমেই বলেছি, এই সেক্টরটা অনেক বড় এক্ষেত্রে আপনার কাজের কখনো অভাব হবে না। তারপরও কয়েকটা মাধ্যম সম্পর্কে জেনে নিই।

মার্কেটার হিসেবে কাজ করাঃ

প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠান, কোম্পানির প্রচারণা করার জন্য একজন মার্কেটার এর প্রয়োজন হয়। তারা প্রতিনিয়ত একজন প্রফেশনাল মার্কেটার খুঁজে থাকে। এতে আপনি যদি একজন প্রফেশনাল মার্কেটার হন তাহলে আপনি এদের হয়ে কাজ করতে পারবেন।

ফ্রিলান্সার হিসেবে মার্কেটপ্লেস এ কাজ করাঃ

ফাইভার, আপওয়ার্ক এর মত ফ্রিলান্সিং মার্কেটপ্লেস গুলোতে ডিজিটাল মার্কটিং এর অনেক ধরনের কাজ পাওয়া যায়। আপনি একজন ফ্রিলান্সার হিসেবে মার্কেটপ্লেস এ কাজ করতে পারবেন।

সার্ভিস দেওয়াঃ

আপনার যে দক্ষতা গুলো আছে সেগুলো দিয়ে বিভিন্ন সার্ভিস দিতে পারেন। যেমন: এসইও সার্ভিস, মার্কেটিং সার্ভিস, কনটেন্ট তৈরি সার্ভিস ইত্যাদি। আপনি পার্টটাইম বা নির্দিষ্ট কাজের পরিমাণ অনুযায়ী পেমেন্ট ধার্য করে দিতে পারেন।


কোর্স করানোঃ

এই সেক্টর এ আপনি যখন একেবারে মাস্টার হয়ে যাবেন তখন আপনি অনলাইনে বা অফলাইনে কোর্স করাতে পারেন। এতে নিজের ব্র্যান্ড ভালো বৃদ্ধি পাবে পাশাপাশি নিজের দক্ষতা আরো বাড়বে।

নিজে ব্যবসা করাঃ

আপনার যখন মার্কেটিং সম্পর্কে ধারনা তাকবে, আপনি নিজেই যখন মার্কেটিং করবেন তখন আপনি সহজেই সামান্য পুঁজি দিয়ে অনলাইন বা অফলাইনে যেকোন একটা ব্যবসা করতে পারবেন। এরপর আপনি নিজেই সঠিকভাবে প্রচারণা করে ব্যবসাটাকে আরো করে নিতে পােবেন।

 ডিজিটাল মার্কটিং কিভাবে শিখবেন?

আপনি অনেকভাবেই শিখতে পারবেন। এখন কথা হল, কিভাবে শিখলে আপনি সহজেই শিখতে পারবেন। 

অনলাইনে কোর্স করাঃ

বর্তমানে অনলাইনের মাধ্যমে সকল কিছু শিখতে পারবেন। আপনি ইউডেমি, কোর্সেরা, স্কিলশেয়ার এর মত প্রতিষ্ঠান গুলো থেমে অল্প টাকায় একদম প্রফেশনাল কোর্স গুলো করতে পারবেন। এই কোর্সগুলো ইংরেজি ভাষায় তাই আপনাকে অল্প একটু হলেও ইংরেজি জানতে হবে।

গুগলের প্রফেশনাল ফ্রি কোর্সটি করতে পারেন।

ট্রেনিং সেন্টার থেকে শিখাঃ

আপনার আশেপাশে অনেক ট্রেনিং সেন্টার পাবেন। যেখান থেকে আপনি কোর্স করে শিখে নিতে পারবেন। ট্রেনিং সেন্টার এ শিখার ক্ষেত্রে অবশ্যই সঠিক এবং ভালো মানের ট্রেনিং সেন্টার থেকে শিখবেন। অন্যতায় আপনার সময় এবং টাকা দুইটাই বৃথা যাবে।


প্রাইভেট টিউটর এর কাছ থেকে শিখাঃ

একটু খোজ নিলেই আপনার আশেপাশে অনেক প্রফেশনাল ডিজিটাল মার্কেটার পাবেন। যাদের কাছ থেকে আপনি প্রাইভেটলি শিখতে পারবেন। শিখার ক্ষেত্রে এটাই সবচেয়ে সেরা মাধ্যম। কারন, আপনি সবকিছু সঠিকভাবে বুঝতে এবং সহজ ভাষায় শিখতে পারবেন।

নিজে নিজে শিখাঃ

আপনি যদি উপরের কোন মাধ্যমেই নয় নিজে নিজে শিখবেন তাহলেও পারবেন। এর জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। নিজে নিজে শিখার জন্য আপনাকে গুগল এবং ইউটিউব থেকে একটা একটা সার্চ করে খুজে খুজে শিখতে হবে। আপনার অজানা সবকিছুই গুগল এবং ইউটিউব থেকে শিখে নিতে পারবেন।

নিজে নিজে শিখার ক্ষেত্রে যেভাবে শিখবেন।

তাদের জন্য আমার ছোট একটা টিপস, নিচে দেখেন প্রায় ৪০টা প্রশ্ন দিয়েছি। প্রশ্ন গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একটা একটা করে রিসার্চ করতে হবে, গুগল, ইউটিউবে।

উদাহরণসরূপঃ

  •  What is Digital Marketing? এই কীওয়ার্ড টা প্রথমে নিবেন, তারপর গুগলে সার্চ দিবেন, যে ওয়েবসাইট গুলো আসবে, সেগুলো থেকে প্রথম ৫/৬ টা সাইটে ভিজিট করবেন এবং মনোযোগ সহকারে প্রতিটা কন্টেন্ট পড়ার চেষ্টা করবেন।

 এইভাবে ৪০টা প্রশ্ন রিসার্চ করুন, ধাপে ধাপে।

01. What is Digital Marketing?

02. What is the difference between digital marketing and internet marketing?

03. What is the difference between digital marketing and traditional marketing?

04. What are the types of digital marketing?

05. What are the benefits of digital marketing

06. Why digital marketing is so important?

07. Is Digital Marketing the future?

08. What jobs are in digital marketing?

09. What skills do you need for digital marketing?

10. How to become a digital marketer?

11. What is the Website?

12. What are domain and hosting?

13. How to buy domain and hosting?

14. What is a niche?

15. What is Blog?

16. What is the difference between website and blog?

17. Blog or website which is better?

18. What is the difference between blog and vlog?

19. How to start an online blog?

20. The free website creates the list.

21. What is SEO?

22. What is SEM?

23. What is SMM?

24. What is PPC?

25. What is CPC?

26. What is Email Marketing?

27. What is Affiliate Marketing?

28. What is CPA Marketing

29. What is Content Marketing?

30. What is Inbound Marketing?

31. What is E-commerce marketing?

32. What is the difference between SEO and SEM

33. What is the difference between SEO and SMM

34. What is the difference between SEO and PPC

35. What is the difference between PPC and CPC

36. Which is better SEO or SEM?

37. Why SEO and SMM are more important?

38. Digital Marketing glossary.

39. Introduce Digital Marketing experts in the world.

40. Some important websites for learning Digital Marketing update.

যে ওয়েবসাইট গুলো ফলে করবেন।

SmartBlogger.com

Copyblogger.com

https://neilpatel.com/

https://blog.hubspot.com/

https://moz.com/blog

http://www.seobook.com/blog

https://cognitiveseo.com/blog/

https://www.wordtracker.com/blog

https://yoast.com/seo-blog/

https://www.crazyegg.com/blog/

https://backlinko.com/blog

https://buffer.com/resources/

https://www.socialmediaexaminer.com/

সব শেষ থাকছে আজকের মূল্যবান সেই কোর্স টিঃ

কোর্সের নাম : Digital Marketing 
ভাষা : Bangla
Size : 1.88 GB

Link: Download


এমনি আরো পেইড কোর্স+থিম ফ্রিতে পেতে tunes71.com ঘুরে আসতে পারেন।












11 thoughts on "ডিজিটাল মার্কেটিং কি ? ( সাথে নিয়ে নিন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স)"

  1. Astar TECH Author says:
    Mega link dice kn
  2. Astar TECH Author says:
    Google drive link dita parten
    1. Riman Islam Author Post Creator says:
      Google drive link nai..etai ache
  3. Astar TECH Author says:
    Vai aitate koytai video aca?
  4. Astar TECH Author says:
    Ami download kra extract korar por 8ta video paillam
  5. Astar TECH Author says:
    ra mia post dia ki harai gacen comment er riply nai
    1. Alamgir Islam ✅ Contributor says:
      Vhai tumi ki faizlami suru korco?
      Onar knowledge share korce tomar kopal r tare ulta perar upor rakho na? Tumi koyekta content create koro to vhai er por evbe boilo ?✌️
    2. Astar TECH Author says:
      Ki faizlami korlam vai. Download korar por Jodi full course na thaka ki korbo. Post dia inactive comment er riply nai. r apni vai ki bujaite chaicen???dekhesuna comment er riply den
  6. MMB KARIB Contributor says:
    Download Link Not Working… Please Update…
  7. SayeefRafee Contributor says:
    Post koira koi haraya gesen
  8. Suhanur Rahman Contributor says:
    ধন্যবাদ। সুন্দর গুছিয়ে লিখেছেন।

    আমিও ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখার ক্ষুদ্র জ্ঞান নিয়ে লেখার চেষ্টা করেছি – যদি একটূ দেখেন উপকৃত হব।

    আমার লেখা – https://bit.ly/3fm99QK

Leave a Reply