প্রত্যেকেই যে ‌অপারেটিং সিস্টেমটি
তাদের জীবনে ব্যবহার করতে চায় তার নাম
Apple Mac OS X। এটি অ্যাপেলের নিজস্ব
Hardware integrated operating। তবে এখানে
উল্লেখ্য যে ম্যাকের প্রকৃত স্বাদ পেতে হলে
অ্যাপেল কম্পিউটারের কোন বিকল্প নেই।
আজকের টিউনে আমি দেখানোর চেষ্টা
করবো কিভাবে একটি Windows মেশিনে
Apple Mac OS X 10.9 Mavericks install করা
যায়। এখানে আমি Host machine হিসাবে
Windows 8 operating ব্যবহার করেছি। আমরা
Mac OS X 10.9 Mavericks install করবো। কিন্তু
এতে ম্যাকের real power পাওয়া যাবেনা
ঠিকই তবে performance depend করবে আপনার
Processor ও Ram এর উপর।
এক্ষেত্রে আপনার যা যা লাগবে তা হলো :
১.Windows 7 or 8 (আমি দুটিতেই install করেছি
তবে XP তে আপনারা চেষ্টা করে দেখতে
পারেন, আশা করি হবে),

২. Vmware Workstation (আমি torrent লিংক
দিয়ে দিবো),
৩. Mac OS X 10.9 Mavericks vmware image file
(আমি torrent লিংক দিয়ে দিবো),
৪. System with Intel VT or AMD equivalent
technology,
৫. 30GB-100GB hard disk space (at least 10GB is
required, the more space the more chance to
store your documents এবং আপনি বেশী
applicationও install করতে পারবেন।)
৬. কমপক্ষে 6GB RAM (কারণ আমি দেখেছি
এর চেয়ে কম RAM হলে Performance খুব
খারাপ হয়, আমার 6GB RAM এবং আমি 3GB
RAM Guest operating এর জন্য allot করেছি।
আপনাদের PC RAM যত বেশী হবে তত বেশী
RAM Guest operating এর জন্য অর্থাত ম্যাকের
জন্য allot করতে পারবেন।)
চলুন তবে আমাদের মিশন শুরু করা যাক।
http://www.1337x.to/torrent/634859/VMware-
Workstation-10-0-0-Build-1295980/
https://www.dropbox.com/s/s94w1ry5l2vkog7/
%5Bkickass.to
%5Dos.x.mavericks.10.9.retail.vmware.image.torrent?
dl=0
১. প্রথমেই উপরের লিংক দুটি থেকে Vmware
এবং Mac OS X 10.9 Mavericks vmware image
file download করুন। এই file টির সাইজ
মাশাল্লাহ 4.81GB “মাত্র”।
২. BIOS settings এ যান এবং enable VT or
Virtualization Technology
৩. Mavericks zip file extract করুন।
৪. Vmware Workstation install করুন।
৫. zip file extract করার পর নিচের চিত্রের মত
ফোল্ডারগুলো দেখা যাবে।
(চিত্র-১)

Leave a Reply