আমরা যারা Samsung বা অন্য কোন Android ফোন ব্যবহার করি তখন দেখা যায় মোবাইলে Bangla Font দেখতে প্রব্লেম হয়। Symphony বা নতুন Samsung মোবাইলে এই প্রবলেম টা হয় না। তবে আমরা যারা এখনো পুরনো মোবাইল গুলু চালাই তারা হয়তো Opera mini তে বাংলা দেখতে পারি কিন্তু অন্য কোন Browser বা মোবাইলের অন্য কোথায় বাংলা দেখতে পারি না। তাদের জন্য নিয়ে আসলাম Bangla Font.apk নামের কার্যকরি একটি Apps.
Download হওয়ার পর Apps টি Install দিন। তারপর Setting -> Display -> Screen Display -> Font Style -> Bangla Font,,,, Select করে দিন। মোবাইলটি এক বার Off করে নিন।
ব্যাস হয়ে গেলো। এখন মোবাইলের একোনো জায়গায় বাংলা দেখতে পারবেন। আর বাংলা দেখার জন্য Ridmik Keyboard ব্যবহার করতে পারেন।
1. Ridmik download+install
2. Go to Settings > Language & input
4. Select ‘Ridmik Keyboard’ from the displayed list. Ridmik keyboard Install
কোনো প্রশ্ন থাকলে Comment Plz….
One thought on "যাদের Android এ বাংলা Support করে না, নিয়ে নিন বাংলা দেখা ও লেখার সহজ সমাধান।"