আসসালামু আলাইকুম,
গত পোস্টে আমি দেখেছিলাম কিভাবে ইউটিউব ভিডিওকে লেখাই কনভার্ট করবেন । এখানে ক্লিক করে পোস্টটি দেখে আসতে পারেন ।
আগের পোস্টে আমি দেখিয়েছিলাম পিসি বা ল্যাপটপ দিয়ে ইউটিউবসহ যেকোন ভিডিওকে কিভাবে লেখাই কনভার্ট করবেন । আজ আমি দেখাবো কিভাবে মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে এই কাজটি করবেন । কেউ আছেন পড়াশোনার ভিডিওর কথাগুলো লেখায় কনভার্ট করতে চান , আবার কেউ আছেন ইউটিউব এর বিভিন্ন টপিকস ভিডিওর কথাগুলো স্ক্রিপ্ট আকারে লিখে নিজে ভিডিও বানাতে চান তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ । ইউটিউব লিংকের মাধ্যমে ভিডিও আপলোড করে (আপলোড করতে এমবি প্রয়োজন হবে না) কয়েক সেকেন্ডের মধ্যে লেখাই কনভার্ট হবে।
Full Post টা পড়বেন আজ আরও একটা নতুন ওয়েবসাইট এর সাথে পরিচয় করাবো যা আগের থেকে অনেক ভালো। আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।
তাহলে চলুন শুরু করা যাক,
প্রয়োজনীয়তা:
- Mobile
- Email (টেম্পমেইল সহ যেকোন মেইল ব্যবহার করতে পারবেন)
- Internet
এখন,
1. প্রথমে এই ওয়েবসাইট এ প্রবেশ করতে ক্লিক করুন এবং স্ক্রিনশটে দেখানো Get started Free তে ক্লিক করুন ।
2. আপনি যে কোন ব্রাউজার ব্যবহার করতে পারেন যে ব্রাউজারটি ডেক্সটপ মোড করতে পারবেন সেই ব্রাউজার টি ব্যবহার করুন এক কথায় আপনার ব্রাউজারটি এখান থেকে ডেক্সটপ মোড করে নিন ।
3. গুগোল অথবা যেকোনো ইমেইল দিয়ে একাউন্ট করে নিন। আপনি চাইলে টেম্পোরারি ইমেইল ব্যবহার করতে পারেন । রেজিস্ট্রেশন করার পর ইমেইলে একটা কোড যাবে সেটা ভেরিফিকেশন করে নিন ।
4. একাউন্ট করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ট্রানস্ক্রিপশন এ ক্লিক করুন।
5. তারপর আপনি বিভিন্নভাবে ফাইল আপলোড করতে পারবেন। যেমন আপনার ফোনের মেমোরি থেকে, গুগোল ড্রাইভ , ড্রপবক্স এবং যেকোন অনলাইন ভিডিওর লিংক থেকে ভিডিও আপলোড করতে পারবেন। তাই আমরা ইউটিউব এর একটা ভিডিও এখানে আপলোড করবো। এখান থেকে লিংকে ক্লিক করুন।
6. এখন আপনি ইউটিউব বা যে ভিডিওটি কনভার্ট করতে চাচ্ছেন তার লিংকটা পেস্ট করুন এবং ইম্পর্ট এ ক্লিক করুন। এরপর আপনার ভিডিওতে যে ভাষা আছে সে ভাষাটা সিলেক্ট করবেন, তারপর সাবমিট এ ক্লিক করুন ।
7. একটু ওয়েট করার পর আপনার ফাইল রেডি হবে তারপর কনভার্টকৃত লেখা গুলো দেখার জন্য এখানে ক্লিক করুন।
8. দেখুন মাত্র কয়েক সেকেন্ডে লেখায় কনভার্ট হয়ে গেছে । এখান থেকে আপনি লেখাগুলো সিলেক্ট করে কপি করতে পারেন ।
9. এখান থেকে টেক্সট, ডকুমেন্ট, ওয়ার্ড পিডিএফ এবং আরো বিভিন্ন ফাইলে সেভ করে রাখতে পারবেন । আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে এক্সপোর্ট এ ক্লিক করুন। ।
10.এখানে প্রথম একাউন্ট খোলার পর আপনাকে 30 মিনিট ফ্রি দিবে যা দিয়ে আপনি ভিডিও কনভার্ট করতে পারবেন ।ভিডিও কনভার্ট করতে গেলে আপনার মিনিটের প্রয়োজন হবে আর এখান থেকে আপনি মিনিট কালেক্ট করতে পারবেন । কোথাও শেয়ার করতে হবেনা জাস্ট ক্লিক করলেই আপনার মিনিট গুলো দিয়ে দিবে, এ মিনিট দিয়ে আপনি পরবর্তী ভিডিও কনভার্ট করতে পারবেন । মিনিট শেষ হয়ে গেলে আপনি টেম্পোরারি ইমেইল দিয়ে আবার একটা অ্যাকাউন্ট খুলে কনভার্ট করতে পারেন । কিভাবে প্রতি একাউন্টে 60 মিনিট করে ফ্রি পাবেন।
Help Menu:
কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk.
আমার আগের পোষ্ট গুলি মিস করে থাকলে এখান থেকে দেখতে পারেন
-
ইউটিউবসহ যেকোন ভিডিও লেখায় রুপান্তর করুন এক ক্লিকে || How to Convert YouTube or Any video to text file by online 2021
- How to create a Professional Youtube Banner || PixelLab || মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন
- মোবাইল দিয়ে টাইপিং ছাড়া বাংলা সহ বা যেকোন ভাষা লিখুন 2021
- খুব দ্রুত বাংলা লিখুন টাইপিং ছাড়া 2021
- Set Custom URL For your youtube Channel 2021 || নতুন নিয়মে ইউটিউবের কাস্টম URL সেট করুন
- Walton TV Remote App || যে কোন টিভি Control করুন আপনার Android phone দিয়ে ১০০% working
পোস্টটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন, আমি চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 টা এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার । নতুন করে ইউটিউবে কাজ শুরু করার চেষ্টা করছি , চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরনা দিবেন আশা করছি ।
https://www.youtube.com/TechLearningBD?sub_confirmation=1
আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ।
পোস্টটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন, আমি চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 টা এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার । নতুন করে ইউটিউবে কাজ শুরু করার চেষ্টা করছি , চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরনা দিবেন আশা করছি ।
https://www.youtube.com/TechLearningBD?sub_confirmation=1
আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ।
ধন্যবাদ।
পোস্টটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন, আমি চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 টা এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার । নতুন করে ইউটিউবে কাজ শুরু করার চেষ্টা করছি , চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরনা দিবেন আশা করছি ।
https://www.youtube.com/TechLearningBD?sub_confirmation=1
আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ।