আসসালামু-আলাইকুম ভাইরা ।কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ।

 

আজকের বিষয় হলো Generic System Image মানে কি?  তো চলুন শুরু করা যাক, আর নতুন কিছু শিখা যাক ।

 

Generic System Image এটা হলো একট কাস্টম রম যা একটি দিয়ে অনেকগুলো ডিভাইস এর জন্য বানানো হয়েছে।

 

 

সাধারণত আমরা জানি যে, একটি কাস্টম রম শুধু একটি ডিভাইসে ব্যবহার করা যায় । যদি এক ডিভাইস এর কাস্টম রম অন্য ডিভাইসে ইউস করি তাহলে বুটলুপ,ব্রিক,মোবাইল ডেড এই রকম অনেক সমস্যা ভোগ করি। কিন্তু GSI বা Generetic System Image হলো এমন একটি কাস্টম রম যা যেকোনো মোবাইলে ইন্সটেল করা যাবে।

 

ধরেন,

আমার থেকে একটা GSI Rom বা Generetic System Image (Rom) আছে , এখন আমার ডিভাইসটি হলো Poco X3 আর আপনার ডিভাইস হলো Redmi k20 Pro আপনার বন্ধুর ডিভাইস হলো Samsung A20s

এখন আমরা ভাবলাম যে আমরা তিনজনই কাস্টম রম ব্যবহার করে আমাদের মোবাইলকে নতুন ভাবে তুলে ধরবো নতুন একটি প্রান দিব।
যা আপনার মোবাইল কখনই কল্পনা করতে পারে নি।
 যেহেতু আমরা কাস্টম রম ইন্সটেল করবো তাহলে আমাদের তিনটা ডিভাইস এর জন্য তিনটা কাস্টম রম লাগবে তাই না?
কিন্তু এখন আমি যদি বলি, আমাদের তিনটা কাস্টম রম লাগবে না একটি রম দিয়েই আমরা তিনজন কাস্টম রম(GSI ROM) ইন্সটেল করতে পারবো। তাহলে ব্যপারটা খুব মজাদার হয় না?

 

জ্বি হ্যা এটাই হলো Generic System Image বা GSI (ROM).

 

এখন অনেকে ভাবতে পারে এটা আর কি এমন জিনিস ?

 

পোস্ট এটা করার মূল কারন হচ্ছে যে, আপনারা যেনো আগেই ধারণা রাখেন GSI Rom এটা আসলে কি?

আর মেইন পয়েন্ট হচ্ছে যে, অনেক মোবাইল আছে যেগুলোর জন্য কোনো কাস্টম রম নাই। তারা কাস্টম রম এর স্বাদ কি সেটা নিতে পারছে না।

 

তাই ডেভলোপাররা চিন্তা করলো, আগে তো একটা কাস্টম রম তো শুধু একটা মোবাইলেই ব্যবহার করা যেত  এখন না হয় এমন একটা রম বানাই যেটা একটা রম হবে সব মোবাইল এর জন্য।

 

দিন যত আগাচ্ছে আমরা নতুন নতুন অনেক কিছুর সাথে পরিচিত হচ্ছি । তাই ভাবলাম নতুন কিছু আপনাদের সাথেও শেয়ার করি।

 

আর বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে।আগামী পোস্টে আবার কথা হচ্ছে আপনাদের সাথে।নতুন কিছু নিয়ে ।

 

আমি সামনে এটা ইন্সটেল করতে কি কি প্রয়োজন হবে আর আপনার মোবাইলটি কি  Project Treble Supported কিনা তা নিয়ে আলোচনা করবো।

 

আজকের মত বিদায় নিলাম।আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন।

 

Email : [email protected]

Facebook : Mohammed Rakib

WhatsApp : 01782151530

 

11 thoughts on "Generic System Image (GSI)- Rom কি?"

  1. Mahmudmuqtadir Contributor says:
    Seems so interesting man!
  2. Nayeem Ahmed Contributor says:
    Next post, waiting
  3. Blogger+Rakib Subscriber says:
    Symphony v140 এর জন্য কাষ্টম রম চাই!
  4. Yeasin IK Author says:
    1st kiso line porlam? Gsi kivhabe custom ROM hoi??,,,r porar agroho ta nai
    1. Rakib Author Post Creator says:
      ভাই বুঝাই সুবির্ধাতে ব্যবহার করে হয়েছে।☺️
    2. Yeasin IK Author says:
      thik ase but..next e arekto details e post diben userder jonno vhalo hobe
  5. AL-HADI ✅ Contributor says:
    আমার Laptop আছে, ,,Oppo A1k কিভাবে Root করবো?

    এই রম কিভাবে install করবো?

    1. Tas33N Author says:
      Ei Rom hocce jesob phoner jonno rom nai, Custom rom/ported rom nei sesob phoner jonno.? so apnr phoner jonno jodi kono valo rom thake, taile eta use na korai valo…
  6. RD Rasedul Contributor says:
    Need help……Lg v30 mobile ta root korbo kivabe???

Leave a Reply