একটি গুগল একাউন্ট থেকে অন্য গুগল একাউন্ট এ আপনার ব্লগার ওয়েবসাইট ট্রান্সফার করুন।
আসসালামু আলাইকুম।যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ব্লগার সাইট একটি গুগল একাউন্ট থেকে আরেকটি গুগল একাউন্ট এ ট্রান্সফার করবেন।অথবা এভাবেও বলা যায় যে, কিভাবে আরো এডমিন অ্যাড করবেন আপনার সাইটে।আপনি একের অধিক এডমিন অ্যাড করতে পারবেন আপনার ব্লগার সাইটে।
মনে করুন,আপনি একটি ব্লগার সাইটের এডমিন।অর্থাৎ সাইটটি আপনার।এখন আপনি যদি সাইটটি বিক্রি করে দেন অথবা আপনার অন্য গুগল একাউন্ট এ কোনো কারণে ট্রান্সফার করে নিতে চান,তবে এই পদ্ধতি টি অনুসরণ করুন।অন্য একটি একাউন্ট এডমিন দেয়ার পর আপনার অ্যাকাউন্টটি চাইলে রিমুভ করে দিতে পারবেন।
এই পদ্ধতি টি হয়তো অনেকের জানা আছে।আবার যারা নতুন ব্লগিং করতেছে,তাদের অনেকেরই অজানা।আপনি আপনার ব্লগার ওয়েবসাইট বিক্রি করে দিলে আপনার গুগল অ্যাকাউন্ট টি সহ দিতে হয়। যার ফলে , আপনার অ্যাকাউন্টটিতে থাকা পার্সোনাল ডাটা গুলো চলে যায়।কিন্তু এই পোস্টটি পড়ার পর আপনি আপনার গুগল অ্যাকাউন্ট না দিয়েই ওয়েবসাইট একটি একাউন্ট থেকে অন্য একাউন্ট এ ট্রান্সফার করে দিতে পারবেন।
কিভাবে ব্লগার সাইট একটি একাউন্ট একাউন্ট থেকে আরেকটি একাউন্ট এ ট্রান্সফার করবো?
প্রথমে যাবেন ব্লগার ড্যাশবোর্ড এ
তারপর যাবেন সেটিংস এ
এখন খুঁজে বের করুন Permission সেকশন।এবং সেখানে Invite more authors অপশনে ক্লিক করুন।
যে গুগল একাউন্ট এ সাইটটি ট্রান্সফার করতে চান,সেটি ফাঁকা বক্সে লিখুন।তারপর Send বাটনে ক্লিক করুন।
মেইলের ইনবক্স চেক করে দেখুন একটি মেইল এসেছে।সেটির ভিতরে গেলে Accept Invitation বাটন পাবেন।ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রীনশট এর মত একটু পেজে নিয়ে যাবে।সেখানে Accept Invitation এ ক্লিক করুন।
আবারও,ব্লগার settings – Permission সেকশনে যান।সেখানে গিয়ে Blog Admins and authors অপশনে ক্লিক করুন।তারপর নিচের স্ক্রীনশট এর মত দেখতে পাবেন।সেখানে নতুন যে একাউন্ট টি আপনি ইনভাইট করেছেন,সেটির পাশে Author লেখা একটি ড্রপ ডাউন মেনু পাবেন।সেটিতে ক্লিক করুন
তারপর Admin সিলেক্ট করে দিন।
আপনার কাজ হয়ে গেছে।এখন Save বাটনে ক্লিক করে সেটিংস গুলো সেভ করে দিন।আপনি দেখতে পারবেন,আপনার সাইটের এখন ২জন এডমিন।
কিন্তু,আমি আগেই যেমন বলেছি,আপনি যদি আপনার ব্লগার সাইটটি বিক্রি করে থাকেন,তবে সাইটটি ট্রান্সফার করতে আবারও Blog Admins and authors অপশন থেকে যে অ্যাকাউন্টটি রিমুভ করতে চান সেটির পাশে x(ক্রস) অপশন পাবেন।সেটিতে ক্লিক করে অ্যাকাউন্টটি রিমুভ করে দিতে পারবেন।অথবা ড্রপডাউন মেনু থেকে অ্যাকাউন্টটি অথর করে দিতে পারেন।তারপর Save বাটনে ক্লিক করে সেভ করে দিবেন।
আশা করি,টিউটোরিয়াল টি আপনার কাজে দিবে।দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়াল এ। ততক্ষণ ব্লগার এবং এসইও টিপস পেতে ভিজিট করুন আমার নতুন Blogrtool.com ওয়েবসাইট।
আরো পড়ুন :
নতুনদের জন্য ব্লগার সাইটের কমপ্লিট এসইও টিউটোরিয়াল
কিভাবে ডোমেইন এবং পেজ অথরিটি বাড়াবেন।
কিভাবে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করবেন।
10 thoughts on "একটি একাউন্ট থেকে অন্য একাউন্ট এ ব্লগার সাইট ট্রান্সফার করুন"