আসসালামু-অলাইকুম, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ” ঈদ মোবারক”। আজকের বিষয় হচ্ছে কিভাবে ব্লগের ফিচার ফটো বানাতে হয়?
আমরা জানি, একটি ব্লগের ভিজিটর ধরে রাখতে রেস্পন্সিব ডিজাইনের কোন বিকল্প নেই। সুন্দর সাজানো গোছানো ডিজাইন সবারি ভালো লাগে আর এর সাথে যখন ব্লগে ব্যাবহার করা ফটো গুলোও সুন্দর ভাবে হয়ে থাকে তখন সেটি আরো ভালো সুন্দর দেখায়।[কিভাবে ব্লগ পোস্টের ফিচার ফটো বানাতে হয়??]
নিচের চিত্রগুলো লক্ষ করুনঃ
উপরে ৩ টি সাইটের ফিচার ফটোগুলো দেখানো হয়েছে,এখন আপনাকে যদি বলা হয় এর মধ্যো কোনটা সবচেয়ে ভালো লেগেছে? আপনি নিশ্চয়ই ২য় সাইটটির কথা বলবেন।
কারন এই ফটোগুলা সঠিক সাইজ অনুযায়ী কালার,আইকন,লগো,ফন্ট এর ব্যাবহার করা হয়েছে।
আজ আমরা দেখাবো কিভাবে ব্লগ পোস্টের ফিচার ফটো বানাতে হয়?
এই কাজটি করার জন্য আপনাকে প্লেস্টোর হতে নিচের এপ্লিকেশন টি ডাওনলোড করে ইন্সটল করুনঃ
আমাদের ব্যাবহার করা ফন্ট টি( আলিনুর তারুণ্য) ডাওনলোড করুনঃ
সরাসরি লিপিঘর থেকে ডাওনলোড করতে লিপিঘর এ দেখুন।
[কিভাবে ব্লগ পোস্টের ফিচার ফটো বানাতে হয়?]
কিভাবে ব্লগ পোস্টের ফিচার ফটো বানাতে হয়?
প্রথমে PixelLab এপ্লিকেশন টি ওপেন করুন-
এখন আমরা একটি ফটো তৈরী করবো তারজন্য সাইজ হবে নির্ধারন করে দিতে হবে।
একটি সঠিক মানের ফিচার ইমেজ সেটা যার উচ্চতা ইমেজের চওড়ার চেয়ে অর্ধেক। অর্থাৎ ইমেজের হরাইজন্টাল সাইজ যদি ৮০০ হয়, তবে ভার্টিকাল হওয়া উচিৎ ৪০০।
আমাদের ব্লগের জন্য আমরা ১২০০*৬৮০ সাইজ দিয়ে ফটোটি বানানো, সেজন্য নিচে ফটো অনুযায়ী “Image size” 1200*680 করে দিতে হবে।
এখন আমাদের ইমেজের সাইজ ১২০০*৬৮০ আছে।
এরপর ইমেজের কালার দিতে হবে সেজন্য ” Draw ” তে ক্লিক করে পছন্দের কালার বেছে নিতে হবে –
নরমালি ব্রাসের সাইজ ছোট থাকে আমরা যেহেতু সম্পুর্ণ ইমেজটি কালার করবো তাই ব্রাস বড় করে নেওয়াই উত্তম।
ব্রাস বড় করার জন্য নিচের দিকে ক্রল করে ব্রাসের সাইজ ১২০ করে নিতে হবে।
ব্যাস পারফেক্ট একটা কালার হয়েছে! এখন ফটোতে কিছু লেখার জন্য নিচে দেখনো প্লাস (+) চিহ্নতে ক্লিক করে টেক্সট যোগ করতে হবে।
উপরে যে লেখটি লিখলাম সেটি কিন্তু নরমাল ফন্টে আছে। এখন কাজ হচ্ছে সুন্দর একটি ফন্ট ব্যবহার করা, যেটির লিংক উপরে দেওয়া আছে।
ফন্ট চেঞ্জ করার জন্য নিচে দেখানো “Font” আইকনে ক্লিক করুন–
এখানে ডাওনলোড করা ফন্টটি যোগ করার জন্য নিচের দেখানো আইকনে ক্লিক করে আপনার যে ফোল্ডারে সেই ফন্ট এর ফাইল টি আনজিপ করা আছে সেই ফোল্ডারে গিয়ে ” Add Directory ” এ ক্লিক করলে “মাই ফন্ট” আপশনে এই ফন্ট টি এড হয়ে যাবে।
বিদ্রঃএকবার এড করলে আর এড করতে হবেনা।
এই ফন্টের ২ টি ভার্সন রয়েছেঃ
- Li Alinur Tarunya Unicode .ttf
- Li Alinur Tarunya Unicode Italic .ttf
পছন্দমত যেকোন একটি বাছাই করে ” Ok” আইকনে ক্লিক করে ফন্ট চেঞ্জ করে নিতে হবে।
এখন আমরা ব্লাগ পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি লগো বা ইমেজ যোগ করবো, তারজন্য আবারো সেই প্লাস আইকনে ক্লিক করে ” From Gallery ” হতে ইমেজটি বেছে নিন।
এখন ড্রাগ করে সঠিক ভাবে প্রয়োজন মত ছোট-বড়,ডানে-বামে করে ইমেজটি বসিয়ে নিন।
ব্যাস তৈরী গেল আমাদের ফিচার ফটোটি!
এখন সেভ করার জন্য উপরে দেখানো আইকনে ক্লিক করে “Save as image” এ ক্লিক করে সেভ করে নিন।
আশা করি, এখন নিজেই অনেক সুন্দর ফটো বানাতে পারবেন।
প্রথম প্রকাশিতঃ এখানে
8 thoughts on "কিভাবে ব্লগ পোস্টের জন্য একটি সুন্দর ফিচার ফটো বানাতে হয়"