আসসালামু আলাইকুম প্রিয় ট্রিক বিডি মেম্বারগন। কেমন আছেন সবাই । আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুঃখিত আমি আমার ছোট মামার বিয়ে উপলক্ষে একটা প্রত্যন্ত এলাকাতে এসেছি যেখানে নেটওয়ার্ক খুব দুর্বল তাই আপনাদেরকে সময়মত পোষ্ট উপহার দিতে পারিনি, বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ,, চেষ্টা করব নিয়মিত পোস্ট করার জন্য।
আজকের পোষ্টের বিষয়বস্তু হচ্ছে আপনি চাইলে আপনার ফেসবুক গ্রুপে নিজের নাম হাইড করে পোস্ট করতে পারবেন। যাতে কেউ বুঝতে না পারে যে সেই পোস্টটি আপনি করেছেন।
বর্তমানের সময়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া এর যুগ। বিশেষ করে তরুণ প্রজন্মরা এই সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে থাকে। আর অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে মেয়েরা বেশি সাইবার বুলিং এর শিকার হয়। তাই সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং বন্ধ করার জন্য ফেসবুক নিয়ে এসেছে দারুন একটি ফিচার। এখন চাইলে যে কেউ নিজের নাম হাইড করে পোস্ট করতে পারবেন, কেউ জানতেই পারবে না।
শুধুমাত্র গ্রুপের এডমিন এবং মডারেটররা দেখতে পাবেন আপনার আসল আইডি। আর যাদের নিজস্ব গ্রুপ রয়েছে তারা তাদের নিজের গ্রুপে কিভাবে এই ফিচারটি চালু করবেন দেখতে হলে পুরো পোস্টটি দেখুন।
প্রথমে আপনি ফেসবুক অ্যাপে আপনার নিজস্ব গ্রুপ ওপেন করুন তারপরে সবার উপরে সেটিং দেখতে পাবেন
এরপরে এখানে ক্লিক করার পরে আপনি Group setting লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন।
এরপর আপনি স্ক্রোল করে নিচে আসবেন Anonymous posting
লেখাটিতে আপনি ক্লিক করবেন।
এরপরে আপনি অন করে দিবেন anonymous posting তারপর save করে দিবেন।
এরপরে আপনি বেরিয়ে এসে সরাসরি পোস্ট করার জায়গাতে যাবেন আপনি দেখতে পাবেন anonymous posting এখানে টান দিয়ে অন করে নিবেন।
এরপরে আপনি I want to post anonymously লেখাটিতে ক্লিক করবেন
এরপরে আপনি যেকোনো কিছু পোস্ট করতে পারেন। লেখা শেষ হলে ok করবেন। তারপর এইরকম পেজ আসলে post এ ক্লিক করবেন।
এই দেখুন আমার পোস্ট হয়ে গিয়েছে কিন্তু আমার নিজের নাম দেখাচ্ছে না।
তাই এরপর থেকে আপনারা চাইলে এভাবে পোস্ট করতে পারেন আর নিজের প্রাইভেসি গোপন করতে পারবেন।
তো এই ছিল বিস্তারিত।
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
আল্লাহ হাফেজ।
যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে
10 thoughts on "ফেসবুক গ্রুপে নিজের নাম হাইড করে পোস্ট করবেন যেভাবে!!"