আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
অনেকের ফোনের সেটিংস এই পাওয়া যায় Gesture Navigation আবার অনেকেই ফোনের সেটিংস তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায় না। যেমন আমার Samsung ফোনে পাই নি ! ?
যখন এই Gesture Navigation অন্য কারো ফোনে দেখি তখন একবারের জন্যও হলেও নিজের ফোনে এই Gesture Navigation ব্যবহার করে এর মজা নিতে ইচ্ছা হয়।
তখন অনেকেই বিভিন্ন অ্যাপ দিয়ে চেষ্টা করে দেখি, কয়েকটা অ্যাপে কাজ হলেও কিন্তু অ্যাপ ফোনের সাথে দেওয়া Gesture Navigation এর মতো পারফরমেন্স দিতে পারে না।
Gesture Navigation এর সুবিধা হলো আপনি আপনার স্মার্টফোনের ডিসপ্লের ডান এবং বাম সাইডের যেকোনো জায়গা থেকে ডানে অথবা বামে টান দিলে বা সোয়াইপ করলেই সেটা ফোনের Back Button এর কাজ করবে। এতে আপনাকে বারবার আর আপনার হাতের আঙ্গুল ফোনের ডিসপ্লের নিচে এনে ব্যাক বোতামে টাচ করতে হবে না। একইভাবে ডিসপ্লের নিচের সাইড থেকে উপরের সাইডে হালকা টান দিলে বা সোয়াইপ আপ করলেই Home Button এর কাজ করবে এবং ডিসপ্লের নিচের সাইড থেকে উপরের সাইডে টান দিয়ে ১ সেকেন্ডের মতো ধরে রাখলেই সেটা Recent Button এর কাজ করবে।
আজকে যে পদ্ধতি দেখাবো এটার মাধ্যমে আপনি আপনার ফোনে জেস্টার নেভিগেশন ব্যবহার করতে পারবেন।
এর জন্য আপনাকে ৩ এমবির একটা ছোট অ্যাপ ইন্সটল করতে হবে যেটা প্লে স্টোরে সহজেই পেয়ে যাবেন।Gesture Navigation চালু করার পর ইচ্ছা করলে অ্যাপ আনইন্সটল করলেও Gesture Navigation অপশন বন্ধ হবে না, এটা চালু থাকবে। যা অন্য অ্যাপের মতো না। ?
অ্যাপের ব্যবহার:
এই অ্যাপ আপনাকে আপনার ফোনের লুকানো ফিচার, অপশন বাইরে বের করে ব্যবহার করতে সাহায্য করবে। এই অ্যাপের নাম: Shortcut Maker
প্রথমে অ্যাপ ওপেন করে পারমিশন দিয়ে Activities অপশনে ক্লিক করুন।
এখন Settings লেখা খুঁজে বের করুন। না ! ভুলেও সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন না কারণ ফলাফল শূন্য পাবেন, তাই নিজেই স্ক্রোল ডাউন করে খুঁজে নিন।
এখন Scroll Down করে System লেখা খুঁজে বের করুন। সার্চ করে লাভ নেই ফলাফল শূন্য! তাই নিজেই খুঁজে নিন।
System লেখা বা অপশনে ক্লিক করুন।
এখন আপনি শর্টকাট তৈরির অপশন পেয়ে যাবেন। আপনি ইচ্ছা করলে শর্টকাটের নাম, আইকন, রং বদলাতে পারবেন এবং শর্টকাটে লক সেট করতেও পারবেন। তো শর্টকাট তৈরির জন্য Create shortcut লেখায় ক্লিক করবেন।
Create shortcut এ ক্লিক করার পর আপনার ফোনের হোমস্ক্রীনে একটা শর্টকাট তৈরি হয়ে যাবে। আপনি ঐ শর্টকাটে ক্লিক করবেন।
এবার আপনি Gestures লেখায় ক্লিক করবেন।
তারপর System navigation এ ক্লিক করুন।
তারপর Gestures navigation অপশন বা লেখায় ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
ব্যাস ! চালু হয়ে গেছে Gesture Navigation
এবার Gestures navigation এর Settings আইকনে ক্লিক করুন।
তারপর Left edge এবং Right edge একদম Low করে দিন।
আপনার কাজ শেষ এখন Gesture Navigation এর মজা নিন।
জরুরি কথা:
এই Gesture Navigation হয়তো সেসব ফোনেই কাজ করবে যেসব ফোনের Back, Home, Recent বোতাম In Display মানে ডিসপ্লে তে। যাদের ফোনে এসব বোতাম ডিসপ্লের বাইরে তাদের ফোনে Gesture Navigation হতেও পারে নাও হতে পারে, তবুও একবার চেষ্টা করে দেখতে পারেন।
আশা করছি এই পোস্ট আপনার একটু হলেও কাজে লাগবে। নিচের লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করুন।এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ?
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ফেসবুক আইডি
17 thoughts on "ফোনে Gesture Navigation খুঁজে পাননি? রূট ছাড়াই ব্যবহার করুন Gesture Navigation [Update 2022]"