আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
যেমনটা আমরা সবাই জানি যে এন্ড্রয়েড ফোনের ব্যবহৃত অ্যাপস, গেমস ব্যবহারকারীর শুধু যে ইন্সটল হওয়ার পর নিজের সাইজ বাড়িয়ে ফেলে এমনটা না, এর সাথে App Data এবং Cache Data গুলোও সেভ করে রাখে।
ইন্সটল করার পর অ্যাপ ও গেমের সাইজ দ্বিগুণ হওয়া স্বাভাবিক এটা হবেই, অ্যাপ ও গেম ব্যবহার করার জন্য App Data প্রয়োজনীয়, কিন্তু এইসবের মধ্যে Cache Data কোনো আহামরী কাজ তো করেনা, উল্টো প্রতিনিয়ত ফোন মোমোরির (Internal Memory / ROM) এর জায়গা দখল করে।
এর কারণে ফোনের ফোন মেমোরীর জায়গা দখল করতেই থাকে এবং একসময় দেখা যায় ফোন ঠিকমতো পারফরমেন্স দিতে পারছে না, স্লো কাজ করছে, অ্যাপ/গেম ওপেন হতে সময় লাগছে।
এরকম পরিস্থিতিতে আমি অনেককেই দেখেছি System Reset/Phone Reset করতে। অথচ এটার প্রয়োজন নেই। এর সমাধান আছে় আপনাকে একটা একটা করে প্রত্যেকটা অ্যাপের Cache Data ক্লিয়ার করতে হবে, কিন্তু একটা একটা করে ক্যাচ ডেটা ক্লিয়ার করা বিরক্তিকর কাজ।
তাছাড়া আপনি হয়তো ইন্সটল করা এবং ডিফল্ট অ্যাপস গুলোর Visible Cache ক্লিয়ার করতে পারবেন, কিন্তু Hidden Cache বা লুকানো ক্যাচ ক্লিয়ার করতে পারবেন না। আর এই লুকানো ক্যাচ কিন্তু Visible Cache এর থেকেও বেশি জায়গা দখল করে।
এবার আসি ফোনের ব্যাটারির বিষয়ে, আপনি এটা তো অবশ্যই জানেন যে আপনার ফোনের ব্যাকগ্ৰাউন্ডে যত অ্যাপস রান হবে তত আপনার ফোনের ব্যাটারি খরচ হবে। এর মধ্যে কিছু অ্যাপস তো আছে যেগুলো Battery Optimization এর পারমিশন চায়। এটা কিন্তু ব্যাটারির চার্জ আরো তাড়াতাড়ি শেষ করে, কারণ ব্যাটারি অপটিমাইজেশন চালু থাকলে অ্যাপসগুলো ব্যবহৃত না হলে খুব কম মাত্রায় ব্যাটারি খরচ করতে পারে।
কিন্তু যখনই আপনি কোনো অ্যাপ বা গেমের অপটিমাইজেশন অফ করে দেবেন তখন সেই অ্যাপ নিজের ইচ্ছামতো ব্যাটারি খরচ করতে পারে। আবার এমনও কিছু অ্যাপস আপনার ফোনের ব্যাকগ্ৰাউন্ডে সচল থাকে যা আপনার খুব বেশি প্রয়োজন হয় না, মাঝেমধ্যে আপনি ব্যবহার করেন কিন্তু এই অ্যাপগুলোও আপনার ফোনের ব্যাটারি অল্প করে খরচ করে কিন্তু একই ভাবে আরো অ্যাপস ব্যাটারি খরচ করে।
এবং এভাবেই আপনার ফোনের চার্জ তো শেষ হচ্ছেই পাশাপাশি আপনার ফোনের RAM – ROM ও ব্যবহার হয় যার ফলাফল ফোন স্লো হতে পারে এবং অনেক সময় হয়ও।
তো এরকম পরিস্থিতিতে আপনি হয়তো Phone Cleaner, Battery Saver, Etc. অ্যাপস ব্যবহার করেছেন, কিন্তু বেশিরভাগ সময়ই ভালো ফলাফল পাননি। কারণ এগুলো শুধুমাত্র আপনার ফোনের Visible Cache পরিষ্কার এবং ব্যাকগ্ৰাউন্ডের অ্যাপসগুলো কিছু সময়ের জন্য বন্ধ রাখতে পারে, এর বেশি না।
তো এখন আপনাকে এমন একটা অ্যাপস ব্যবহার করতে হবে যেট দীর্ঘসময় পর্যন্ত অ্যাপস বন্ধ করে রাখতে এবং Hidden Cache গুলোকে Deep Clean মানে গভীরভাবে পরিষ্কার করতে সক্ষম।
এরজন্য আমার কাছে যে অ্যাপটি সব থেকে ব্যবহার উপযোগী মনে হয়েছে তা হলো:
CCleaner
এটা আপনার ফোনের লুকিয়ে থাকা ক্যাচ ক্লিন করতে সক্ষম, দীর্ঘসময় পর্যন্ত অপ্রয়োজনীয় বা আপনার বাছাইকৃত অ্যাপস কে Snooze বা জোর করে বন্ধ রাখতে পারে। প্লে স্টোরে তো আপনি এই অ্যাপ পেয়ে যাবেন কিন্তু আসল মজা নিতে হলে আপনাকে CCleaner অ্যাপ এর Premium ভার্সন ব্যবহার করতে হবে। কথা আছে ভালো জিনিস যেটা, দাম তার একটু বেশি।
আমি, আপনি তো আর টাকা দিয়ে প্রিমিয়াম ভার্সন কিনবো না। তো এর জন্য আপনাকে মোড ভার্সন ব্যবহার করতে হবে।
CCleaner Premium এ যা যা সুবিধা পাবেন:
1. Deep Clean3. Long-Term Boost
4. Battery Saver
5. Photo Optimizer
এখানে আপনি চাইলে Automatic Cleaning এর ব্যবহার করে ৩ দিন বা ১ সপ্তাহ বা আপনার সেট করা সময়ে নিজে থেকেই সব অ্যাপের Visible Cache, Hidden Cache, Junk Files, Empty Folders, Duplicate Files, Trash Thumbnail, Ad Junk, Etc. ক্লিন করতে পারবেন।
এবং Long-Term Boost ব্যবহার করে অপ্রয়োজনীয় অ্যাপসকে ঘুম পাড়িয়ে রাখতে পারন দীর্ঘ সময় পর্যন্ত এবং আরো কিছু প্রয়োজনীয় কাজ করতে পারবেন। বেশি কিছু বলছি না। এখন দেখুন কিভাবে এই অ্যাপ ব্যবহার করবেন।
ফোন মেমোরি ক্লিন করতে অ্যাপ ওপেন করে Quick Clean এ ক্লিক করবেন।তারপর Hidden Caches, Visible Caches, Thumbnails, Empty Folders লেখাগুলো সিলেক্ট করে Finish Cleaning লেখায় ক্লিক করুন।
তারপর দেখবেন অটোমেটিক সবগুলো অ্যাপের ক্যাচ ক্লিন হওয়া শুরু হয়ে যাবে।
দেখুন আমার ফোনের 973 MB ফোনের জায়গা দখল করে রেখেছিলো এই ক্যাচ যা এখন মুক্ত।
এখন অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে রাখতে Boost এ ক্লিক করুন।
তারপর Long-Term Boost অপশন অন করে Force Stop এ ক্লিক করুন।
দেখতে পাবেন নিজে থেকেই সবগুলো অ্যাপকে Force Stop করা শুরু হয়ে যাবে।
দেখুন আমার ফোনের ব্যাকগ্ৰাউন্ডে রান করা অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে Force Stop করে দিয়েছে।
কোন অ্যাপ সবথেকে বেশি ব্যাটারির চার্জ খরচ করেছে সেটাও দেখতে এবং তার ব্যবস্থা নিতে পারবেন।
হয়তো অনেকেই জানেন এই অ্যাপের কথা, আবার অনেকেই জানেন না। সে যাই হোক অ্যাপটা আসলেই কাজ করে কিনা বা ব্যবহার করতে চাইলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।Link 1
Link 2
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ?
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ফেসবুক আইডি
22 thoughts on "ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হচ্ছে? ফোন স্লো কাজ করছে? ফোন মেমোরির জায়গা কমছে ? দেখে নিন সমাধান।"