কয়েকমাস আগে BDIX tester এপ থেকে এই সাইটটি পেয়েছি। এটি আর দশটা নরমাল মুভির সাইটের মত নয়। এখান থেকে মুভি ডাউনলোড করতে গেলে আপনাকে কোন bdix স্পিড বাইপাস করা লাগবে না। নরমালি 6-30 এমবিপিএস স্পিড পাবেন। তবে কিছু অসুবিধা রয়েছে
অসুবিধা:
1. এটি শুধুমাত্র WiFi ব্যবহারকারীদের জন্য। তবে WiFi ব্যবহারকারীদের জন্য হলেও সব WiFi সাপোর্ট করে না। অর্থাৎ আপনার WiFi এ কাজ না করলে অন্য কারো WiFi থেকে চেষ্টা করে দেখতে পারেন।
2. মুভিগুলো সাধারনত 1-5 জিবির মধ্যে হয়। তাই স্টোরেজ দ্রুত শেষ হয়।
সুবিধা:
1. মাত্র এক ক্লিকে ডাউনলোড
2. কোন ads এর ঝামেলা নেই
3. WiFi এর সর্বোচ্চ স্পিড টানতে পারে
4. হাজার হাজার মুভির বিশাল কালেকশন
5. breaking bad, game of thrones, ertugrul, osman, mirzapur থেকে শুরু করে এমন কোন সিরিজ নেই যা আপনি এখানে পাবেন না
6. মোবাইল থেকে শুরু করে কম্পিউটারের হাজার হাজার পাইরেটেড সফটওয়্যার পাবেন ফ্রিতে
7. কয়েকশো প্রিমিয়াম কোর্স পাবেন। যেগুলো হয়তো আপনার কাছে স্বপ্নের মতো মনে হতে পারে যদি ফ্রিল্যান্সিং শেখার ইচ্ছা থাকে আপনার।
8. রেসলিং কার্টুন থেকে শুরু করে এনিম সব কিছু পাবেন এখানে
প্রথমে এই লিংকে ঢুকুন
তারপর যা ইচ্ছা ডাউনলোড করতে থাকুন
নিচে কিছু স্ক্রিনসট দিয়ে দিলাম। লাস্টের স্ক্রিনসটে আমার স্পিড দেখে নিয়েন
আবারো বলে দিচ্ছি এটা সব WiFi এ কাজ করবে না।
নিচের স্ক্রিনসটটি দেখুন। মেসেঞ্জারে জিজ্ঞাস করার পরে একজন বলতেছে কাজ করছে না। আরেকজন ঠিকই ঢুকতে পারছে। তাই আপনার WiFi এ কাজ না করলে বন্ধুর WiFi তে চেষ্ট করে দেখতে পারেন
No chance apnaar ta use korar
Mb er problem nei but
Jante chacci
Data diye use possible ? ki na
আরেকটা লেন , fs.ebox.live
https://trickbd.com/broadband-tricks/744721/amp
speedtest.net এ গিয়ে এফটিপির নাম বের করতে পারবেন।
.
আমার আগের ISP তে কাজ করতো, এখন আর করে নাহ ।
তবে, http://www.timepassbd.live/ এইটা সুুপার স্পিডে কাজ করে । ??
আপনার এই পোস্টের মানে বুঝলাম না।আপনি কি বুঝে পোস্ট করছেন নাকি না বুঝে।সব আইএসপির-ইতো এফটিপি সার্ভার আছে,এখন সবাই আপনার মতো পোস্ট দিবে.!!
যাহোক ভাই
ভালো লিখেছেন!
আপনার ব্রডব্যান্ড কানেকশনে বিডিআইএক্স স্পিড কম বলে কি সবার কানেকশনই আপনার মত 6 থেকে 30 Mbps পর্যন্ত স্পিড?
ভালো আইএসপি থেকে কানেকশন নেন 100Mbps+ স্পিডে ডাউনলোড করতে পারবেন।
আর শুধুমাত্র এই সার্ভার থেকেই না, BDIX এর যে কোন FTP সার্ভার থেকে ডাউনলোড করতে গেলেও স্পিড বাইপাস করতে হয় না।
আর আমার একটু আফসোস হচ্ছে, আপনি প্রথমবারের মতো যখন এই পোস্টটা পাবলিশ করেছেন তখন কেন আমি পোস্টটা দেখলাম না? হাজার টা কারেকশনের পর চোখের সামনে আসলো, এর পরও আমার মনে হচ্ছে আপনার পোস্টটি আরো হাজারটা কারেকশন করতে হবে। ?